A
into
B
in
C
to
D
no preposition required
উত্তরের বিবরণ
Prepositions after “Enter”
-
সাধারণভাবে “enter” এর পরে কোনো preposition লাগে না।
উদাহরণ:-
✅ When Ushashi entered the room, everybody stopped talking.
এখানে “entered” শব্দের পরে কোন preposition লাগেনি, কারণ কক্ষ প্রবেশ করার অর্থে “enter” সরাসরি বসে।
-
-
কিছু বিশেষ শব্দের পরে সাধারণত preposition লাগে না:
-
enter, reach, lack, approach, discuss ইত্যাদি শব্দের পরে সাধারণত কোনো preposition বসে না।
-
-
তবে বিশেষ পরিস্থিতিতে preposition ব্যবহার হয়:
-
Enter into something – কোনো বিষয়, আলোচনা বা চুক্তিতে জড়িত হওয়া শুরু করা।
উদাহরণ: They refused to enter into any discussion on this matter.
অর্থ: তারা এই বিষয়ে কোনো আলোচনা শুরু করতে রাজি হয়নি। -
Enter on/upon – অধিকার পাওয়া বা কোনো কিছু উপভোগ করতে শুরু করা।
-
Enter in/up – নথিভুক্ত করা বা রেকর্ডে নাম লিখানো।
-
Enter for / enter somebody for – প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম লিখানো।
উদাহরণ: enter for the swimming competition.
-
উৎস: Cambridge Dictionary

0
Updated: 18 hours ago
We must look pleased or else he'll be -
Created: 1 month ago
A
dissatisfied
B
cross
C
happy
D
delighted
প্রদত্ত বিকল্প শব্দগুলোর মানে হলো –
ক) dissatisfied: যার অর্থ হলো অসন্তুষ্ট বা অতৃপ্ত।
খ) cross: এর মানে হচ্ছে পার হওয়া বা এক দিক থেকে অন্য দিকে যাওয়া।
গ) happy: বোঝায় সুখী, ভাগ্যবান বা তৃপ্ত হওয়া।
ঘ) delighted: অর্থ দাঁড়ায় অত্যন্ত আনন্দিত বা গভীরভাবে প্রীত হওয়া।
• এই ব্যাখ্যার ভিত্তিতে বোঝা যায়, উল্লিখিত শব্দগুলোর মধ্যে dissatisfied-ই এমন একটি শব্দ যা শূন্যস্থান পূরণে সবচেয়ে যথার্থ।
-
সম্পূর্ণ বাক্য: We must look pleased or else he'll be dissatisfied.
-
বাংলা অর্থ: আমাদের খুশি মনে হতে হবে, না হলে সে অসন্তুষ্ট হবে।
উৎস: বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
The parents became extremely__when their son had not returned by eleven o'clock.
Created: 1 month ago
A
angry
B
annoyed
C
disturbed
D
anxious
• সম্পূর্ণ বাক্য: যখন তাদের ছেলে এগারোটা বাজে বাড়ি ফিরে আসেনি, তখন বাবা-মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন।
• অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
anxious – উদ্বিগ্ন; চিন্তিত
-
angry – রাগান্বিত; উত্তেজিত
-
annoyed – বিরক্ত; বিরক্তিকর
-
disturbed – বিঘ্নিত; মনঃস্তাবে অশান্ত
• অতএব, বাক্যের অর্থের সঠিক অনুবাদ ও প্রসঙ্গ অনুসারে শূন্যস্থান পূরণে ‘anxious’ শব্দটি ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও সম্পূর্ণ হয়।
-
সম্পূর্ণ বাক্য: The parents became extremely anxious when their son had not returned by eleven o'clock.
-
বাংলায় অর্থ: এগারোটা নাগাদ ছেলে ফিরে না আসায় বাবা-মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন।
সূত্র: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
'To nurse a grudge' means-
Created: 2 weeks ago
A
To take care of the sick
B
To forget a harm done
C
To become a friend to someone
D
To hold unfriendly feelings
To Nurse a Grudge
• Answer:
-
ঘ) To hold unfriendly feelings
• Meaning:
-
English: If you have or bear a grudge against someone, you have unfriendly feelings towards them because of something they did in the past.
-
Bangla: মনে ক্ষোভ পুষে রাখা
• Example Sentence:
-
English: She is just so forgiving—I don't think she's ever nursed a grudge in her life!
-
Bangla: সে এতটাই ক্ষমাশীল—আমার মনে হয় না সে জীবনে কখনও ক্ষোভ পুষে রেখেছে!
Source:
-
Collins Dictionary

0
Updated: 2 weeks ago