A
মধুমালা
B
সুচয়নী
C
মাটির কান্না
D
ধানক্ষেত
উত্তরের বিবরণ
জসীম উদ্দীন রচিত নাটক
-
মধুমালা
জসীম উদ্দীন
-
জন্ম: ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রাম, মাতুলালয়।
-
কলেজ জীবনে কবর কবিতা রচনা করে বিপুল খ্যাতি অর্জন।
-
১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান।
রচিত কাব্যগ্রন্থ
-
রাখালী
-
নক্সীকাঁথার মাঠ
-
সুচয়নী
-
সোজন বাদিয়ার ঘাট
-
এক পয়সার বাঁশি
-
বালুচর
-
ধানক্ষেত
-
রূপবতী
-
মা যে জননী কান্দে
-
মাটির কান্না
উৎস
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 18 hours ago
আলাওল কোন শতকের কবি ছিলেন?
Created: 4 weeks ago
A
অষ্টাদশ
B
সপ্তদশ
C
ষোড়শ
D
পঞ্চদশ
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি

0
Updated: 4 weeks ago
বাংলা সনেটের আদি গ্রন্থ কোনটি ?
Created: 18 hours ago
A
বীরাঙ্গনা কাব্য
B
মেঘনাদবধ কাব্য
C
তিলোত্তমাসম্ভব কাব্য
D
চতুর্দশপদী কবিতাবলী
‘চতুর্দশপদী কবিতাবলি’
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২টি সনেটের সংকলন।
-
মধুসূদনের আগে বাংলা সনেট বা সনেটগ্রন্থ রচিত হয়নি; সে বিচারে এটি বাংলা সনেটের আদি গ্রন্থ।
-
প্রকাশকাল: ১লা অগস্ট ১৮৬৬ (গ্রন্থাকারে)।
-
কবিতাগুলি প্রবাসে রচিত।
-
সনেটগুলির কয়েকটি পেত্রার্কের আদর্শে এবং অধিকাংশ শেক্সপিয়রীয় আদর্শে রচিত।
মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলি
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
৩) বাংলাপিডিয়া

0
Updated: 18 hours ago
কাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়?
Created: 2 weeks ago
A
ঈশ্বরচন্দ্র গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
ভারতচন্দ্র রায়গুণাকর
D
বিহারীলাল চক্রবর্তী
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২–১৮৫৯)
-
জন্ম: ১৮১২, শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গ।
-
পরিচয়: কবি ও সাংবাদিক।
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি (মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগকারী)।
-
রচনার বিষয়বস্তু সমকালের সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু ভাষা, ছন্দ ও অলঙ্কারে মধ্যযুগীয় ধারা।
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
-
সাংবাদিকতা
-
সংবাদ প্রভাকর (১৮৩১ সালে সাপ্তাহিক, ১৮৩৯ সাল থেকে দৈনিক)—প্রথম বাংলা দৈনিক পত্রিকা।
-
এছাড়াও সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ন
-
সংবাদ সাধুরঞ্জন
-
অবদান
-
লুপ্তপ্রায় কবিয়ালদের জীবনী সংগ্রহ ও প্রকাশ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।
-
মৃত্যু: ১৮৫৯ খ্রিস্টাব্দে।

0
Updated: 2 weeks ago