The play 'The Birthday Party' is written by-
A
Samel Beckett
B
Henry Livings
C
Harold Pinter
D
Arthur Miller
উত্তরের বিবরণ
‘The Birthday Party’ নাটক
-
লেখক: Harold Pinter
-
ধরন: Comedy of Menace (হাস্যরস ও হুমকির মিশ্রণ)
-
উল্লেখযোগ্যতা: ‘The Birthday Party’ হলো Harold Pinter-এর প্রথম full-length নাটক, যা তাঁকে সাহিত্য জগতে তাঁর trademark ‘comedy of menace’-এর জন্য পরিচিতি দেয়।
কাহিনী সংক্ষেপ:
-
নাটকের কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি একজন ব্যক্তি, যে একটি সস্তা ও অপরিচ্ছন্ন বাড়িতে ভাড়া থাকে।
-
সে সারাক্ষণ উদ্বিগ্ন ও আতঙ্কিত থাকে এবং বিশ্বাস করে যে Goldberg এবং McCann নামে দুই ব্যক্তি তার ক্ষতি করতে চায়।
-
বাড়িওয়ালা মহিলা তার জন্য একটি জন্মদিনের পার্টি আয়োজন করে।
-
পুরো নাটক জুড়ে স্ট্যানলির মানসিক অবস্থা, ভয় ও বিভ্রান্তির বিষয়বস্তু প্রধান।
লেখকের পরিচিতি:
-
Harold Pinter একজন ইংরেজ নাট্যকার, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের অন্যতম জটিল ও চ্যালেঞ্জিং নাট্যকার হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
Harold Pinter-এর উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
The Birthday Party
-
The Caretaker
-
The Dumb Waiter
-
The Homecoming
-
The Room
-
Moonlight
তুলনামূলক নাটকসমূহ:
-
T.S. Eliot — The Cocktail Party
-
K. Mansfield — The Garden Party
-
Harold Pinter — The Birthday Party
সূত্র: Britannica, Live MCQ Lecture
0
Updated: 1 month ago
Riders to the Sea is-
Created: 2 months ago
A
an epic poeman epic poem
B
a novella
C
a one-act play
D
a theatrical adaptation of a poem
John Millington Synge (J.M. Synge) একজন বিখ্যাত আইরিশ নাট্যকার কবি ও লেখক । তাঁর কিছু বিখ্যাত রচনা নিম্নরূপ- 1. Riders to the Sea (one-act play) 2. The Playboy of Western World
0
Updated: 2 months ago
“Shylock” is a character in the play-
Created: 2 months ago
A
Twelfth Night
B
The Merchant of Venice
C
Romeo and Juliet
D
Measure for Measure
“Shylock” is a character in the play - The Merchant of Venice.
• 'The Merchant of Venice' is a tragi-comedy by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত।
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- এটি একটি five acts বিশিষ্ট tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
• এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.
• Some important quotes of The Merchant of Venice:
- All that glisters is not gold
- The devil can cite Scripture for his purpose.
- It is a wise father that knows his own child.
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.
Source: Britannica.
1
Updated: 2 months ago
"Cymbeline" was written by-
Created: 2 months ago
A
John Wycliffe
B
Geoffrey Chaucer
C
William Shakespeare
D
William Langland
• "Cymbeline" was written by - William Shakespeare.
• Cymbeline
- এটি William Shakespeare রচিত একটি নাটক।
- It is a comedy in five acts.
- Cymbeline হলো Shakespeare -এর কম পরিচিত কিন্তু জটিল নাটকগুলোর একটি।
- এটি প্রেম, ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি, দেশপ্রেম এবং ক্ষমার গল্প নিয়ে গঠিত।
- নাটকের কেন্দ্রে রয়েছে ব্রিটেনের রাজা সাইমবেলাইন ও তার মেয়ে ইমোজেনের জীবন।
- According to Britannica and modern critics it is considered as a comedy or sometimes even a romance.
- এটি ১৬০৮-১০ সালের মধ্যে লেখা এবং ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Set in the pre-Christian Roman world, Cymbeline draws its main theme, that of a wager by a husband on his wife’s fidelity, from a story in Giovanni Boccaccio’s Decameron.
• Summary:
• নাটকে ব্রিটেনের রাজা Cymbeline এর কন্যা Imogen নিম্নবংশীয় Posthumus Leonatus এর সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। রাজা এই বিয়ে মেনে না নিয়ে Posthumusকে নির্বাসনে পাঠান।
• নির্বাসনে থাকা Posthumus, Imogen এর চরিত্র নিয়ে Iachimo এর সঙ্গে বাজি ধরে, যে Imogen কে প্রলুব্ধ করতে ব্যর্থ হয়। মিথ্যা প্রমাণ দিয়ে Iachimo, Posthumusকে বিভ্রান্ত করে। Posthumus রেগে Imogenকে হত্যা করতে নির্দেশ দেয়, কিন্তু Imogen পুরুষ বেশ ধারণ করে পালিয়ে যায়। রাজা Cymbeline er দ্বিতীয় স্ত্রী চায় তার ছেলে Cloten কে Imogen এর স্বামী বানাতে, কিন্তু cloten, Imogen কে খুঁজতে বের হয় এবং নিহত হয়।
• শেষে সত্য উদঘাটিত হয়। Posthumus জানতে পারে যে Imogen তাকে প্রতারণা করেনি। Iachimo তার ভুল স্বীকার করে। রোমান ও ব্রিটিশ সৈন্যদের মধ্যে যুদ্ধ শেষে সবার মধ্যে মিল-মিশ হয়। নাটকের শেষে রাজনীতি ও পারিবারিক বিভ্রান্তি মিটে যায়।
• William Shakespeare (1564-1616)
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
Source: Britannica.
0
Updated: 2 months ago