'দিকশূন্য ভট্টাচার্য' ছদ্মনামটি ব্যবহার করতেন কে?
A
মাইকেল মধুসূদন দত্ত
B
বিষ্ণু দে
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
প্রমথ চৌধুরী
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম
-
মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন:
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূন্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মাঃ
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি মধ্যমা
-
শ্রীমতি কনিষ্ঠা
-
রবীন্দ্রনাথ ঠাকুর
-
কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর; পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত, এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম।
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ), জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
উৎস
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
'কায়েশ' চরিত্রটি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
ইউসুফ-জোলেখা
B
লায়লী মজনু
C
চন্দ্রাবতী
D
পদ্মাবতী
লায়লী-মজনু কাব্য বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ রোমান্টিক কাব্য, যা ফারসির প্রখ্যাত কাব্য ‘লায়লী-মজনু’ এর ভাবানুবাদ। মূল কাহিনির উৎস আরবি লোকগাঁথা, যা সারা বিশ্বে পরিচিত প্রেমকাহিনি।
-
কাব্যের প্রধান চরিত্র: কায়েশ (মজনু) ও লায়লী।
-
কাব্যটি রচনা করেছেন দৌলত উজির বাহরাম খান, ফারসি কবি জামীর লায়লী-মজনু কাব্যের ভাবানুবাদ ও স্বাধীন রচনার সংমিশ্রণে।
-
কাহিনি সংক্ষেপে:
-
আমির-পুত্র কায়েশ বাল্যকালে বণিক কন্যা লায়লী-এর প্রেমে পড়ে।
-
কায়েশ প্রেমে এত আবেগময় হয় যে তাকে মজনু বা পাগল বলা হয়।
-
লায়লীও মজনুর প্রতি গভীর আকর্ষণ অনুভব করে।
-
তাদের বিবাহে প্রবল বাধা সৃষ্টি হয়; মজনু বনজঙ্গলে ঘুরে বেড়ায়, লায়লী অন্যত্র বিবাহিত হলেও তার মন মজনুর প্রতি স্থির থাকে।
-
দীর্ঘ বিরহের শেষে তাদের মৃত্যু ঘটে করুণভাবে।
-
-
কাব্যের বৈশিষ্ট্য:
-
এটি কাব্যরস, লিপিচাতুর্য, ভব্যতা ও শালীনতায় সমৃদ্ধ।
-
রচনার রীতি গতানুগতিক, কিন্তু কবিত্বশক্তি ও ভাব প্রকাশে সফল।
-
-
ড. মুহম্মদ এনামুল হকের মতে, ষোড়শ শতাব্দীর বাংলা সাহিত্যে সমকক্ষ কাব্য বিরল।
0
Updated: 1 month ago
'আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর' - পঙক্তির রচয়িতা কে?
Created: 2 months ago
A
জীবনানন্দ দাশ
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুকান্ত ভট্টাচার্য
D
কাজী নজরুল ইসলাম
‘প্রভাতসঙ্গীত’ কাব্যগ্রন্থ
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৮৮৩ খ্রিষ্টাব্দ
-
কবিতার সংখ্যা: ২১টি
-
গুরুত্বপূর্ণ কবিতা: ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’
‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার অংশ বিশেষ:
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে
প্রভাত-পাখির গান।
না জানি কেন রে এতদিন পরে
জাগিয়া উঠিল প্রাণ।
0
Updated: 2 months ago
আনোয়ার পাশা রচিত উপন্যাস কোনটি?
Created: 2 months ago
A
নিষুতি রাতের গাথা
B
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
C
নদী নিঃশেষিত হলে
D
নিরুপায় হরিণী
আনোয়ার পাশা
-
জন্ম: ১৯২৮ সালের ১৫ এপ্রিল, ডবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
-
পেশা: কবি, শিক্ষাবিদ, সাহিত্যিক, সমালোচক
-
সম্মান: ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (মরণোত্তর)
রচনাবলী
-
উপন্যাস:
-
নিষুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত
-
-
কাব্যগ্রন্থ:
-
নদী নিঃশেষিত হলে
-
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
-
অন্যান্য কবিতা
-
-
গল্পগ্রন্থ:
-
নিরুপায় হরিণী
-
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) লাইভ এমসিকিউ লেকচার
0
Updated: 2 months ago