The play 'The Birthday Party' is written by-
A
Samel Beckett
B
Henry Livings
C
Harold Pinter
D
Arthur Miller
উত্তরের বিবরণ
‘The Birthday Party’ নাটক
-
লেখক: Harold Pinter
-
ধরন: Comedy of Menace (হাস্যরস ও হুমকির মিশ্রণ)
-
উল্লেখযোগ্যতা: ‘The Birthday Party’ হলো Harold Pinter-এর প্রথম full-length নাটক, যা তাঁকে সাহিত্য জগতে তাঁর trademark ‘comedy of menace’-এর জন্য পরিচিতি দেয়।
কাহিনী সংক্ষেপ:
-
নাটকের কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি একজন ব্যক্তি, যে একটি সস্তা ও অপরিচ্ছন্ন বাড়িতে ভাড়া থাকে।
-
সে সারাক্ষণ উদ্বিগ্ন ও আতঙ্কিত থাকে এবং বিশ্বাস করে যে Goldberg এবং McCann নামে দুই ব্যক্তি তার ক্ষতি করতে চায়।
-
বাড়িওয়ালা মহিলা তার জন্য একটি জন্মদিনের পার্টি আয়োজন করে।
-
পুরো নাটক জুড়ে স্ট্যানলির মানসিক অবস্থা, ভয় ও বিভ্রান্তির বিষয়বস্তু প্রধান।
লেখকের পরিচিতি:
-
Harold Pinter একজন ইংরেজ নাট্যকার, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের অন্যতম জটিল ও চ্যালেঞ্জিং নাট্যকার হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
Harold Pinter-এর উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
The Birthday Party
-
The Caretaker
-
The Dumb Waiter
-
The Homecoming
-
The Room
-
Moonlight
তুলনামূলক নাটকসমূহ:
-
T.S. Eliot — The Cocktail Party
-
K. Mansfield — The Garden Party
-
Harold Pinter — The Birthday Party
সূত্র: Britannica, Live MCQ Lecture
0
Updated: 1 month ago
Riders to the Sea is-
Created: 2 months ago
A
an epic poeman epic poem
B
a novella
C
a one-act play
D
a theatrical adaptation of a poem
John Millington Synge (J.M. Synge) একজন বিখ্যাত আইরিশ নাট্যকার কবি ও লেখক । তাঁর কিছু বিখ্যাত রচনা নিম্নরূপ- 1. Riders to the Sea (one-act play) 2. The Playboy of Western World
0
Updated: 2 months ago
The Taming of the Shrew is famous _______ written by ________.
Created: 2 months ago
A
comedy, Edmund Spenser
B
tragedy, Edmund Spenser
C
comedy, Shakespeare
D
tragedy, Shakespeare
"The Taming of the Shrew" হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি কমেডি নাটক।
• The Taming of the Shrew
- এটি 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- 1590-94 সালে কোনো এক সময়ে লেখা এবং 1623 সালে 'First Folio' তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই Comedy টি Shrewish Katharina এবং the Canny Petruchio এর মধ্যকার volatile courtship এর বর্ণনা দেয় যে কিনা determined to subdue Katharina’s legendary temper and win her dowry.
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' এবং Swan of Avon বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
0
Updated: 2 months ago
Who has written the play 'Volpone'?
Created: 2 months ago
A
John Webster
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
William Shakespeare
‘Volpone’ – Ben Jonson-এর একটি বিখ্যাত কমেডি নাটক
-
‘Volpone’ হল ইংরেজি সাহিত্যের একটি পরিচিত কমেডি নাটক, যেটি লিখেছেন Ben Jonson।
-
এই নাটকটি Beast Fable হিসেবে পরিচিত।
-
Beast Fable বলতে এমন ধরনের ছোট গল্প বা ছড়া বোঝায়, যেখানে প্রাণীদের মানুষরূপে দেখানো হয় এবং সাধারণত একটি নীতিকথা বা শিক্ষা থাকে।
-
‘Volpone’ নাটকে বিভিন্ন প্রাণীকে মানুষের চরিত্রে উপস্থাপন করা হয়েছে, যেমন Volpone হলো এক চালাক খেঁকশিয়াল (fox), যে মানুষের মতো আচরণ করে।
‘Volpone’ নাটকের প্রধান চরিত্রগুলো
-
Volpone – নাটকের মূল চরিত্র, এক ধূর্ত ধনী ব্যক্তি
-
Mosca – Volpone-এর দালাল ও চতুর সহকারী
-
Celia – এক নির্যাতিত নারী চরিত্র
-
Bonario – এক সৎ ও সাহসী যুবক
-
Corvino, Voltore, Corbaccio – লোভী ও ধূর্ত কিছু চরিত্র যারা Volpone-এর ধনলাভের আশায় নানা ফাঁদে জড়িয়ে পড়ে
লেখক পরিচিতি: Ben Jonson
-
পূর্ণ নাম: Benjamin Jonson (১৫৭২–১৬৩৭)
-
তিনি ছিলেন একজন ইংরেজ নাট্যকার, কবি ও সমালোচক।
-
William Shakespeare-এর পর, James I-এর শাসনামলে তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ নাট্যকার হিসেবে বিবেচিত।
-
অনেকেই তাকে ইংরেজি কমেডি নাটকের জনক বলেন।
Ben Jonson-এর বিখ্যাত কিছু নাটক
-
Every Man in His Humour (১৫৯৮)
-
Volpone (১৬০৫)
-
Epicoene; or, The Silent Woman (১৬০৯)
-
The Alchemist (১৬১০)
-
Bartholomew Fair (১৬১৪)
তথ্যসূত্র: Britannica
0
Updated: 2 months ago