A
নষ্টনীড়
B
দেনাপাওনা
C
জীবিত ও মৃত
D
সমাপ্তি
উত্তরের বিবরণ

0
Updated: 18 hours ago
‘ইউসুফ-জোলেখা’ কাব্যটি কোন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে?
Created: 4 weeks ago
A
সংস্কৃত
B
উর্দু
C
ফারসি
D
আরবি
‘ইউসুফ-জোলেখা’ কাব্য
‘ইউসুফ-জোলেখা’ একটি কাহিনি-নির্ভর কাব্যগ্রন্থ, যার রচয়িতা শাহ মুহম্মদ সগীর। এটি ফারসি ভাষা থেকে অনূদিত।
প্রমাণ থেকে জানা যায়, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ-এর রাজত্বকালে (১৩৮৯–১৪০৯ খ্রিষ্টাব্দ) এ কাব্য রচিত হয়। সে বিচারে এটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা, এবং শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য।
ইউসুফ-জোলেখার কাহিনি বাইবেল ও কোরান—উভয় গ্রন্থেই বর্ণিত হয়েছে। ইরানের কবি ফেরদৌসি (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) এই নামে কাব্য রচনা করেছিলেন।
এটি মূলত একটি অনুবাদ কাব্য, যা রোমান্টিক প্রণয়োপাখ্যানের উৎকৃষ্ট নিদর্শন।

0
Updated: 4 weeks ago
'পদ্মা নদীর মাঝি' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়—
Created: 3 weeks ago
A
১৯৫০ সালে
B
১৯৪৭ সালে
C
১৯৩৬ সালে
D
১৯২৮ সালে
পদ্মা নদীর মাঝি (উপন্যাস)
-
লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশ: ১৯৩৬
-
ভাষা ও সাহিত্য: বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাস
-
প্রেক্ষাপট: বাংলাদেশের পদ্মা নদীর তীরবর্তী গ্রামাঞ্চল
-
প্রধান চরিত্র:
-
কুবের (মাঝি)
-
কপিলা
-
মালা
-
হোসেন মিয়া
-
-
মূল বিষয়বস্তু: দরিদ্র মানুষের জীবন সংগ্রাম, আশা-আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই
-
ছবিনির্মাণ: ১৯৯৩ সালে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র তৈরি করেন
উৎস: বাংলা সাহিত্য জ্ঞান, বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক কে?
Created: 18 hours ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
জীবনানন্দ দাশ
C
বিষ্ণু দে
D
বুদ্ধদেব বসু
সুধীন্দ্রনাথ দত্ত
-
কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক।
-
জন্ম: ১৯০১ সালের ৩০ অক্টোবর, কলকাতার হাতীবাগান।
-
ত্রৈমাসিক পরিচয় পত্রিকার সম্পাদক হিসেবে অমর হয়ে আছেন।
-
ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম।
-
বাংলা গদ্যের আধুনিক রূপের প্রবর্তক।
-
মৃত্যু: ১৯৬০ সালে, কলকাতা।
রচিত কাব্যগ্রন্থ
-
তন্বী
-
অর্কেষ্ট্রা
-
ক্রন্দসী
-
উত্তর ফাল্গুনী
-
সংবর্ত
-
প্রতিদিন
-
দশমী
উৎস
বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 18 hours ago