'Was this the face that launch'd a thousand ships, And burnt the topless towers of Ilium? Who speaks the famous lines?
A
Caesar
B
Antony
C
Faustus
D
Romeo
উত্তরের বিবরণ
‘Doctor Faustus’
উদ্ধৃতি: “Was this the face that launch'd a thousand ships, And burnt the topless towers of Ilium?”
এই বিখ্যাত লাইনটি Faustus বলেন।
নাটক এবং লেখক:
-
নাটকের পুরো নাম: The Tragical History of the Life and Death of Doctor Faustus
-
রচনা ও প্রকাশ: ১৬০৪ সালে প্রকাশিত
-
কাঠামো: ৫টি অ্যাক্টে বিভক্ত
-
লেখক: Christopher Marlowe, যিনি একজন Elizabethan কবি এবং University Wit ছিলেন। তিনি Shakespeare-এর আগে English নাটকের প্রধান লেখক হিসেবে খ্যাত। বিশেষভাবে নাটকীয় blank verse প্রতিষ্ঠার জন্য পরিচিত।
নাটকের সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
গল্পের কেন্দ্রবিন্দু: Doctor Faustus, একজন জ্ঞানপ্রাপ্ত ডাক্তার, যিনি অসীম শক্তি লাভের আশায় শয়তান Mephistopheles-এর সঙ্গে নিজের আত্মা বিক্রি করে দেন।
-
Mephistopheles: শয়তানের প্রতিনিধি এবং নাটকে “The embodiment of evil” হিসেবে দেখা যায়।
-
নাটকে ভালো ও খারাপ ফেরেশতা Doctor Faustus-এর উপর প্রভাব ফেলার চেষ্টা করে।
-
Faustus শেষে বুঝতে পারেন যে শয়তানের সঙ্গে চুক্তি থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই।
কিছু বিখ্যাত সংলাপ:
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Hell is just a frame of mind.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“Money can't buy love, but it improves your bargaining position.”
-
“He that loves pleasure must for pleasure fall.”
-
“The stars move still, time runs, the clock will strike.”
-
“It is a comfort to the wretched to have companions in misery.”
-
“Sweet Helen, make me immortal with a kiss.”
প্রধান চরিত্রসমূহ:
-
Faustus – মূল চরিত্র
-
Mephistopheles – শয়তানের প্রতিনিধি
-
Lucifer – শয়তান
-
Cornelius – জাদুবিদ্যা শেখার সহকারী
-
Good Angel এবং Bad Angel – Faustus-এর নৈতিক দ্বন্দ্বের প্রতীক
Christopher Marlowe-এর উল্লেখযোগ্য রচনা:
-
Doctor Faustus
-
Edward II
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta
উৎস: Britannica, Live MCQ Lecture
0
Updated: 1 month ago
Who says the famous line, "I am not what I am"?
Created: 1 month ago
A
Othello
B
Desdemona
C
Iago
D
Cassio
শেকসপিয়রের Othello নাটকের একেবারে প্রথম দৃশ্যেই (Act 1, Scene 1) Iago তার সাথী Roderigo-কে এই বিখ্যাত লাইনটি বলে। শুরু থেকেই তার আসল চরিত্রটি দর্শক ও পাঠকের সামনে স্পষ্ট হয়।
-
এই লাইনটি হলো:
"For when my outward action doth demonstrate
The native act and figure of my heart
In compliment extern, ’tis not long after
But I will wear my heart upon my sleeve
For daws to peck at: I am not what I am." -
এখানে Iago নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করছে যে তার outward appearance (বাহ্যিক আচরণ) আসলে এক ধরণের deliberate deception (ইচ্ছাকৃত প্রতারণা)।
-
বাইরে থেকে সে নিজেকে loyal এবং honest ensign of Othello হিসেবে তুলে ধরে, কিন্তু inwardly সে পূর্ণ hatred, jealousy এবং manipulative intent এ ভরপুর।
-
এই লাইন দ্বারা নাটকের শুরুতেই বোঝা যায় যে Iago হলো নাটকের duplicitous villain (দ্বিচারী ভিলেন)। সে একদিকে বন্ধুত্বপূর্ণ ও বিশ্বস্ততার মুখোশ পরে থাকে, আবার অন্যদিকে ষড়যন্ত্রে ভরা মন লুকিয়ে রাখে।
-
সংক্ষেপে, এই উক্তিটি Iago-র সমগ্র চরিত্রের এক perfect summary— outwardly seeming loyal, inwardly plotting destruction.
