URL এর পূর্ণরূপ-
A
Uniform Resource Link
B
Universal Resource Link
C
Uniform Resource Locator
D
Unified Resource Locator
উত্তরের বিবরণ
URL (Uniform Resource Locator)
-
পূর্ণরূপ: Uniform Resource Locator
-
সংজ্ঞা: কোনো ওয়েবসাইট বা ওয়েবপেজের পূর্ণাঙ্গ ঠিকানাকে URL বলে।
-
অংশসমূহ: একটি URL সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত—
১) প্রটোকল নাম (Protocol name): কোন প্রোটোকল ব্যবহার করে রিসোর্সে প্রবেশ করা হবে (যেমন:http,https,ftp)।
২) হোস্টনেইম (Hostname): যে সার্ভারে ওয়েবসাইট হোস্ট করা আছে তার ডোমেইন নাম বা আইপি ঠিকানা।
৩) ফাইলের নাম/পাথ (File name/Path): সার্ভারের ভেতরে নির্দিষ্ট ফাইল বা রিসোর্সের অবস্থান।
উদাহরণ:http://www.google.com/maps
-
http:→ প্রটোকল নাম -
www.google.com→ হোস্টনেইম -
maps→ ফাইলের নাম/পাথ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 1 month ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বিদেশি মুক্তিযোদ্ধা ডব্লিউ. এ. এস. ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
Created: 1 month ago
A
পোল্যান্ড
B
জার্মানি
C
রাশিয়া
D
নেদারল্যান্ডস
ডব্লিউ. এ. এস. ওডারল্যান্ড – মুক্তিযুদ্ধের বিদেশি বীর
-
জাতীয়তা: অস্ট্রেলিয়ান (জন্ম নেদারল্যান্ডস)
-
মুক্তিযুদ্ধে অবদান:
-
১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন।
-
২ নং সেক্টরে যুদ্ধ করেন।
-
-
খেতাব: বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি নাগরিক যিনি বীর প্রতীক খেতাব পান।
-
মৃত্যু: ১৮ মে ২০০১, অস্ট্রেলিয়া।
সংক্ষেপে, ওডারল্যান্ড বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য বীরত্বের পরিচয় দিয়ে একমাত্র বিদেশি হিসেবে বীর প্রতীক খেতাব অর্জন করেন।
0
Updated: 1 month ago
বাংলাদেশের যৌতুক নিরোধ আইনের শাস্তি সর্বোচ্চ কত বছর?
Created: 1 month ago
A
১ বছর
B
৩ বছর
C
৫ বছর
D
৮ বছর
বাংলাদেশে যৌতুক বন্ধের জন্য ‘যৌতুক নিরোধ আইন-২০১৮’ প্রবর্তিত হয়েছে।
-
যৌতুকের সংজ্ঞা: বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হিসেবে এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের কাছে দাবি করা অর্থসামগ্রী বা অন্য কোনো সম্পদ।
-
প্রযোজ্য সময়: এই দাবি বিয়ের আগে, বিয়ের সময় বা পরে করা হলেও যৌতুক হিসেবে গণ্য হবে।
-
বিস্তারিত ব্যতিক্রম:
-
মুসলমানদের ক্ষেত্রে দেনমোহর যৌতুক হিসেবে গণ্য হবে না।
-
বিয়ের আসরে অতিথিরা যদি নিজের ইচ্ছায় উপহার প্রদান করে, তবে তা যৌতুক নয়।
-
দণ্ডবিধি (৩ ও ৪ ধারা অনুযায়ী):
-
যৌতুক দাবি, প্রদান বা গ্রহণের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড।
-
ন্যূনতম ১ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।
-
যৌতুক প্রদান বা গ্রহণে সহায়তা করা ব্যক্তিও একই দণ্ডের অধীনে দণ্ডিত হবেন।
উৎস:
0
Updated: 1 month ago
সর্ব প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবী উত্থাপন করেন-
Created: 1 month ago
A
আবুল মনসুর আহমদ
B
মোহাম্মদ আলী জিন্নাহ
C
ধীরেন্দ্রনাথ দত্ত
D
আবুল কাশেম
বাংলার মানুষের সাংস্কৃতিক ও জাতীয় পরিচয়ের ইতিহাসে ভাষা আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বাঙালির মুক্তি ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটিয়ে পরবর্তী রাজনৈতিক আন্দোলনের ভিত্তি গড়ে।
-
ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন।
-
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
-
ফিরোজ খান নুন ছিলেন পূর্ব বাংলার গভর্নর।
-
প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
-
বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
-
ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
-
আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
0
Updated: 4 weeks ago