'চিত্তনামা' কাজী নজরুল ইসলাম রচিত কোন প্রকার সাহিত্য?
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
প্রবন্ধগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
উত্তরের বিবরণ
'চিত্তনামা' কাব্যগ্রন্থ
- 
রচয়িতা: কাজী নজরুল ইসলাম 
- 
বিষয়: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ 
- 
প্রেক্ষাপট: ১৩৩২ বঙ্গাব্দের ২ রা আষাঢ়ে চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করলে, নজরুল অর্ঘ্য, অকাল-সন্ধ্যা, সান্ত্বনা, ইন্দ্রপ্তন, রাজভিখারি নামক কয়েকটি কবিতা সমকালীন পত্রিকায় লিখেন। 
- 
কবিতাগুলোয় চিত্তরঞ্জনের প্রতি কবির আবেগমিশ্রিত শ্রদ্ধা প্রকাশিত হয়। 
- 
প্রকাশকাল: ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ) 
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থসমূহ
- 
অগ্নি-বীণা 
- 
সঞ্চিতা 
- 
চিত্তনামা 
- 
মরুভাস্কর 
- 
সর্বহারা 
- 
ফণি-মনসা 
- 
চক্রবাক 
- 
সাম্যবাদী 
- 
ছায়ানট 
- 
নতুন চাঁদ 
- 
পুবের হাওয়া 
- 
জিঞ্জির 
- 
বিষের বাঁশি 
- 
দোলনচাঁপা 
- 
চন্দ্রবিন্দু 
- 
সিন্ধু হিন্দোল 
- 
ভাঙার গান 
- 
সন্ধ্যা ইত্যাদি 
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম -
Created: 2 months ago
A
দাদাভাই
B
যাযাবর
C
জাবালি
D
বীরবল
বাংলা সাহিত্যে ছদ্মনাম ও প্রকৃত লেখক
| ছদ্মনাম | লেখক | 
|---|---|
| যাযাবর | বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় | 
| বীরবল | প্রমথ চৌধুরী | 
| জাবালি | বিমল মিত্র | 
| দাদাভাই | রোকনুজ্জামান খান | 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারক কে?
Created: 1 month ago
A
হরপ্রসাদ শাস্ত্রী
B
বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ
C
দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
D
দীনেশচন্দ্র সেন
শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব কাব্য। এর রচয়িতা ছিলেন বড়ু চণ্ডীদাস। রচনাকাল সুনির্দিষ্টভাবে জানা না গেলেও এটি প্রাকচৈতন্য যুগের, অর্থাৎ খ্রিস্টীয় ১৪শ শতকের কাব্য হিসেবে বিবেচিত। ১৩১৬ বঙ্গাব্দে (খ্রিস্টাব্দ ১৯০৯) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর নিকট থেকে এর পুথি আবিষ্কার করেন। এটি মধ্যযুগের বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক কাব্যগ্রন্থ।
- 
খণ্ড সংখ্যা: ১৩ 
- 
পদ সংখ্যা: ৪১৮ 
এই কাব্যের প্রধান চরিত্র:
- 
রাধা 
- 
কৃষ্ণ 
- 
বড়ায়ি 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
‘বাড়ির কাছে আরশীনগর, সেথায় এক পড়শি বসত করে ….’ এই পংক্তিটি কার লেখা?
Created: 1 week ago
A
পাগলা কানাই
B
সিরাজ সাঁই
C
লালন শাহ
D
মদন বাউল
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 week ago