“The old man was tired of walking”. Here 'walking' is a/an-
A
present participle
B
adjective
C
common noun
D
gerund
উত্তরের বিবরণ
Gerund (জেরান্ড)
“The old man was tired of walking.”
এখানে walking হলো gerund, কারণ এটি preposition of এর পরে বসে এবং noun এর মতো কাজ করছে।
একটি verb + ing আকারের শব্দ যা noun-এর মতো কাজ করে।
-
অর্থাৎ, gerund হলো কর্ম + নাম—verb থেকে এসেছে, কিন্তু বাক্যে noun-এর মতো ব্যবহৃত।
-
Gerund কখনো action দেখায় না; এটি শুধু noun-এর কাজ করে।
Gerund = Verb + ing = noun
উৎস: Swan, M. (2005). Practical English Usage. Oxford University Press.
Gerund এর কাজ বা Functions
-
Subject হিসেবে (Verb এর subject):
-
Swimming is a good exercise.
-
Giving is better than receiving.
-
Seeing is believing.
বোল্ড অংশগুলো subject এবং gerund।
-
-
Object হিসেবে (Transitive verb এর object):
-
Stop writing.
-
My hobby is reading.
-
Don’t give up trying.
বোল্ড অংশগুলো verb-এর object এবং gerund।
-
-
Preposition এর পরে (Object of a preposition):
-
I am fond of catching fish.
-
I am tired of writing.
-
They are punished for telling a lie.
preposition-এর পরে gerund বসে।
-
-
By + Gerund
-
By eating a balanced diet, you can live well.
-
By drinking milk, you can get vitamins.
-
-
Without + Gerund
-
Without working hard, you cannot succeed.
-
এভাবে সহজভাবে মনে রাখুন:
-
Gerund সবসময় -ing দিয়ে শেষ হয়।
-
এটি verb থেকে তৈরি, কিন্তু noun-এর মতো কাজ করে।
-
Subject, object, preposition এর object, বা বিশেষ phrase-এর অংশ হিসেবে ব্যবহার হয়।
0
Updated: 1 month ago
He had left the office before the manager _____.
Created: 1 month ago
A
had arrived
B
arrived
C
arrives
D
have arrived
• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন-এর উপর ভিত্তি করে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
'Before' conjunction যুক্ত sentence-এ before এর পূর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite tense হয়।
Sentence Correction:
-
He had left the office before the manager arrived.
-
বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite tense হওয়াতে সঠিক হয়েছে।
আরও উদাহরণ:
-
যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের clause-এ present indefinite tense হবে।
-
উদাহরণ: We shall have reached the school before the bell rings.
0
Updated: 1 month ago
Identify the word that remains the same in plural form.
Created: 1 month ago
A
deer
B
horse
C
elephant
D
tiger
Deer শব্দটি এমন একটি noun যার singular এবং plural উভয় রূপ একই থাকে। অর্থাৎ একবচন এবং বহুবচনে শব্দের কোনো পরিবর্তন হয় না।
-
Deer: অর্থ – হরিণ, মৃগ
-
ইংরেজি ব্যাকরণে এমন কিছু noun আছে যেগুলোর singular ও plural form একই থাকে। Deer সেই ধরনের একটি noun।
-
এই ধরনের noun-এর আরও কিছু উদাহরণ হলো – aircraft, public।
অন্যদিকে, নিচে কয়েকটি noun দেওয়া হলো যেগুলোর plural form পরিবর্তিত হয়।
-
Horse: অর্থ – ঘোড়া, অশ্ব, ঘোটক, তুরঙ্গ, তুরঙ্গম। Plural – horses।
-
Elephant: অর্থ – হাতি, হস্তী। Plural – elephants।
-
Tiger: অর্থ – বাঘ, ব্যাঘ্র, শার্দূল। Plural – tigers।
0
Updated: 1 month ago
Three-fourths of the work ______ finished
Created: 4 days ago
A
have been
B
had
C
has been
D
were
এই বাক্যে "three-fourths of the work" বলতে একটি গণনা নির্দেশ করা হচ্ছে, যা সংখ্যার দিক থেকে একক কাজ হিসেবে বিবেচিত হয়। এখানে "work" একটি একবচন শব্দ, তাই এর সাথে সঠিক ক্রিয়া হিসেবে "has been" ব্যবহার করা হবে।
-
বাক্যটি ইংরেজি ব্যাকরণ অনুসারে, কোনো একক কাজ বা বিষয়কে বর্ণনা করার সময় যখন তার পরিমাণ উল্লেখ করা হয় (যেমন তিন-চতুর্থাংশ), তখন সে কাজটি একবচনে গণ্য হয় এবং এর সাথে "has" ব্যবহৃত হয়।
-
"Has been" বর্তমান পূর্ণতাকে বা একটি নির্দিষ্ট কাজের সম্পন্ন হওয়া বিষয়টিকে প্রকাশ করে, যা এখানে "finished" (সম্পন্ন) হিসেবে দেওয়া হয়েছে।
তাহলে সঠিক উত্তর হবে: গ) has been.
ব্যাখ্যা:
-
এখানে "three-fourths" একটি সংখ্যা হলেও এটি একটি একক কাজকে নির্দেশ করছে, তাই এর সাথে has been ব্যবহৃত হয়।
-
বাক্যটি সম্পূর্ণভাবে বোঝায় যে কাজটি এখনো চলমান ছিল, কিন্তু এখন এর একটি উল্লেখযোগ্য অংশ সম্পন্ন হয়ে গেছে।
0
Updated: 4 days ago