'Was this the face that launch'd a thousand ships, And burnt the topless towers of Ilium? Who speaks the famous lines?
A
Caesar
B
Antony
C
Faustus
D
Romeo
উত্তরের বিবরণ
‘Doctor Faustus’
উদ্ধৃতি: “Was this the face that launch'd a thousand ships, And burnt the topless towers of Ilium?”
এই বিখ্যাত লাইনটি Faustus বলেন।
নাটক এবং লেখক:
-
নাটকের পুরো নাম: The Tragical History of the Life and Death of Doctor Faustus
-
রচনা ও প্রকাশ: ১৬০৪ সালে প্রকাশিত
-
কাঠামো: ৫টি অ্যাক্টে বিভক্ত
-
লেখক: Christopher Marlowe, যিনি একজন Elizabethan কবি এবং University Wit ছিলেন। তিনি Shakespeare-এর আগে English নাটকের প্রধান লেখক হিসেবে খ্যাত। বিশেষভাবে নাটকীয় blank verse প্রতিষ্ঠার জন্য পরিচিত।
নাটকের সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
গল্পের কেন্দ্রবিন্দু: Doctor Faustus, একজন জ্ঞানপ্রাপ্ত ডাক্তার, যিনি অসীম শক্তি লাভের আশায় শয়তান Mephistopheles-এর সঙ্গে নিজের আত্মা বিক্রি করে দেন।
-
Mephistopheles: শয়তানের প্রতিনিধি এবং নাটকে “The embodiment of evil” হিসেবে দেখা যায়।
-
নাটকে ভালো ও খারাপ ফেরেশতা Doctor Faustus-এর উপর প্রভাব ফেলার চেষ্টা করে।
-
Faustus শেষে বুঝতে পারেন যে শয়তানের সঙ্গে চুক্তি থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই।
কিছু বিখ্যাত সংলাপ:
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Hell is just a frame of mind.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“Money can't buy love, but it improves your bargaining position.”
-
“He that loves pleasure must for pleasure fall.”
-
“The stars move still, time runs, the clock will strike.”
-
“It is a comfort to the wretched to have companions in misery.”
-
“Sweet Helen, make me immortal with a kiss.”
প্রধান চরিত্রসমূহ:
-
Faustus – মূল চরিত্র
-
Mephistopheles – শয়তানের প্রতিনিধি
-
Lucifer – শয়তান
-
Cornelius – জাদুবিদ্যা শেখার সহকারী
-
Good Angel এবং Bad Angel – Faustus-এর নৈতিক দ্বন্দ্বের প্রতীক
Christopher Marlowe-এর উল্লেখযোগ্য রচনা:
-
Doctor Faustus
-
Edward II
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta
উৎস: Britannica, Live MCQ Lecture

0
Updated: 18 hours ago
What happens to Lear at the end of the play?
Created: 1 month ago
A
He becomes king again
B
He dies heartbroken
C
He marries
D
He kills his daughters
শেক্সপিয়ারের ট্র্যাজেডি "King Lear" নাটকে, শেষ দৃশ্যে King Lear মৃত্যুবরণ করেন।
Lear তার প্রিয় কন্যা Cordelia-কে হারানোর শোক সহ্য করতে না পেরে হৃদয়বিদারকভাবে মারা যান। তিনি ভেবেছিলেন Cordelia এখনও বেঁচে আছে, কিন্তু নিশ্চিত হওয়ার পর যে সে মৃত, তিনি গভীর দুঃখে প্রাণ হারান।
এটি নাটকের ট্র্যাজিক ক্লাইম্যাক্স, যেখানে একজন পিতা তার কন্যার জন্য ভালোবাসা ও অনুশোচনার ভারে ভেঙে পড়ে।
এ কারণে "He dies heartbroken" – এই বিকল্পটি সঠিক।

1
Updated: 1 month ago
Which daughter truly loves Lear?
Created: 1 month ago
A
Goneril
B
Regan
C
Cordelia
D
Ophelia
Cordelia-ই হলেন সেই কন্যা যিনি প্রকৃতভাবে রাজা লিয়ারকে ভালোবাসতেন।
-
নাটক "King Lear"-এ রাজা লিয়ার তাঁর তিন কন্যার মধ্যে উত্তরাধিকার ভাগ করে দিতে চান এই শর্তে যে, কে তাকে কতটা ভালোবাসে তা প্রকাশ করবে।
-
Goneril ও Regan চাটুকারিতাপূর্ণ ও মিথ্যা ভালোবাসার কথা বলে রাজাকে প্রভাবিত করে।
-
কিন্তু Cordelia সত্যবাদী ও সংযত স্বভাবের ছিলেন। তিনি বলেন,
"I love your majesty according to my bond; no more nor less."
অর্থাৎ, তিনি পিতার প্রতি তাঁর কন্যার দায়িত্ববোধ অনুযায়ী ভালোবাসেন – এর বেশি বা কম নয়।
Lear তার কথায় রাগ করে তাকে ত্যাগ করেন। কিন্তু নাটকের শেষভাগে দেখা যায়, বিপদের সময় Cordelia-ই ফিরে এসে রাজা লিয়ারকে উদ্ধার করতে চান, যা প্রমাণ করে যে তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও আন্তরিক।
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
Goneril ও Regan: কৃত্রিম ভালোবাসা দেখিয়ে তারা রাজ্যের একাংশ দখল করে নেয় এবং পরবর্তীতে লিয়ারের প্রতি নিষ্ঠুরতা দেখায়।
-
Ophelia: তিনি Hamlet নাটকের চরিত্র, King Lear-এ নয়। সুতরাং প্রাসঙ্গিক নন।
সারাংশ: Cordelia একমাত্র কন্যা যিনি রাজা লিয়ারকে সত্যিকারের ভালোবাসতেন – বিনা স্বার্থে, বিনা ভানেভণিতে।

1
Updated: 1 month ago
The play 'Arms and the Man' is by-
Created: 1 month ago
A
James Joyce
B
Samuel Beckett
C
Arthur Miller
D
George Bernard Shaw
Arms and the Man is a Famous comedy drama written by George Bernard Shaw.
১৮৮৫ সালে Surbo-Bulgarian War এর প্রেক্ষাপটে রচিত হয়েছে নাটকটি।
এই drama এর title টি সরাসরি Roman Poet Virgil এর Aeneid এর প্রথম লাইন থেকে নেয়া যেখানে যুদ্ধকে glorify করা হয়েছে।
তেমনি ভাবে Arms and the Man drama টিতে, indirectly Serbo-Bulgarian war এর প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।
• Arms and the Man এর গুরুত্বপূর্ন চরিত্র সমূহ -
- Raina Petkoff (female protagonist),
- Captain Bluntschli (male protagonist),
- Major Siergius Saranoff (antagonist),
- Major Paul Petkoff (father),
- Catherine Petkoff (mother),
- Louka (maid),
- Nicola (male servant), etc.
• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- He was famous for his 'drama of ideas'.
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play)
- Major Barbara (Social satire)
- Mrs. Warren's Profession;(play)
- Arms and the Man (Romantic comedy)
- Caesar and Cleopatra; (play/tragedy)
- Man and Superman; (Comedy play)
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue)
- St. Joan of Arc etc.
Source: Britannica and Live MCQ Lecture.

0
Updated: 1 month ago