'Call me if you have any problems regarding your work'. Here 'regarding' is a/an-
A
gerund
B
apposition
C
preposition
D
conjunction
উত্তরের বিবরণ
Call me if you have any problems regarding your work'
- বাক্যের অর্থ: তোমার কাজ সম্বন্ধে কোন সমস্যা থাকলে আমাকে কল কোরো।
- এখানে 'regarding' হচ্ছে Preposition/ Participle preposition.
• Regarding (preposition):
English Meaning - In relation to; about.
Bangla Meaning - সম্পর্কে; বিষয়ে।
• Participle preposition:
- কতগুলো Present participle এবং past participle- preposition এর মত ব্যবহৃত হয়ে থাকে, এদের Participle preposition বলে।
- যেমন: Regarding this matter I know nothing.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
She seems to work harder when she's in ____ bad temper.
Created: 1 month ago
A
a
B
an
C
the
D
No article
বাক্য "She seems to work harder when she's in a bad temper" এর অর্থ হলো যখন তার মেজাজ খারাপ থাকে, তখন সে আরও বেশি পরিশ্রম করে বলে মনে হয়।
-
be in a bad, foul, etc. temper: ইংরেজিতে অর্থ হলো to be feeling angry। বাংলায় অর্থ রাগ অনুভব করা বা মেজাজ খারাপ থাকা।
-
কিছু কিছু phrase-এ article হিসেবে a/an ব্যবহার করা হয়, যেমন: in a hurry, in a nutshell, in a fix, in a bad temper ইত্যাদি।
0
Updated: 1 month ago
A chart was appended to the report. Here 'appended' means-
Created: 2 months ago
A
changed
B
removed
C
joined
D
shortened
শব্দ: Append (ক্রিয়া, পারস্পরিক নয়)
ইংরেজি অর্থ: কোনো লেখা বা নথির শেষে কিছু যোগ করা।
বাংলা অর্থ: লেখায় বা নথিতে সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।
উদাহরণ: The results of the survey are appended to this chapter.
(বাংলা: জরিপের ফলাফলটি এই অধ্যায়ের সাথে সংযুক্ত করা হয়েছে।)
প্রশ্নের বিকল্পগুলোর অর্থ:
-
ক) changed: পরিবর্তিত বা ভিন্ন করা; অন্য কিছু দিয়ে পরিবর্তন করা।
-
খ) removed: সরানো বা বাদ দেওয়া।
-
গ) joined: দুটি জিনিসকে মিলিয়ে সংযুক্ত করা।
-
ঘ) shortened: ছোট বা সংক্ষিপ্ত করা।
ব্যাখ্যা:
যদি বলা হয় “A chart was appended to the report,” এখানে appended শব্দের অর্থ হচ্ছে “joined” বা সংযুক্ত করা। অর্থাৎ, একটি চার্ট রিপোর্টের শেষে যোগ করা হয়েছে।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy, Oxford Learner's Dictionary.
0
Updated: 2 months ago
The movie was _____________ everyone stayed until the very end.
Created: 2 months ago
A
so exciting that
B
such exciting those
C
very exciting thus
D
exciting so that
• Complete Sentence: The movie was so exciting that everyone stayed until the very end.
- Bangla Meaning: সিনেমাটি এতই উত্তেজনাপূর্ণ ছিল যে সবাই শেষ অবধি অপেক্ষা করল।
- এখানে, exciting হচ্ছে - adjective.
• So... that
- It expresses a cause and effect.
• Structure:
So + adjective/adverb + that
Examples:
- The box was so heavy that we needed help to carry it.
- The weather was so cold that the lake froze overnight.
- He was so tired that he fell asleep during the meeting.
- The cake was so delicious that I had to ask for the recipe.
- যেহেতু এটা cause & effect প্রকাশ করে, তাই সম্পূর্ণ বাক্যে একই tense হবে।
- প্রশ্নোক্ত বাক্যের প্রথম অংশে past tense থাকায় পরের অংশেও past tense হবে।
0
Updated: 2 months ago