Who is the author of the first scientific romance 'The Time Machine'?
A
H. G. Wells
B
Samuel Butler
C
Henry James
D
George Moore
উত্তরের বিবরণ
H. G. Wells in full, Herbert George Wells, is the author of the scientific novel 'The Time Machine'.
- এটি ১৮৯৫ সালে প্রকাশিত হয়।
- এই novel টিকে earliest works of science fiction এবং the progenitor of the “time travel” subgenre হিসেবে বিবেচনা করা হয়।
- The Time Machine, H. G. Wells’s first novel, is a “scientific romance” that inverts the nineteenth-century belief in evolution as progress.
- The story follows a Victorian scientist, যিনি দাবি করেন যে তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা তাকে সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করতে সক্ষম করে এবং ভবিষ্যৎ পরিদর্শন করে এবং তিনি এটিও দাবি করেন যে এই Time machine টির মাধ্যমে তিনি 802,701 সালের লন্ডনে পৌঁছেছেন।
• Characters:
- Weena,
- The Time Traveller,
- The Narrator,
- Morlock,
- Eloi, etc.
• H. G. Wells is a great English novelist, journalist, sociologist, and historian.
- He is best known for such science fiction novels as The Time Machine and The War of the Worlds.
• তাঁর রচিত উল্লেখযোগ্য আরো কয়েকটি science fiction -
- The Invisible Man,
- The War of the Worlds,
- The Island of Doctor Moreau,
- The First Men in the Moon ইত্যাদি।
Source: Britannica.
1
Updated: 1 month ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 2 months ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica
0
Updated: 2 months ago
Cul-de-sac means
Created: 1 month ago
A
A large public park
B
A short road that is blocked off at one end
C
A busy marketplace
D
A bridge connecting two cities
Cul-de-sac
-
English Meaning: a short road that is blocked off at one end.
-
Bangla Meaning: কানাগলি (Noun), কানাগলিসংক্রান্ত (Adjective)
Example Sentence:
-
These bleak conclusions need not lead into a cul-de-sac.
উৎস:
0
Updated: 1 month ago
Which word is an antonym of "neophyte"?
Created: 1 month ago
A
Novice
B
Veteran
C
Compliant
D
Apprentice
Neophyte একটি noun, যা বোঝায় এমন ব্যক্তি যিনি সম্প্রতি কোনো কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন এবং এখনও শিখছেন বা অভিজ্ঞ নন। এটি সাধারণত নবদীক্ষিত বা শিক্ষানবিস বোঝাতে ব্যবহৃত হয়।
-
Neophyte (noun)
English Meaning: Someone who has recently become involved in an activity and is still learning about it
Bangla Meaning: নবদীক্ষিত; কোনো ধর্মমতে অধুনা দীক্ষিত ব্যক্তি; শিক্ষানবিস -
Correct Answer: খ) Veteran (বিপরীত অর্থে)
-
Synonyms: Beginner (নবিশ; অনভিজ্ঞ), Novice (শিক্ষানবিশ), Newcomer (আগন্তুক), Apprentice (আনাড়ি), Amateur (অপেশাদার)
-
Antonyms: Expert (বিশেষজ্ঞ), Master (দক্ষ), Professional (পেশাগত), Veteran (অভিজ্ঞ), Maestro (উস্তাদ), Ace (সেরা ব্যক্তি)
-
Other Option: Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত)
-
Example Sentences:
-
The actual English teaching that gets done in this situation may be minimal, while the neophyte teacher is busy struggling for survival.
-
Neophytes are assigned an experienced church member to guide them through their first year.
-
-
Source:
0
Updated: 1 month ago