‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare’. In this sentence the verb 'arrived' is-
A
Intransitive
B
Transitive
C
Causative
D
Defective
উত্তরের বিবরণ
‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare’. In this sentence the verb 'arrived' is - intransitive.
• Arrive (Intransitive Verb)
- যে Verb-গুলোর সাথে কোন direct object থাকে না তাকে Intransitive Verb বলে। এরকম কিছু Verb হল arrive, die ইত্যাদি । কারণ এই Verb দুটোকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি না। তাই, এদের সাথে কোন object বসে না।
• উপরে উল্লিখিত বাক্যে বলা হয়েছে যে আমরা ক্লাসরুমে পৌঁছেছিলাম। এটি আমরা কোথায় পৌঁছেছিলাম সেটা প্রকাশ করছে অর্থাৎ at the classroom আমাদেরকে where-এর উত্তর দিচ্ছে। - কিন্তু ‘কী’ বা ‘কাকে’ দিয়ে এই Verb-কে আমরা প্রশ্ন করতে পারি না।
- তাই, সঠিক উত্তর হল Intransitive Verb.
• Intransitive verb:
- An intransitive verb is a verb that does not require a direct object to complete its meaning.
- অর্থাৎ, কাজ সম্পাদনের জন্য যদি Subject ছাড়া অন্য কিছুর প্রয়োজন না হয়, তাহলে তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransitive Verb ৷
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয়।
- Intransitive verb এর সাধারণ Structure হচ্ছে: subject + verb
- যেমন - The window opened automatically.
Source: Oxford learner's Dictionary.

0
Updated: 18 hours ago
"The meeting was held ___ Monday."
Fill in the blank with the correct preposition.
Created: 2 weeks ago
A
at
B
in
C
by
D
on
Correct Answer: on
-
ব্যবহার: Day/Date-এর ক্ষেত্রে on ব্যবহার করা হয়।
-
অর্থাৎ, দিন বা তারিখের পূর্বে on বসে।
উদাহরণ:
-
The meeting was held on Monday.
-
I was born on 16th December.
-
We will meet on Friday.
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
ক) At: নির্দিষ্ট সময় বা স্থান বোঝাতে ব্যবহৃত হয়
-
উদাহরণ: at 5 PM, at the station
-
-
খ) In: মাস, বছর বা ঋতু বোঝাতে ব্যবহৃত হয়
-
উদাহরণ: in July, in 2023
-
-
গ) By: নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়
-
উদাহরণ: by Monday
-

0
Updated: 2 weeks ago
He is smart ___ to move from the place.
Created: 3 weeks ago
A
about
B
too
C
enough
D
so that
Correct Option: গ) enough
Full Sentence: He is smart enough to move from the place.
English Meaning: He has sufficient intelligence or cleverness to move from the place.
Bangla Meaning: সে জায়গা ছেড়ে যাওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমান।
Grammar Note: এখানে structure হলো “adjective + enough + to-infinitive”। এটি কোনো ব্যক্তির কোনো কিছু করার যোগ্যতা বা সক্ষমতা প্রকাশ করে।
-
এখানে “smart” হলো adjective
-
আর “enough” বোঝাচ্ছে তার বুদ্ধিমত্তা যথেষ্ট, যাতে সে সেই কাজটি করতে পারে।
Other Options:
ক) about
-
Meaning: concerning or relating to (সম্পর্কে)
-
এই প্রেক্ষাপটে grammatically fit করে না।
-
Example: He is worried about his exams.
খ) too
-
Meaning: more than necessary or acceptable (অত্যধিক)
-
“Too” সাধারণত "to + verb" এর আগে আসে কিন্তু এর মানে negative হয়।
-
Example: He is too smart to be fooled.
-
এখানে positive অর্থ দরকার, তাই enough সঠিক।
ঘ) so that
-
Meaning: in order to (যাতে)
-
এটি সবসময় subject + verb clause চায়, infinitive না।
-
Example: He is smart so that he can solve any problem.
Source: Live MCQ Lecture

0
Updated: 3 weeks ago
They ___________ yoga every day.
Created: 1 month ago
A
used to practicing
B
are used to practice
C
are used to practicing
D
use to practice
• Complete sentence: They are used to practicing yoga every day.
- Bangla meaning: তারা প্রতিদিন যোগব্যায়াম করতে অভ্যস্ত।
• অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
- শুধু used to এর পর verb এর Base form বসে।
• Structure: subject + used to + verb এর base form + ext.
- Example: I used to live alone.
• কিন্তু, Be/ get used to (বর্তমানেও অভ্যস্থ থাকা)
- be used to/ get used to এর পর verb+ing বসে।
• Structure: subject + be/ get + used to + (verb + ing) + ext.
• প্রদত্ত প্রশ্নে 'every day' থাকায় এর দ্বারা বর্তমান অভস্ত্যতা বোঝাচ্ছে, তাই be used to এর পর verb+ing বসবে।
- সুতরাং, সঠিক উত্তর হবে- are used to practicing.

0
Updated: 1 month ago