A
নক্সী কাঁথার মাঠ
B
সোজন বাদিয়ার ঘাট
C
রাখালী
D
বালুচর
উত্তরের বিবরণ

0
Updated: 18 hours ago
কবি জসীম উদ্দীন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
Created: 2 days ago
A
১৯০৬ খ্রিষ্টাব্দ
B
১৮৯৯ খ্রিষ্টাব্দ
C
১৯০৫ খ্রিষ্টাব্দ
D
১৯০৩ খ্রিষ্টাব্দ

0
Updated: 2 days ago
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম -
Created: 3 weeks ago
A
দাদাভাই
B
যাযাবর
C
জাবালি
D
বীরবল
বাংলা সাহিত্যে ছদ্মনাম ও প্রকৃত লেখক
ছদ্মনাম | লেখক |
---|---|
যাযাবর | বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় |
বীরবল | প্রমথ চৌধুরী |
জাবালি | বিমল মিত্র |
দাদাভাই | রোকনুজ্জামান খান |

0
Updated: 3 weeks ago
'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই' - উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প থেকে নেয়া?
Created: 2 weeks ago
A
কাবুলিওয়ালা
B
পোস্টমাস্টার
C
নষ্টনীড়
D
জীবিত ও মৃত
‘জীবিত ও মৃত’ (রবীন্দ্রনাথ ঠাকুর)
-
রচনাকাল: ১৮৯২ খ্রি.
-
বাংলা ছোটগল্প; রবীন্দ্রনাথ ঠাকুর রচিত।
-
অন্তর্ভুক্ত: ‘গল্পগুচ্ছ’।
-
বৈশিষ্ট্য:
-
অতিপ্রাকৃত গল্প ও ব্যঙ্গাত্মক উপমার মিশ্রণ।
-
যদিও এটি নিখুঁত অতিপ্রাকৃত গল্প নয়।
-
-
প্রধান চরিত্র: কাদম্বিনী।
-
কাদম্বিনীর অস্তিত্ব অতিপ্রাকৃতভাবে চিত্রিত।
-
জীবন ও মৃত্যুর মাঝখানে আটকে থাকার রহস্যই গল্পের মূল বিষয়।
-
-
উল্লেখযোগ্য উক্তি:
“কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।”

0
Updated: 2 weeks ago