2
Updated: 1 month ago
Which of the following describes a primary theme explored through Prospero's journey in "The Tempest"?
Created: 1 month ago
A
The corrupting nature of absolute power
B
The conflict between nature and nurture
C
The superiority of vengeance over virtue
D
The power of forgiveness and reconciliation
পুরো নাটকটি Prospero-এর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে চলে। তিনি বছরগুলো ধরে তাদের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছেন যারা তাকে অন্যায় করেছে এবং তাদের পুরোপুরি তার দয়া-ক্ষমতার মধ্যে রেখেছেন।
তবে, Ariel-এর প্রতি দয়া ও মানুষের প্রতি সহানুভূতির কারণে Prospero সিদ্ধান্ত নেন তাদের ক্ষমা করার, এবং ঘোষণা করেন যে "The rarer action is in virtue than in vengeance"। তার এই শত্রুদের প্রতি ক্ষমা প্রদানের সিদ্ধান্তই নাটকের নৈতিক চূড়ান্ত মুহূর্ত।
• নাটকের মূল থিম হলো ক্ষমা বনাম প্রতিশোধ।
• Prospero প্রতিশোধের পরিবর্তে ক্ষমা বেছে নেন।
• Ariel-এর সহানুভূতি Prospero-এর সিদ্ধান্তে প্রভাব ফেলে।
• নাটকের মোরাল বা শিক্ষাটি হলো সত্যিকারের সাহস এবং মহৎ কাজ হলো ক্ষমাশীল হওয়া, প্রতিশোধ নেওয়ার চেয়ে।
0
Updated: 1 month ago
The one-act play 'Riders to the Sea' was written by ______.
Created: 1 month ago
A
G. B. Shaw
B
Oscar Wilde
C
J. M. Synge
D
John Galsworthy
Riders to the Sea নাটকটি ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ এককাংশ নাটক, যা Irish নাট্যকার John Millington Synge রচনা করেছেন এবং ১৯০৩ সালে প্রকাশিত হয়। নাটকটি Aran Islands,
যা Ireland-এর পশ্চিম উপকূলে অবস্থিত, সেই স্থানে ভিত্তি করে লেখা হয়েছে এবং Synge সেখানে শোনা একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। এটি সমালোচকরা একে নাট্য সাহিত্যের অন্যতম সেরা এককাংশ নাটক হিসেবে মান্য করেছেন।
-
নাটকের কেন্দ্রীয় চরিত্র Maurya, একজন বৃদ্ধা মহিলা, যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া পরিবারের সব পুরুষ সদস্যদের সাগরের ঝড়ে হারিয়েছেন।
-
নাটকের শেষ পর্যায়ে দেখা যায় যে, তার একমাত্র ছেলে Bartley-ও সাগরে ডুবে মারা যায়।
-
চরিত্র Maurya সাহিত্য জগতে অন্যতম most ill-fated character হিসেবে বিবেচিত।
John Millington Synge:
-
তিনি ছিলেন আইরিশ সাহিত্যের নবজাগরণের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং একজন মহান কাব্যিক নাট্যকার।
-
তিনি Aran Islands এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ জীবনকে নিখুঁতভাবে নাটকীয়ভাবে চিত্রিত করেছেন।
-
প্রাথমিকভাবে তিনি একজন musician হওয়ার ইচ্ছা পোষণ করলেও ১৮৯৪ সালে এটি ত্যাগ করে English Literature-এ মনোনিবেশ করেন।
Notable works:
-
In the Shadow of the Glen
-
Riders to the Sea
-
The Well of the Saints
-
The Tinker's Wedding
-
The Playboy of the Western World
-
Deirdre of the Sorrows
0
Updated: 1 month ago