কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস?
A
মৃত্যুক্ষুধা
B
বাঁধনহারা
C
কুহেলিকা
D
যোগাযোগ
উত্তরের বিবরণ
'বাঁধনহারা' উপন্যাস
-
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস।
-
১৯২৭ সালে গ্রন্থাকারে প্রকাশিত হলেও ১৯২১ সালেই মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
-
কাহিনি: নুরুর সঙ্গে মাহবুবার প্রণয় এবং পরে বিবাহের উদ্যোগ অনেকদূর এগোলেও নুরু হঠাৎ পালিয়ে সৈনিক জীবন শুরু করেন। এভাবেই কাহিনি গড়ে ওঠে।
প্রধান চরিত্র
-
নুরু
-
মাহবুবা
-
রাবেয়া
-
সাহসিকা
উৎস
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি কোনটি?
Created: 2 months ago
A
পশ্চিম যাত্রীর ডায়েরী
B
য়ুরোপ প্রবাসীর পত্র
C
জাভা যাত্রীর পত্র
D
জাপান যাত্রী
‘য়ুরোপ প্রবাসীর পত্র’
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি।
চলিত ভাষায় রচিত, এবং এখানেই রবীন্দ্রনাথ প্রথমবার চলিতরীতির প্রবর্তন করেন।
প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় (১৮৮১ সালে)।
কাহিনি সংক্ষেপ
১৮৭৮ সালের সেপ্টেম্বরে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান।
কিছুদিন ব্রাইটনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন।
পড়াশোনা সম্পূর্ণ না করে দেড় বছর পর তিনি দেশে ফেরেন।
সে সময় ইউরোপের সমাজ ও জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন, যার প্রতিফলন দেখা যায় তাঁর য়ুরোপ প্রবাসীর পত্র গ্রন্থে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণকাহিনি
য়ুরোপ প্রবাসীর পত্র
য়ুরোপ যাত্রীর ডায়েরী
পথের সঞ্চয়
জাপান যাত্রী
পশ্চিম যাত্রীর ডায়েরী
জাভা যাত্রীর পত্র
রাশিয়ার চিঠি
পারস্য যাত্রী
0
Updated: 2 months ago
কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
Created: 1 month ago
A
উপগ্রহ
B
উপনেতা
C
উপসাগর
D
উপবন
বাখ্যা:
-
উপসাগর, উপগ্রহ, উপনেতা—এখানে “উপ” তৎসম উপসর্গটি “ক্ষুদ্র” বা “অধীন” অর্থ প্রকাশ করছে। যেমন:
-
উপসাগর = ছোট সাগর বা সাগরের শাখা
-
উপগ্রহ = গ্রহের অধীন
-
উপনেতা = নেতার অধীন
-
-
অন্যদিকে, উপবন শব্দে “উপ” উপসর্গটি “সদৃশ” অর্থ প্রকাশ করছে।
-
উপবন = বনের সদৃশ স্থান (বন-সদৃশ বাগান)
-
-
বাংলা ভাষায় উপসর্গের মূল উদ্দেশ্য হলো ধাতু বা শব্দের আগে বসে নতুন অর্থবাহী শব্দ তৈরি করা।
-
উপসর্গকে ৩ ভাগে ভাগ করা হয়:
১) খাঁটি বাংলা উপসর্গ (যেমন: অ, আ, সু, নি)
২) সংস্কৃত বা তৎসম উপসর্গ (যেমন: প্র, পরা, সম, উপ, আ)
৩) বিদেশি উপসর্গ (যেমন: আরবি—আম, ফারসি—কার, ইংরেজি—সাব, হাফ)
তাই দেখা যাচ্ছে, “উপ” তৎসম উপসর্গ বিভিন্ন প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে—কোথাও ক্ষুদ্র/অধীন, আবার কোথাও সদৃশ।
0
Updated: 1 month ago
ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন?
Created: 1 week ago
A
অভয়া মঙ্গল
B
শিব মঙ্গল
C
অন্নদা মঙ্গল
D
শীতলা মঙ্গল
0
Updated: 1 week ago