A
present participle
B
adjective
C
common noun
D
gerund
উত্তরের বিবরণ
Gerund (জেরান্ড)
“The old man was tired of walking.”
এখানে walking হলো gerund, কারণ এটি preposition of এর পরে বসে এবং noun এর মতো কাজ করছে।
একটি verb + ing আকারের শব্দ যা noun-এর মতো কাজ করে।
-
অর্থাৎ, gerund হলো কর্ম + নাম—verb থেকে এসেছে, কিন্তু বাক্যে noun-এর মতো ব্যবহৃত।
-
Gerund কখনো action দেখায় না; এটি শুধু noun-এর কাজ করে।
Gerund = Verb + ing = noun
উৎস: Swan, M. (2005). Practical English Usage. Oxford University Press.
Gerund এর কাজ বা Functions
-
Subject হিসেবে (Verb এর subject):
-
Swimming is a good exercise.
-
Giving is better than receiving.
-
Seeing is believing.
বোল্ড অংশগুলো subject এবং gerund।
-
-
Object হিসেবে (Transitive verb এর object):
-
Stop writing.
-
My hobby is reading.
-
Don’t give up trying.
বোল্ড অংশগুলো verb-এর object এবং gerund।
-
-
Preposition এর পরে (Object of a preposition):
-
I am fond of catching fish.
-
I am tired of writing.
-
They are punished for telling a lie.
preposition-এর পরে gerund বসে।
-
-
By + Gerund
-
By eating a balanced diet, you can live well.
-
By drinking milk, you can get vitamins.
-
-
Without + Gerund
-
Without working hard, you cannot succeed.
-
এভাবে সহজভাবে মনে রাখুন:
-
Gerund সবসময় -ing দিয়ে শেষ হয়।
-
এটি verb থেকে তৈরি, কিন্তু noun-এর মতো কাজ করে।
-
Subject, object, preposition এর object, বা বিশেষ phrase-এর অংশ হিসেবে ব্যবহার হয়।

0
Updated: 18 hours ago
Choose the plural of 'Radius'.
Created: 2 days ago
A
Radiuss
B
Radii
C
Radi
D
Radiusess
✦ Word: Radius (singular noun)
Meaning
-
English: a straight line joining the center of a circle to its edge, or the center of a sphere to its surface.
-
Bangla: ব্যাসার্ধ।
Plural Forms
-
Radii (classical/Latin plural)
-
Radiuses (modern/regular plural)
Example
-
The radius of the circle is 5 cm.
-
The radii of different circles are not equal.

0
Updated: 2 days ago
veryone was _______ by her sudden anger.
Created: 2 weeks ago
A
taken aback
B
took a fancy to
C
taken heart
D
taken into account
The correct answer is - ক) taken aback।
- Complete sentence: Everyone was taken aback by her sudden anger.
• Take someone aback
- English Meaning: Shock or surprise someone.
- Bangla Meaning: অবাক করে দেওয়া / হতভম্ব করে দেওয়া।
• Example:
- Everyone was taken aback by her sudden anger.
- বাংলা অর্থ: তার হঠাৎ রেগে যাওয়া দেখে সবাই হতভম্ব হয়ে পড়লো।
Other options:
• Take a fancy to
- English Meaning: To become fond of, often suddenly or unexpectedly.
- Bangla Meaning: কারো প্রতি অনুরক্ত হওয়া / ভালো লাগা।
• Take heart
- English Meaning: To feel encouraged / to gain courage or confidence.
- Bangla Meaning: উৎসাহিত হওয়া / আত্মবিশ্বাস বা সাহস অর্জন করা।
• Take something into account
- English Meaning: Consider something along with other factors before reaching a decision.
- Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।

0
Updated: 2 weeks ago
Fill in the blank with appropriate use of tense : I couldn't mend the computer myself, so I ____ at a shop.
Created: 1 week ago
A
had it mended
B
had it mend
C
did it mend
D
had mended
Causative Verb এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had it mended.
- Complete sentence: I couldn't mend the computer myself, so I had it mended at a shop.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত it দ্বারা Computer কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle had it mended হয়েছে।
• তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.

0
Updated: 1 week ago