A
wood
B
issue
C
fish
D
light
উত্তরের বিবরণ
Wood শব্দটি Singular এবং plural উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে।
- কিন্তু Singular হলে wood অর্থ কাঠ অথবা বন হতে পারে।
- plural হলে এটি শুধুই বন অর্থে ব্যবহৃত হয়।
• Issue-এর plural form issues
• Light এর plural হিসেবে lights ব্যবহৃত হয়।
• কিন্তু fish শব্দটির plural হিসেবে আমরা fish এবং fishes দুটোকেই ব্যবহার করতে পারি।
- এবং plural হিসেবে ব্যবহার করলেও এটির অর্থ মাছের বহুবচন হিসেবেই ব্যবহৃত হবে।
- অর্থাৎ, wood-এর মত এর অর্থ সীমাবদ্ধ হয়ে যাবে না।
- তাই, সঠিক উত্তর fish.
Source: Cambridge Dictionary

0
Updated: 18 hours ago
'Portia' is a character from-
Created: 2 weeks ago
A
Hamlet
B
The Tempest
C
The Merchant of Venice
D
Othello
‘The Merchant of Venice’ এবং তার চরিত্র ‘Portia’
• The Merchant of Venice:
-
উইলিয়াম শেকসপিয়ার রচিত একটি কমেডি নাটক।
-
গল্পের কেন্দ্রে রয়েছে একজন ইহুদি সুদখোর Shylock এবং একজন বণিক Antonio।
-
Shylock একজন অর্থঋণদাতা (moneylender)।
-
নাটকটি পাঁচটি অঙ্ক (five acts) নিয়ে গঠিত।
-
এটি ১৫৯৬-৯৭ সালের দিকে লেখা হয়।
• প্রধান চরিত্রসমূহ:
-
Antonio: ভেনিসের একজন বণিক
-
Shylock: ইহুদি অর্থঋণদাতা
-
Portia: প্রধান নারী চরিত্র / নায়িকা
-
Bassanio
-
Jessica, ইত্যাদি
• উইলিয়াম শেকসপিয়ার (William Shakespeare):
-
জন্ম Stratford-upon-Avon এ।
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তাকে ইংরেজি জাতীয় কবি বলা হয়।
-
‘Bard of Avon’ উপাধিতে পরিচিত।
-
তাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করা হয়।
• উল্লেখযোগ্য রচনা:
Tragedy (ট্রাজেডি):
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy (কমেডি):
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
The Merchant of Venice
-
A Midsummer Night's Dream
Source:
-
Britannica
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

0
Updated: 2 weeks ago
Choose the correctly spelled word:
Created: 3 weeks ago
A
Heirarchy
B
Hierarcy
C
Hierarchy
D
Hiararchy
• Correct option: গ) Hierarchy.
• Hierarchy
- Bangla Meaning: ক্রমাধিকারতন্ত্র; আধিপত্য-পরম্পরা; প্রাধান্যপরম্পরা।
- English Meaning: a body of persons in authority.
- “Hierarchy” is the correct spelling; others are phonetically wrong.

0
Updated: 3 weeks ago
Which of the following is closest in meaning to “Imbue”?
Created: 5 hours ago
A
Weaken
B
Neglect
C
Instill
D
Erase
• The closest in meaning to 'Imbue' is - Instill.
• Imbue (verb)
English Meaning: to inspire or permeate with a feeling, quality, or idea.
Bangla Meaning: প্রভাবিত করা; প্রবাহিত করা; সঞ্চার করা।
অপশন আলোচনা:
- Weaken - দুর্বল করা; শক্তি কমানো।
- Neglect - অবহেলা করা; উপেক্ষা করা।
- Instill - ঢালা; প্রবাহিত করা; প্রয়োগ করা।
- Erase - মুছে ফেলা; ধ্বংস করা।

0
Updated: 5 hours ago