বাংলাদেশ প্রথম কবে অলিম্পিকে অংশগ্রহণ করে?
A
১৯৯২ সালে
B
১৯৮৬ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৮৪ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশ ও অলিম্পিক গেমস:
-
বাংলাদেশ ১৯৮৪ সাল থেকে অলিম্পিকে অংশগ্রহণ করছে।
-
সর্বোচ্চ তিনবার অলিম্পিকে অংশগ্রহণ করেছেন সাঁতারু ডলি আক্তার।
১৯৮৪, লস অ্যাঞ্জেলেস অলিম্পিক:
-
বাংলাদেশের প্রতিযোগী: ১ জন, সাইদুর রহমান ডন (অ্যাথলেটিকস)।
-
১০০ মিটার: নিজের হিটে অষ্টম (১১.২৫ সেকেন্ড), মোট প্রতিযোগী ৮।
-
২০০ মিটার: নিজের হিটে সপ্তম (২২.৫৯ সেকেন্ড), মোট প্রতিযোগী ৮।
-
সাম্প্রতিক তথ্য:
-
সর্বশেষ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে।
উৎস: প্রথম আলো
0
Updated: 1 month ago
'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয় কবে?
Created: 3 weeks ago
A
১ জুলাই
B
৩১ জুলাই
C
১ আগস্ট
D
৫ আগস্ট
জুলাই গণ-অভ্যুত্থান দিবস
-
তারিখ: ৫ আগস্ট
-
উদ্দেশ্য: ১৯৭৫ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মরণে পালিত
-
ঘোষণা: বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
-
পটভূমি: ১৯৭৫ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকার পতিত হয়।
-
শহীদ দিবস: রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
-
সরকারি আদেশ: ২৫ জুন ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
-
শ্রেণীবিভাগ: ৫ আগস্ট ‘ক’ শ্রেণি, ১৬ জুলাই ‘খ’ শ্রেণি।
0
Updated: 3 weeks ago
যদি একটি দল টানা দুইটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়, তাহলে কী হবে?
Created: 1 month ago
A
সতর্কবার্তা দেওয়া হবে
B
নিবন্ধন স্থগিত হবে
C
নিবন্ধন বাতিল হবে
D
আর্থিক জরিমানা হবে
বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের কারণ হলো:
-
দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি কর্তৃক দলকে বিলুপ্ত ঘোষণা করা হলে, অথবা নিবন্ধন বাতিলের জন্য দলের প্রধান ও সাধারণ সম্পাদক/মহাসচিবদের সমপর্যায়ের পদাধিকারী কর্তৃক আবেদন করা হলে।
-
সরকার কর্তৃক দল নিষিদ্ধ ঘোষিত হলে।
-
কমিশনে প্রেরিত কোনো তথ্য পরপর তিন বছর প্রেরণ করতে ব্যর্থ হলে।
-
দলটি পরপর দুইটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে।
0
Updated: 1 month ago
বাংলায় সুবাদারী শাসনের প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
ইসলাম খান চিশতি
B
মীর জুমলা
C
শায়েস্তা খান
D
মুর্শিদকুলী খান
বাংলায় সুবাদারী শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন ইসলাম খান চিশতি। মোগল সম্রাট আকবর তাঁর সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করেছিলেন, যেগুলোকে বলা হতো ‘সুবা’। সুবার শাসনকর্তাকে সুবাদার বলা হতো। আকবরের সময় থেকেই বাংলায় সুবাদার নিয়োগ শুরু হলেও, বারভুঁইয়াদের দাপটে মোগল সুবা শক্তভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। সম্রাট জাহাঙ্গীরের আমলে বারভুঁইয়াদের দক্ষতার সঙ্গে দমন করে বাংলায় সুবাদারী শাসন প্রতিষ্ঠা করেন ইসলাম খান চিশতি।
-
ইসলাম খান চিশতি প্রকৃত নাম শেখ আলাউদ্দীন চিশতি।
-
১৬০৮ সালে জাহাঙ্গীর কুলি খানের মৃত্যুর পর, সম্রাট জাহাঙ্গীর তাঁকে বাংলার সুবাদার হিসেবে নিয়োগ দেন। তিনি সুফি সেলিম চিশতীর দৌহিত্র ছিলেন।
-
১৬১০ খ্রিস্টাব্দে তিনি ঢাকায় আসেন এবং বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তিনি ঢাকাকে ‘জাহাঙ্গীরনগর’ নামে নামকরণ করেন।
-
ইসলাম খান ঢাকাকে সুরক্ষিত করে ভুঁইয়াদের সব অবস্থানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ১৬১১ খ্রিস্টাব্দে মুসা খানসহ বারো ভূঁইয়া ইসলাম খানের নিকট বশ্যতা স্বীকার করেন।
-
সম্রাট জাহাঙ্গীর তাঁকে ইসলাম খান উপাধিতে ভূষিত করেন।
-
তিনি ঢাকায় লোহার পুল নির্মাণ করেন এবং ঢাকার ধোলাই খাল খনন করেন।
উৎস:
0
Updated: 1 month ago