‘I will not let you go’. In this sentence 'go' is a/an-
A
infinitive
B
gerund
C
participle
D
verbal noun
উত্তরের বিবরণ
I will not let you go. Here 'go' is - Infinitive.
• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.
• সাধারণত এর অর্থ হয়ে থাকে “করতে/ খেতে/ যেতে/ বলতে” এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।
Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
তাই, go verb-টি to-বিহীন infinitive form.
সুতরাং, সঠিক উত্তর infinitive.
0
Updated: 1 month ago
The Past participle form of 'Rise'.
Created: 1 month ago
A
Rising
B
Risen
C
Rosen
D
Rose
The Past Participle form of 'Rise': Risen
-
Rise (verb)
-
English meaning: move from a lower position to a higher one; come or go up; get up from lying, sitting, or kneeling
-
Bangla meaning: উপরে ওঠা বা যাওয়া; (সূর্য, চাঁদ, তারার) ওঠা
-
-
Forms of Rise:
-
Present form: Rise
-
Past form: Rose
-
Past participle form: Risen
-
Present participle form: Rising
-
Source:
0
Updated: 1 month ago
'He contemplated marrying his cousin.' Here 'marrying' is a/an-
Created: 1 month ago
A
present participle
B
gerund
C
verb
D
infinitive
বাক্য ‘He contemplated marrying his cousin.’-এ marrying হলো একটি Gerund। কারণ এখানে contemplate একটি verb, আর marrying verb-এর object হিসেবে ব্যবহৃত হয়েছে। object সবসময় noun হয়, তাই verb+ing যখন noun-এর কাজ করে তখন সেটি gerund হয়।
Gerund:
-
Verb-এর সাথে ing যোগ হয়ে যদি noun-এর কাজ করে অর্থাৎ verb ও noun—উভয়ের বৈশিষ্ট্য বহন করে, তবে সেটিকে gerund বলে।
-
সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun
-
এটি এমন একটি শব্দ যা verb থেকে তৈরি হয় কিন্তু noun-এর মতো কাজ করে।
-
Gerund কোনো action বর্ণনা করে না, বরং noun-এর ভূমিকা পালন করে।
Functions of the Gerund:
Gerund বিভিন্নভাবে বাক্যে ব্যবহৃত হয়, যেমন:
-
As subject: Rising early is a good habit.
-
As object: I like playing Badminton.
-
As an object of a preposition: The old woman is tired of walking.
-
As a complement of a verb: Working is earning.
0
Updated: 1 month ago
What is the abstract noun of 'Please'?
Created: 1 month ago
A
Please
B
Pleasure
C
Pleasant
D
Pleasantly
The abstract noun of 'Please': Pleasure
-
Please (verb, adverb)
-
English meaning: cause to feel happy and satisfied
-
Bangla meaning: দয়া/মেহেরবানি/অনুগ্রহ করে
-
-
Pleasure (noun)
-
English meaning: a feeling of happy satisfaction and enjoyment
-
Bangla meaning: সুখ; সৌখ্য; প্রীতি; আনন্দ; তুষ্টি; পরিতোষ; আমোদ; আহ্লাদ
-
Other forms:
-
Pleasurable (adjective) – সুখাবহ; প্রীতিপদ
-
Pleasurably (adverb) – সুখাবহরূপে
Related words:
-
Pleasant (adjective) – সুখাবহ; মনোরম; মনোজ্ঞ; সুখদ; সুখকর; সুপ্রিয়
-
Pleasantly (adverb) – সুখাবহরূপে
Source:
0
Updated: 1 month ago