A
কবি-কাহিনী
B
ভিখারিনী
C
হিন্দুমেলার উপহার
D
বাল্মীকী প্রতিভা
উত্তরের বিবরণ
'ভিখারিনী' ছোটগল্প
-
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্প।
-
বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প।
-
প্রকাশ: ভারতী পত্রিকায়, ১৮৭৭
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য প্রথম প্রকাশিত রচনা
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: কবি-কাহিনী (১৮৭৮)
-
প্রথম নাটক: বাল্মীকি প্রতিভা
-
কবিতা লেখা শুরু: আট বছর বয়সে
-
প্রথম প্রকাশিত কবিতা: হিন্দুমেলার উপহার
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 18 hours ago
কোনটি গোবিন্দদাসের উপাধি?
Created: 3 weeks ago
A
কবিরাজ
B
কবিকঙ্কণ
C
কবীন্দ্র
D
ক ও গ উভয়ই
গোবিন্দদাস
-
বৈষ্ণব পদকর্তা
-
জন্ম: পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার নিকট তেলিয়াবুধুরি গ্রাম
-
শ্রীচৈতন্য ও চৈতন্যোত্তরকালে বৈষ্ণবপদ রচনায় খ্যাতি অর্জন
-
কাব্যগুরু: বিদ্যাপতি (মিথিলার কবি)
-
বিদ্যাপতির ভাবশিষ্য
-
উপাধি: ‘কবীন্দ্র’, ‘কবিরাজ’ (শ্রীজীব গোস্বামী প্রদত্ত)
অন্য তথ্য
-
রাজা রঘুনাথ রায় মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কণ’ উপাধি প্রদান করেন

0
Updated: 3 weeks ago
বাংলাদেশে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক?
Created: 3 weeks ago
A
ব্র্যাক ব্যাংক
B
ব্যাংক এশিয়া
C
ইস্টার্ন ব্যাংক
D
ডাচ বাংলা ব্যাংক
বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড – বাংলাদেশ
-
প্রবর্তক: ইস্টার্ন ব্যাংক, মাস্টারকার্ডের সহযোগিতায়
-
প্রবর্তনের তারিখ: ৫ জুলাই, ২০২৫
-
উদ্বোধক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর
-
প্রযুক্তি সরবরাহকারী: IDEX Biometrics, Kona I, Infineon Technologies
-
বিশেষত্ব:
-
পিন বা স্বাক্ষরের প্রয়োজন নেই
-
গ্রাহকের তথ্য সরাসরি কার্ডে সংরক্ষিত
-
হোমকিট ব্যবহার করে ঘরে বসেই ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন
-
মাস্টারকার্ডের আইডেন্টিটি থেফট প্রোটেকশন প্রযুক্তি দিয়ে অনলাইনে নিরাপত্তা নিশ্চিত
-
-
উদ্দেশ্য: গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি ও অপব্যবহার রোধ এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করা

0
Updated: 3 weeks ago
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
Created: 2 weeks ago
A
প্রবোধচন্দ্রিকা
B
রাজাবলী
C
বেদান্তচন্দ্রিকা
D
বত্রিশ সিংহাসন
বত্রিশ সিংহাসন
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ।
এটি একটি কাহিনি সংকলন (অনুবাদিত), প্রকাশকাল ১৮০২।
বাংলা গদ্যের আদিপর্বে এর বিশেষ স্থান রয়েছে।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
তিনি সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক।
উইলিয়াম কেরির সুপারিশে ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পণ্ডিত হন।
তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পণ্ডিত হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সর্বাধিক গ্রন্থের রচয়িতা ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
বত্রিশ সিংহাসন
রাজাবলী
হিতোপদেশ
বেদান্তচন্দ্রিকা
প্রবোধচন্দ্রিকা ইত্যাদি।

0
Updated: 2 weeks ago