One whose attitude is 'eat, drink and be merry' is-
A
materialistic
B
epicurean
C
cynic
D
stoic
উত্তরের বিবরণ
Epicurean (adjective / noun)
English Meaning: A person devoted to sensual enjoyment, especially pleasures of fine food and drink.
Bangla Meaning: (ব্যক্তি) ইন্দ্রিয়বিলাসী; ভোগবাদী মত বা দার্শনিক চিন্তাধারা, যা গ্রিক দার্শনিক এপিকিউরাসের দ্বারা প্রবর্তিত।
বিস্তারিত ব্যাখ্যা:
-
Epicurean হল এমন একজন ব্যক্তি যার মূল লক্ষ্য হলো জীবনকে উপভোগ করা—বিশেষ করে খাবার ও পানীয়ের আনন্দ।
-
এই মতবাদ Epicurus নামক দার্শনিক দ্বারা প্রতিষ্ঠিত।
-
এদের দৃষ্টিকোণ অনুযায়ী, সুখ লাভের মাধ্যমে জীবনকে উপভোগ করা এবং দুঃখ বা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
-
এদের প্রখ্যাত স্লোগান বা মোট্টো ছিল: “Eat, drink, and be merry”।
অন্যান্য সম্পর্কিত শব্দ:
-
Materialistic (noun / adjective)
-
English: Excessively concerned with money or possessions.
-
Bangla: বস্তুবাদী; মূলত ধন বা পদার্থের প্রতি অতি মনোযোগী।
-
-
Cynic (noun)
-
English: A person who believes everyone acts only from self-interest.
-
Bangla: হতাশাবাদী বা দোষদর্শী ব্যক্তি।
-
-
Stoic (noun)
-
English: Someone indifferent to pleasure or pain.
-
Bangla: সুখে বা দুঃখে নির্বিকার ব্যক্তি।
-
উৎস: Oxford Learner’s Dictionary; Accessible Dictionary, Bangla Academy
0
Updated: 1 month ago
Choose the correct spelling:
Created: 1 month ago
A
Bureaucret
B
Bureacrat
C
Bureaucrat
D
Bureaucrate
The correct spelling: Bureaucrat
-
Bureaucrat (noun)
-
English meaning: a member of a bureaucracy
-
Bangla meaning: সরকারি কর্মকর্তা; ক্ষমতাসীন আমলা; আমলাতন্ত্রবাদী ব্যক্তি
-
Example sentences:
-
The senior bureaucrat approved the policy after several rounds of discussion.
-
A skilled bureaucrat can balance efficiency with fairness in public administration.
Source:
0
Updated: 1 month ago
The movie was _____________ everyone stayed until the very end.
Created: 2 months ago
A
so exciting that
B
such exciting those
C
very exciting thus
D
exciting so that
• Complete Sentence: The movie was so exciting that everyone stayed until the very end.
- Bangla Meaning: সিনেমাটি এতই উত্তেজনাপূর্ণ ছিল যে সবাই শেষ অবধি অপেক্ষা করল।
- এখানে, exciting হচ্ছে - adjective.
• So... that
- It expresses a cause and effect.
• Structure:
So + adjective/adverb + that
Examples:
- The box was so heavy that we needed help to carry it.
- The weather was so cold that the lake froze overnight.
- He was so tired that he fell asleep during the meeting.
- The cake was so delicious that I had to ask for the recipe.
- যেহেতু এটা cause & effect প্রকাশ করে, তাই সম্পূর্ণ বাক্যে একই tense হবে।
- প্রশ্নোক্ত বাক্যের প্রথম অংশে past tense থাকায় পরের অংশেও past tense হবে।
0
Updated: 2 months ago
Choose the correct sentence:
Created: 3 weeks ago
A
He insisted to be moving the car.
B
He insisted in moving the car.
C
He insisted for moving the car.
D
He insisted on moving the car.
সঠিক বাক্য: He insisted on moving the car.
-
Insist on / upon / Insist on doing something:
-
অর্থ: কোনো কিছুতে জোর দেওয়া বা পীড়াপীড়ি করা; কোনো কাজ অব্যাহত রাখার জন্য অন্যদের উপেক্ষা করা।
-
বাংলায়: কোনো বিষয়ে জোর দেওয়া বা প্রবলভাবে দাবী করা।
-
-
Insist on / upon এর সাথে সর্বদা verb এর -ing form ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
He insisted on my going there.
-
She insists on doing everything her own way.
0
Updated: 3 weeks ago