'চিত্তনামা' কাজী নজরুল ইসলাম রচিত কোন প্রকার সাহিত্য?
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
প্রবন্ধগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
উত্তরের বিবরণ
'চিত্তনামা' কাব্যগ্রন্থ
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
বিষয়: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
-
প্রেক্ষাপট: ১৩৩২ বঙ্গাব্দের ২ রা আষাঢ়ে চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করলে, নজরুল অর্ঘ্য, অকাল-সন্ধ্যা, সান্ত্বনা, ইন্দ্রপ্তন, রাজভিখারি নামক কয়েকটি কবিতা সমকালীন পত্রিকায় লিখেন।
-
কবিতাগুলোয় চিত্তরঞ্জনের প্রতি কবির আবেগমিশ্রিত শ্রদ্ধা প্রকাশিত হয়।
-
প্রকাশকাল: ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ)
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থসমূহ
-
অগ্নি-বীণা
-
সঞ্চিতা
-
চিত্তনামা
-
মরুভাস্কর
-
সর্বহারা
-
ফণি-মনসা
-
চক্রবাক
-
সাম্যবাদী
-
ছায়ানট
-
নতুন চাঁদ
-
পুবের হাওয়া
-
জিঞ্জির
-
বিষের বাঁশি
-
দোলনচাঁপা
-
চন্দ্রবিন্দু
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙার গান
-
সন্ধ্যা ইত্যাদি
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
যাত্রা
B
কালো ঘোড়া
C
রাইফেল রোটি আওরাত
D
নেকড়ে অরণ্য
‘নেকড়ে অরণ্য’
- শওকত ওসমানের রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
• শওকত ওসমান মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস :
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক;
- নেকড়ে অরণ্য;
- জলাংগী;
অন্যদিকে.
- ইমদাদুল হক মিলন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস: কালো ঘোড়া।
- শওকত আলী রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস: ’যাত্রা’।
- আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস: রাইফেল রোটি আওরাত।
0
Updated: 1 month ago
'অ্যা গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
Created: 2 months ago
A
১৭৮০ সালে
B
১৭২০ সালে
C
১৭৭৮ সালে
D
১৭৬৯ সালে
অ্যা গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
-
লেখক: ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
-
প্রকাশকাল: ১৭৭৮ খ্রিস্টাব্দ
-
প্রকাশস্থল: হুগলি
-
ভাষা: ইংরেজি
-
বিশেষত্ব:
-
বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ।
-
উদাহরণসহ বাংলা পাঠ এবং বাংলা লিপি ব্যবহার করে প্রথম বৈয়াকরণিক গ্রন্থ।
-
এর আগে পর্তুগিজ ধর্মযাজকেরা রোমান অক্ষরে অতি সাধারণভাবে বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার চেষ্টা করেছিলেন।
-
✦ ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (১৭৫১–১৮১৫)
-
জন্ম: ১৭৫১ সালের ২৫ মে, লন্ডনের উচ্চ মধ্যবিত্ত পরিবারে।
-
পরিচয়: প্রাচ্যবিদ, বৈয়াকরণিক।
-
অবদান:
-
প্রথম বৈয়াকরণিক যিনি বাংলা ব্যাকরণে উদাহরণ ব্যবহার করে বাংলা পাঠ এবং লিপি প্রয়োগ করেন।
-
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলা ব্যাকরণের প্রতিষ্ঠা।
-
0
Updated: 2 months ago
শহীদ কাদরী রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
B
নিরঞ্জনের পৃথিবী
C
তোমাকে অভিবাদন প্রিয়তমা
D
চৈত্রের ভালোবাসা
• শহীদ কাদরী:
- স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি।
- কলকাতার পার্কস্ট্রিটে ১৯৪২ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- মৃত্যুর পর তাঁর ইচ্ছে অনুসারে ঢাকাতে সমাধিস্থ করা হয়।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- উত্তরাধিকার।
- তোমাকে অভিবাদন প্রিয়তমা।
- কোথাও কোন ক্রন্দন নেই।
- আমার চুম্বনগুলো পৌছে দাও।
অন্যদিকে,
• নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো হলো:
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- চৈত্রের ভালোবাসা,
- নিরঞ্জনের পৃথিবী,
0
Updated: 1 month ago