Which one is the correct sentence?
A
The doctor found my pulse.
B
The doctor took my pulse.
C
The doctor examined my pulse.
D
The doctor saw my pulse.
উত্তরের বিবরণ
Take someone’s pulse / Check someone’s pulse
অর্থ: কারো কব্জি ধরে হার্টবিট পরীক্ষা করা।
বিস্তারিত: কারো কব্জির ধমনিতে হাত রেখে এক মিনিটে হৃদস্পন্দনের সংখ্যা গণনা করা। এটি সাধারণত শারীরিক অবস্থার উপর নজর রাখার জন্য ব্যবহৃত হয়।
বাংলা অর্থ: হাতের কবজিতে ধমনির স্পন্দন মাপা।
উৎস: Cambridge Dictionary
0
Updated: 1 month ago
Choose the correct form (passive) of - 'Who will do the work?'
Created: 2 months ago
A
Who will be done the work?
B
Who will done the work?
C
By whom will the work be done?
D
Whom will the work be done?
Active Voice থেকে Passive Voice এ ‘Who’ যুক্ত প্রশ্ন করার নিয়ম:
উদাহরণ:
Active: Who will do the work?
Passive: By whom will the work be done?
নিয়ম:
-
Passive Voice এ প্রশ্ন করার সময় “By whom” দিয়ে শুরু করতে হবে।
-
তারপর আসবে Auxiliary verb (যেমন: is, are, has, have, will ইত্যাদি) — এটি মূল বাক্যের টেন্স অনুযায়ী।
-
তার পর subject এবং verb এর past participle (third form)।
-
যদি Auxiliary verb দুইটা হয়, তবে একটি subject এর আগে এবং অপরটি পরে বসবে।
আরেকটি উদাহরণ:
Active: Who has broken the glass?
Passive: By whom has the glass been broken?
সূত্র: A passage to the English Language by S.M. Zakir Hussain
0
Updated: 2 months ago
The only error in the sentence '' One of the recommendation made by the committee was accepted by the authorities'' is-
Created: 2 months ago
A
recommendation
B
was
C
accepted by
D
committee
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - recommendation.
- এখানে, recommendations বসলে বাক্যটি সঠিক হবে।
Correct sentence: One of the recommendations made by the committee was accepted by the authorities.
Bangla: কমিটির দ্বারা করা সুপারিশগুলোর মধ্যে একটি কর্তৃপক্ষের দ্বারা গৃহীত হয়েছিল।
বাক্যের ভুলটি হলো "recommendation" singular রাখা হয়েছে, যেখানে এটি plural "recommendations" হওয়া উচিত।
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই recommendation এর স্থলে recommendations হবে।
Example: One of the birds was shot dead on the spot.
0
Updated: 2 months ago
Choose the right form of verb:
I felt relaxed as soon as I ________ the exam.
Created: 2 months ago
A
complete
B
had completed
C
had been completing
D
completed
As soon as
• Complete Sentence:
-
English: I felt relaxed as soon as I completed the exam.
-
Bangla: পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমি স্বস্তি বোধ করলাম।
• Grammar Rule (Past Indefinite Tense):
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তাহলে এর পরেও Past Indefinite Tense ব্যবহার হয়।
-
অর্থাৎ, অতীতের দুটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুটোই Past Indefinite Tense এ থাকবে।
-
উদাহরণ: শূন্যস্থানে সঠিক উত্তর হলো completed।
• Grammar Rule (Future Indefinite Tense):
-
Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
-
উদাহরণ: I shall ring you up as soon as I arrive.
0
Updated: 2 months ago