'Call me if you have any problems regarding your work'. Here 'regarding' is a/an-
A
gerund
B
apposition
C
preposition
D
conjunction
উত্তরের বিবরণ
Call me if you have any problems regarding your work'
- বাক্যের অর্থ: তোমার কাজ সম্বন্ধে কোন সমস্যা থাকলে আমাকে কল কোরো।
- এখানে 'regarding' হচ্ছে Preposition/ Participle preposition.
• Regarding (preposition):
English Meaning - In relation to; about.
Bangla Meaning - সম্পর্কে; বিষয়ে।
• Participle preposition:
- কতগুলো Present participle এবং past participle- preposition এর মত ব্যবহৃত হয়ে থাকে, এদের Participle preposition বলে।
- যেমন: Regarding this matter I know nothing.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
A speech full of too many words is-
Created: 1 month ago
A
a big speech
B
maiden speech
C
a verbose speech
D
an unimportant speech
A speech of too many words is called - A verbose speech.
একটি বক্তব্যে যদি প্রয়োজনের চেয়ে বেশি শব্দ ব্যবহার করা হয়, তবে সেটিকে A verbose speech বলা হয়।
-
Verbose (Adjective)
-
English Meaning: Using or expressing in more words than are needed.
-
Bangla Meaning: বাগাড়ম্বরপূর্ণ, শব্দাড়ম্বরপূর্ণ
উদাহরণ: a verbose speech / speaker / style
-
-
Maiden speech অর্থ হলো পার্লামেন্টে নবনির্বাচিত সদস্যের প্রথম ভাষণ, যাকে First Speech ও বলা হয়।
0
Updated: 1 month ago
The novel "Sense and Sensibility" belongs to-
Created: 1 month ago
A
Restoration period
B
Modern period
C
Romantic period
D
Victorian period
Sense and Sensibility হলো Romantic period-এর জনপ্রিয় উপন্যাস, যা লিখেছেন Jane Austen।
-
Novel: Sense and Sensibility
-
লেখক: Jane Austen
-
ধরণ: সামাজিক রোমান্টিক উপন্যাস
-
প্রকাশিত: ১৮১১
-
গল্পের কেন্দ্র: দুই বোন Elinor Dashwood এবং Marianne Dashwood, যারা প্রেম, সামাজিক বাধা এবং ব্যক্তিগত পরিপক্কতার মধ্য দিয়ে এগিয়ে যায়
-
-
Summary:
-
বোন দুটি তাদের বাবার মৃত্যুর পর কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। তাদের পরিবার সম্পত্তির অধিকার হারায়, কারণ তৎকালীন ইংরেজ সমাজে নারীরা উত্তরাধিকারী হতে পারত না।
-
Elinor প্রেমে পড়েন Edward Ferrars-এর সঙ্গে, যিনি সামাজিক ও পারিবারিক সীমাবদ্ধতার কারণে দ্বিধাগ্রস্ত।
-
Marianne প্রেমে পড়েন চটকদার ও আবেগী John Willoughby-এর সঙ্গে, যিনি শেষ পর্যন্ত তাকে প্রতারণা করেন।
-
পরে Marianne বুঝতে পারেন যে প্রকৃত ভালোবাসা এবং দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ, এবং তিনি বাস্তববাদী ও সৎ Colonel Brandon-কে গ্রহণ করেন।
-
-
Famous Quotations:
-
"Money can only give happiness where there is nothing else to give it."
-
"Know your own happiness. You want nothing but patience— or give it a more fascinating name, call it hope."
-
"To wish was to hope, and to hope was to expect."
-
-
Jane Austen (1775–1817):
-
ইংরেজি ঔপন্যাসিক, Romantic period-এর প্রধান প্রতিনিধি
-
উনিশ শতকের প্রথম ভাগের ইংরেজ সমাজের বাস্তবচিত্র তুলে ধরেছেন
-
Ordinary মানুষের দৈনন্দিন জীবনকে আধুনিক রূপে উপস্থাপন করে উপন্যাসকে distinctly modern চরিত্র দিয়েছেন
-
তাঁর কাজসমূহ আজও timeless, এবং প্রায়শই films, TV shows, এবং stage productions-এ অভিযোজিত হয়
-
-
Notable Works:
-
Pride and Prejudice
-
Sense and Sensibility
-
Emma
-
Lady Susan
-
Mansfield Park
-
Northanger Abbey
-
Persuasion
-
0
Updated: 1 month ago
Dhaka is Becoming one of the _____ cities in Asia.
Created: 4 days ago
A
more busy
B
busy
C
busiest
D
most busiest
ঢাকা এখন এশিয়ার অন্যতম বিকশিত শহর হয়ে উঠছে। এখানে সঠিক উত্তর হলো "busiest" কারণ, "one of the" পরবর্তী শব্দে সাধারণত superlative form (সবচেয়ে...শব্দ) ব্যবহার হয়। এই ধরনের বাক্যে এমন শহরের মধ্যে একটি হিসেবে উল্লেখিত শহরটি সবথেকে বেশি কিছু হিসেবে বিবেচিত হয়। নিচে বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করা হলো:
-
Superlative form (সবচেয়ে) সাধারণত "most" বা "est" যুক্ত রূপে আসে। যেমন "biggest", "tallest", "smartest" ইত্যাদি।
-
যখন আমরা "one of the" ব্যবহার করি, তখন এটি এমন কোনো বস্তু বা শহরের কথা বলছে যেটি একটি বৃহৎ গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি কিছু হতে পারে, যেমন ঢাকার ক্ষেত্রে "busiest" শব্দটি সবচেয়ে ব্যস্ত শহরের ক্ষেত্রে সঠিক।
-
Busiest হলো "busy" এর superlative form, এবং এটি এমন একটি অবস্থাকে প্রকাশ করে যেখানে শহরটি অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে বেশি ব্যস্ত।
এটি সহজভাবে বলা যায় যে, "Dhaka is becoming one of the busiest cities in Asia" বলতে ঢাকাকে এশিয়ার সবচেয়ে ব্যস্ত শহরগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এবং এটি অন্যান্য শহরের তুলনায় সর্বাধিক ব্যস্ত হয়ে উঠছে।
0
Updated: 4 days ago