‘কাদম্বিনী’ - কোন গল্পের প্রধান চরিত্র?
A
নষ্টনীড়
B
দেনাপাওনা
C
জীবিত ও মৃত
D
সমাপ্তি
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
বৈষ্ণব পদাবলিতে 'শৃঙ্গার রস'কে কী নামে ডাকা হয়?
Created: 2 months ago
A
মধুররস
B
সখ্যরস
C
দাস্যরস
D
শান্তরস
বৈষ্ণব পদাবলি
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এ ধারার প্রথম পদকর্তা হিসেবে বাঙালি কবি জয়দেব পরিচিত। তাঁর রচিত ‘গীতগোবিন্দম্’ কাব্য, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এবং সংস্কৃত ভাষায় লিখিত, আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন হিসেবে গণ্য হয়।
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন। বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধা নায়িকা হিসেবে চিত্রিত। পদাবলিতে নায়িকার আটটি অবস্থা রয়েছে।
এই কাব্যে মোট পাঁচটি রস বিদ্যমান—
-
শান্তরস
-
দাস্যরস
-
সখ্যরস
-
বাৎসল্যরস
-
মধুররস (মধুররসকে শৃঙ্গার রসও বলা হয়)
0
Updated: 2 months ago
'গেরিলা' কবিতাটি শামসুর রাহমান রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 2 months ago
A
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
B
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
C
রৌদ্র করোটিতে
D
বন্দী শিবির থেকে
শামসুর রাহমান ও 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থের নাম: বন্দী শিবির থেকে
-
প্রকাশকাল: ১৯৭২ সালের জানুয়ারি, কলকাতা
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া অবস্থায় লেখা
-
ছদ্মনাম: “মজলুম আদিব” (দেশ পত্রিকায় লেখা)
-
বিখ্যাত কবিতা:
-
গেরিলা
-
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
-
স্বাধীনতা তুমি
-
রক্তাক্ত প্রান্তরে
-
-
প্রারম্ভে: ‘পুর্বলেখ’ শিরোনামে রচনার প্রেক্ষাপট বর্ণনা
0
Updated: 2 months ago
বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
সেক শুভোদয়া
B
শূণ্যপুরাণ
C
গীতগোবিন্দম্
D
কোনোটিই নয়
অন্ধকার যুগ বলতে বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত প্রায় দেড়'শ বছরকে বোঝায়। কেউ কেউ এই সময়কালকে তামস যুগ বা অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। যদিও এই সময়ের সাহিত্য নিদর্শন খুব সীমিত, তা সম্পূর্ণ অনুপস্থিত ছিল বলে ধারণা সত্য নয়।
-
অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন:
-
শ্রীহর্ষ: প্রাকৃত পৈঙ্গল কাব্যের রচয়িতা
-
রামাই পণ্ডিত:
-
বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ শূণ্যপুরাণ
-
নিরঞ্জনের রুম্মা (শূণ্যপুরাণের অন্তর্গত কবিতা)
-
কলিমা জালাল
-
-
হলায়ুধ মিশ্র: সেক শুভোদয়া (পীর মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য)
-
-
এ সময়ের পাশাপাশি আদি বৈষ্ণব পদাবলিও উদ্ভূত হয়, যেমন জয়দেব রচিত গীতগোবিন্দম্, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত।
0
Updated: 1 month ago