Find out the correct passive form of the sentence 'Who taught you French?'
A
By whom you were taught French?
B
By whom French was taught you?
C
French was taught you by whom?
D
By whom were you taught French?
উত্তরের বিবরণ
Active Voice-টি Past Indefinite Tense-এ আছে এবং এটি Interrogative Sentence.
Who-যুক্ত Sentence-কে Interrogative করার নিয়ম:
- who-এর পরিবর্তে প্রথমে by whom বসে +
- Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসে। +
- Objectটি Subject হয়। +
- অনেক সময় Tense অনুযায়ী, কর্তার পরে be/ being/ been বসাতে হয়। +
- মূল Verb-এর Past Participle হয়। +
- প্রশ্নবোধক চিহ্ন বসে।
তাই, সঠিক উত্তর হবে- By whom were you taught French?
0
Updated: 1 month ago
The plural form of 'Tableau' -
Created: 1 month ago
A
Tableaus
B
Tableauax
C
Tableauxe
D
Both A & C
Tableau হলো singular noun।
-
English Meaning: an arrangement of people who do not move or speak, especially on a stage, representing a scene, event, or view of life
-
Bangla Meaning: বিশেষত মঞ্চে জীবন্ত ব্যক্তি কর্তৃক নির্বাক বা নিষ্ক্রিয়ভাবে কোনো চিত্র বা দৃশ্যের রূপায়ণ; আকস্মিকভাবে উদ্ভূত নাটকীয় পরিস্থিতি; জীবন্ত চিত্রপট
-
Plural forms: tableaux, tableaus
0
Updated: 4 weeks ago
What is the meaning of "Call name"?
Created: 1 month ago
A
To praise someone
B
To call someone respectfully
C
To call someone loudly
D
To scold or insult someone
সঠিক উত্তর: ঘ) To scold or insult someone
ব্যাখ্যা:
-
Call name অর্থ: কাউকে অবমাননাকর বা আপত্তিকরভাবে সম্বোধন করা।
-
বাংলায়: গালমন্দ করা।
উদাহরণ:
-
He was punished for calling names to the teacher.
-
(শিক্ষককে গালমন্দ করার জন্য তাকে শাস্তি দেওয়া হয়।)
-
-
Children often call names without realizing how hurtful it is.
-
(শিশুরা প্রায়ই গালমন্দ করে, তা কতটা কষ্ট দেয় তা বুঝতে পারা ছাড়া।)
-
উৎস: Live MCQ Lecture
0
Updated: 1 month ago
Fill in the blank with the correct verb:
Mr. Rasel would rather ____ home last night.
Created: 1 month ago
A
stay
B
stayed
C
staying
D
have stayed
Would rather ব্যবহারের নিয়ম ও উদাহরণ বোঝার জন্য আমরা নিম্নলিখিত তথ্যগুলো দেখতে পারি।
-
Complete sentence: Mr. Rasel would rather have stayed home last night.
-
বাংলা অর্থ: রাসেল সাহেব গত রাতে বরং বাড়িতেই থাকতেন।
-
-
Would rather-এর ব্যবহার:
-
সাধারণভাবে, কোনো কাজ করা বরং ভালো বোঝাতে would rather + verb (base form) ব্যবহৃত হয়।
-
এটি দুটি কাজের মধ্যে প্রথমটিকে দ্বিতীয়টির চেয়ে শ্রেয় হিসেবে দেখায়।
-
Structure: Sub + would rather + verb (present form) + than + verb/noun
-
উদাহরণ: I would rather die than beg.
-
-
-
অতীতে কোনো কাজ করা বরং ভালো ছিল বোঝাতে would rather have + past participle ব্যবহৃত হয়।
-
প্রদত্ত বাক্যে last night উল্লেখ থাকায় have stayed সঠিক ব্যবহার।
-
তাই শূন্যস্থানে সঠিক উত্তর হলো: have stayed।
-
0
Updated: 1 month ago