বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি?
A
নৌকাডুবি
B
যোগাযোগ
C
ঘরে-বাইরে
D
চোখের বালি
উত্তরের বিবরণ
'চোখের বালি' উপন্যাস
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস
-
বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেছেন
-
প্রথমবার সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার
-
ব্যক্তিত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার
-
প্রকাশকাল: ১৯০৩
প্রধান চরিত্র
-
বিনোদিনী (বিধবা; আশা-আকাঙ্ক্ষা, প্রেম, দুঃখ উপন্যাসের কাহিনি এগিয়ে নিয়ে যায়)
-
মহেন্দ্র
-
আশালতা (মহেন্দ্রের স্ত্রী; পতিব্রতা)
-
বিহারী
-
রাজলক্ষী
রচনাবলীর সংক্ষিপ্ত বিবরণ
-
মহেন্দ্র আশালতার ভালোবাসা উপেক্ষা করে বিধবা বিনোদিনীর প্রতি আকর্ষণ অনুভব করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাসসমূহ
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
দুই বোন
-
মালঞ্চ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায় ইত্যাদি
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
'দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই।
রাতি ভইলে কামরু জাই।' - পদটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
বীণাপা
B
কুক্কুরীপা
C
ঢেণ্ডণপা
D
ভুসুকুপা
কুক্কুরীপা চর্যাপদের অন্যতম কবি, যিনি ধারণা অনুযায়ী খ্রিষ্টীয় অষ্টম শতকে বর্তমান ছিলেন এবং সম্ভবত তিব্বতের নিকটবর্তী অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি চর্যাপদের ২, ২০ ও ৪৮ নং পদের রচয়িতা, যদিও ৪৮ নং পদটি এখনো খুঁজে পাওয়া যায়নি।
কুক্কুরীপা রচিত একটি উল্লেখযোগ্য পঙক্তি:
“দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই।
রাতি ভইলে কামরু জাই।”
0
Updated: 1 month ago
‘মেঘ বলে চৈত্রে যাবো’ কাব্যগ্রন্থটির লেখক হলেন-
Created: 1 month ago
A
শওকত ওসমান
B
সৈয়দ আলী আহসান
C
আহসান হাবীব
D
শামসুর রাহমান
‘মেঘ বলে চৈত্রে যাবো’
-
রচয়িতা: আহসান হাবীব
-
ধরণ: কাব্যগ্রন্থ
আহসান হাবীব সম্পর্কে:
-
তিনি একজন কবি ও সাংবাদিক।
-
‘মেঘ বলে চৈত্রে যাবো’ তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
অন্য কাব্যগ্রন্থসমূহ:
-
রাত্রিশেষ (প্রথম প্রকাশিত)
-
ছায়া হরিণ
-
সারা দুপুর
-
আশায় বসতি
-
দুই হাতে দুই আদিম পাথর
-
প্রেমের কবিতা
-
বিদীর্ণ দর্পণে মুখ
উপন্যাসসমূহ:
-
অরণ্যে নীলিমা
-
রানী খালের সাঁকো
0
Updated: 1 month ago
ড. আশুতোষ ভট্টাচার্য লোককথাকে কয় ভাগে ভাগ করেছেন??
Created: 1 month ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
• লোক কথা বা লোক কাহিনী:
গদ্যের মাধ্যমে কাহিনী বর্ণনা করা হলে তাকে লোক কথা বা লোক কাহিনী বলা হয়ে থাকে।
ড. আশুতোষ ভট্টাচার্য লোককথাকে ৩ ভাগ্যে ভাগ করেছেন।
১। রূপকথা,
২) উপকথা,
৩)ব্রতকথা।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
0
Updated: 1 month ago