Rotary International কবে প্রতিষ্ঠিত হয়? 

Edit edit

A

১৯০৩ সালে

B

 ১৯০৫ সালে 

C

১৯০৯ সালে 

D

১৯১২ সালে

উত্তরের বিবরণ

img

রোটারি ইন্টারন্যাশনাল

রোটারি ইন্টারন্যাশনাল একটি সেবামূলক আন্তর্জাতিক সংস্থা, যা ব্যবসায়িক ও পেশাজীবীদের নিয়ে গঠিত।

মানবকল্যাণ ও সমাজ উন্নয়নের লক্ষ্যে কাজ করে এমন এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯০৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। এর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যাটর্নি পল পি. হ্যারিস। সংগঠনটির মূল নীতিবাক্য হলো "নিজের উপরে সেবা"

সদরদপ্তর: ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।

রোটারি ইন্টারন্যাশনাল শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি বৈশ্বিক আন্দোলন। হ্যারিসের প্রস্তাব অনুযায়ী এর নাম রাখা হয় ‘রোটারি’। এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য হলো আন্তর্জাতিক চেতনাকে উৎসাহিত করা এবং

সারা বিশ্বের রোটারিয়ানদের মাঝে সহযোগিতার বন্ধন গড়ে তোলা। রোটারি ক্লাবগুলো সমাজকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম এককভাবে বা সম্মিলিতভাবে পরিচালনা করে থাকে।

বাংলাদেশে রোটারি

বাংলাদেশে রোটারি কার্যক্রম শুরু হয় ১৯৩৭ সালের ২২ ডিসেম্বর, ঢাকায় প্রথম রোটারি ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে। মাত্র ৮৮ জন সদস্য নিয়ে ১৯৩৮ সালের ২৬ ফেব্রুয়ারি ক্লাবটি রোটারি ইন্টারন্যাশনাল থেকে সনদ পায়। সময়ের সাথে সাথে এর কর্মকাণ্ড ক্রমেই বিস্তৃত হয়েছে।

বর্তমানে বাংলাদেশে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮০-এর অধীনে ২০৫টি রোটারি ক্লাব রয়েছে, যেগুলোর সম্মিলিত সদস্যসংখ্যা প্রায় ৪,৩০০। এছাড়াও এর অধীনে বিভিন্ন তরুণ ও কমিউনিটি ভিত্তিক ক্লাব রয়েছে, যেমন:

  • রোটারাক্ট ক্লাব

  • ইন্টারাক্ট ক্লাব

  • রোটারি কমিউনিটি কোর্পস (RCC)

এই ক্লাবগুলো সমাজসেবা, শিক্ষাবিস্তার, স্বাস্থ্যসেবা, দুর্যোগ মোকাবেলা ইত্যাদি নানা জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে।

তথ্যসূত্র:
১. রোটারি ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়েবসাইট
২. বাংলাপিডিয়া

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD