সঠিক উত্তর ঘ) ক্রীতদাসের হাসি → শওকত আলী নয়, বরং এটি শওকত ওসমান রচিত। শওকত আলীর নামে প্রচলিত হলেও প্রকৃতপক্ষে ‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমানের কালোত্তীর্ণ উপন্যাস।
ক্রীতদাসের হাসি উপন্যাস
- 
প্রকাশকাল: ১৯৬২। 
- 
এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস, যেখানে রূপক-প্রতীকের মাধ্যমে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালোচনা করা হয়েছে। 
- 
উপন্যাসে বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী শাসক হিসেবে প্রতীকী রূপে এসেছে। 
- 
ক্রীতদাস তাতারি এবং বাঁদি মেহেরজান প্রেমে আবদ্ধ হলেও বাদশা তাদের মধ্যে বাধা সৃষ্টি করে। তাতারিকে গৃহবন্দি ও নির্যাতনের শিকার হতে হয়। 
- 
তাতারি আমৃত্যু বাদশার নির্যাতনের প্রতিবাদ করে যায়। 
- 
এখানে তাতারি বাঙালি জনতার প্রতীক এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক। তাতারির হাসি শেষ পর্যন্ত বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। 
- 
এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তিনি ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন। 
শওকত ওসমান
- 
জন্ম: ২ জানুয়ারি ১৯১৭, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রাম। 
- 
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান; সাহিত্যিক নাম: শওকত ওসমান। 
- 
তিনি মুক্তিযুদ্ধভিত্তিক একাধিক উপন্যাস লিখেছেন। 
তাঁর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
তাঁর রচিত নাটকসমূহ