A
Samel Beckett
B
Henry Livings
C
Harold Pinter
D
Arthur Miller
উত্তরের বিবরণ
‘The Birthday Party’ নাটক
-
লেখক: Harold Pinter
-
ধরন: Comedy of Menace (হাস্যরস ও হুমকির মিশ্রণ)
-
উল্লেখযোগ্যতা: ‘The Birthday Party’ হলো Harold Pinter-এর প্রথম full-length নাটক, যা তাঁকে সাহিত্য জগতে তাঁর trademark ‘comedy of menace’-এর জন্য পরিচিতি দেয়।
কাহিনী সংক্ষেপ:
-
নাটকের কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি একজন ব্যক্তি, যে একটি সস্তা ও অপরিচ্ছন্ন বাড়িতে ভাড়া থাকে।
-
সে সারাক্ষণ উদ্বিগ্ন ও আতঙ্কিত থাকে এবং বিশ্বাস করে যে Goldberg এবং McCann নামে দুই ব্যক্তি তার ক্ষতি করতে চায়।
-
বাড়িওয়ালা মহিলা তার জন্য একটি জন্মদিনের পার্টি আয়োজন করে।
-
পুরো নাটক জুড়ে স্ট্যানলির মানসিক অবস্থা, ভয় ও বিভ্রান্তির বিষয়বস্তু প্রধান।
লেখকের পরিচিতি:
-
Harold Pinter একজন ইংরেজ নাট্যকার, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের অন্যতম জটিল ও চ্যালেঞ্জিং নাট্যকার হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
Harold Pinter-এর উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
The Birthday Party
-
The Caretaker
-
The Dumb Waiter
-
The Homecoming
-
The Room
-
Moonlight
তুলনামূলক নাটকসমূহ:
-
T.S. Eliot — The Cocktail Party
-
K. Mansfield — The Garden Party
-
Harold Pinter — The Birthday Party
সূত্র: Britannica, Live MCQ Lecture

0
Updated: 18 hours ago
Who is the author of 'Man and Superman'?
Created: 1 month ago
A
G.B. Shaw
B
Thomas Hardy
C
Ernest Hemingway
D
Charles Dickens
‘Man and Superman’ নাটক
-
‘Man and Superman’ নাটকটি George Bernard Shaw (জি. বি. শ)’র লেখা।
-
এটি চার অঙ্ক (4 acts) বিশিষ্ট একটি নাটক, যা ১৯০৩ সালে প্রকাশিত হয়।
-
এই নাটকে লেখক দেখাতে চেয়েছেন, পুরুষ হচ্ছে সৃষ্টিশীল আত্মার প্রতীক এবং নারী হচ্ছে মানবজাতির বংশধারার ধারক।
-
নাটকটিতে “Life Force” (জীবন শক্তি) ধারণা তুলে ধরা হয়েছে এবং নারী-পুরুষের সম্পর্ককে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
John Tanner
-
Hector Malone
-
Ann Whitefield
-
Mendoza
-
Roebuck Ramsden
-
Octavius Robinson
-
Violet Robinson
-
Susan Ramsden
George Bernard Shaw (১৮৫৬-১৯৫০)
-
তিনি একজন আইরিশ নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
-
তাকে আধুনিক ইংরেজি নাটকের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে ধরা হয়।
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
জি. বি. শ’র বিখ্যাত কিছু নাটক
-
Pygmalion
-
Mrs. Warren’s Profession
-
Arms and the Man
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman
-
The Doctor’s Dilemma
-
St. Joan of Arc
তথ্যসূত্র: An ABC of English Literature – ড. এম. মোফিজার রহমান

0
Updated: 1 month ago
Which of the following is not a comedy play by William Shakespeare?
Created: 1 month ago
A
The Merry Wives of Windsor
B
The Phoenix and the Turtle
C
The Taming of the Shrew
D
The Winter's Tale
'The Phoenix and the Turtle' is not a comedy play by William Shakespeare.
- এটি হলো Shakespeare -এর একটি বিখ্যাত কবিতা।
• William Shakespeare authored the poem 'Phoenix and Turtle'.
- কবিতাটি শেক্সপিয়ার রচিত একটি long poem যেটি 'The Phoenix and the Turtle' হিসেবেও পরিচিত।
- এটি একটি গভীর ও রূপকধর্মী রচনা। এটি প্রথম প্রকাশিত হয় ১৬০১ সালে এবং এটি শেক্সপিয়ারের সবচেয়ে দুর্বোধ্য কবিতাগুলোর একটি হিসেবে বিবেচিত।
- এটি প্রথম প্রকাশিত হয় Robert Chester's Love's Martyr বইয়ে, যেখানে শেক্সপিয়ারসহ অন্যান্য কবিদের কবিতা সংকলিত ছিল।
- The poem comprises 13 quatrains followed by five triplets, culminating in a conclusion. It uses formal language, paradox, and metaphysical imagery to explore its themes.
- The poem is part of a larger collection of works that explore themes of love, death, and transformation.
• এই কবিতার বিখ্যাত লাইন:
- "To this urn let those repair
That are either true or fair;
For these dead birds sigh a prayer."
• এছাড়াও Shakespeare তিনটি narrative poem লিখেছেন।
• এগুলো হলো-
- Venus and Adonis,
- The Rape of Lucrece,
- A Lover's Complaint.
• অন্যদিকে,
- The Merry Wives of Windsor, The Taming of the Shrew, The Winter's Tale হলো William Shakespeare -এর comedy play.
Source: Britannica.

1
Updated: 1 month ago
The Taming of the Shrew is famous _______ written by ________.
Created: 1 month ago
A
comedy, Edmund Spenser
B
tragedy, Edmund Spenser
C
comedy, Shakespeare
D
tragedy, Shakespeare
"The Taming of the Shrew" হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি কমেডি নাটক।
• The Taming of the Shrew
- এটি 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- 1590-94 সালে কোনো এক সময়ে লেখা এবং 1623 সালে 'First Folio' তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই Comedy টি Shrewish Katharina এবং the Canny Petruchio এর মধ্যকার volatile courtship এর বর্ণনা দেয় যে কিনা determined to subdue Katharina’s legendary temper and win her dowry.
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' এবং Swan of Avon বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.

0
Updated: 1 month ago