Find out the correct passive form of the sentence 'Who taught you French?'
A
By whom you were taught French?
B
By whom French was taught you?
C
French was taught you by whom?
D
By whom were you taught French?
উত্তরের বিবরণ
Active Voice-টি Past Indefinite Tense-এ আছে এবং এটি Interrogative Sentence.
Who-যুক্ত Sentence-কে Interrogative করার নিয়ম:
- who-এর পরিবর্তে প্রথমে by whom বসে +
- Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসে। +
- Objectটি Subject হয়। +
- অনেক সময় Tense অনুযায়ী, কর্তার পরে be/ being/ been বসাতে হয়। +
- মূল Verb-এর Past Participle হয়। +
- প্রশ্নবোধক চিহ্ন বসে।
তাই, সঠিক উত্তর হবে- By whom were you taught French?
0
Updated: 1 month ago
In the structure of a formal letter, which section comes immediately after the salutation?
Created: 1 month ago
A
Body
B
Heading
C
Signature
D
Subscription
একটি Formal Letter/Official Letter/Application-এ সাধারণত ৬টি অংশ থাকে। আনুষ্ঠানিক চিঠিতে Salutation (যেমন Dear Sir, Respected Madam)-এর পরে লেখা হয় চিঠির মূল অংশ বা Body, যেখানে মূল বক্তব্য, তথ্য বা বার্তা উপস্থাপন করা হয়।
তথ্যগুলো হলো:
-
Heading: চিঠির তারিখ, প্রাপকের পদবী (Designation) এবং ঠিকানা।
-
Salutation (সম্বোধন): প্রাপককে সম্ভাষণ জানানোর অংশ, যেমন Dear Sir/Madam।
-
Body (মূল বক্তব্য): চিঠির মূল বিষয়বস্তু এখানে লেখা হয়।
-
The Subscription (বিনীত সমাপ্তি): বিদায় বা সমাপ্তি বাক্যাংশ, যেমন Yours faithfully/ I remain, Sir।
-
Signature of the Writer (স্বাক্ষর): লেখকের নাম ও স্বাক্ষর।
-
Superscription (খামের উপর বিবরণ): খামে প্রাপকের বিস্তারিত পদবী ও ঠিকানা লেখা হয়।
অর্থাৎ, Salutation-এর পরে Body লেখা হয়, যা চিঠির মূল বার্তা প্রকাশ করে।
0
Updated: 1 month ago
Choose the correct passive voice of:
"They made him finish the work."
Created: 2 months ago
A
He was made finish the work by them.
B
He was made to finish the work by them.
C
He made to finish the work by them.
D
He was making to finish the work by them.
Correct Answer
He was made to finish the work by them. ✅
Explanation:
-
Need, bid, dare, make, hear, feel, let, know, behold, watch প্রভৃতি verb-এর পরে Active Voice-এ সাধারণত to উহ্য থাকে।
-
কিন্তু Passive Voice করার সময় এদের পরে to বসাতে হয়।
-
তবে শুধু let এর ক্ষেত্রে Passive Voice-এ to বসে না।
Example:
-
Active: They made him finish the work.
-
Passive: He was made to finish the work by them.
Other Options
ক) He was made finish the work by them. → Passive-এ made এর পরে to + verb দরকার। তাই ভুল।
গ) He made to finish the work by them. → Auxiliary was নেই, word order ভুল, এবং Subject পরিবর্তনও সঠিক নয়।
ঘ) He was making to finish the work by them. → “was making” tense ও structure উভয়ই ভুল এবং অর্থও পরিবর্তন করছে।
0
Updated: 2 months ago
The idiom "Eat one's words" means -
Created: 1 month ago
A
To repeat something said earlier
B
To admit that something said before was wrong
C
To speak loudly
D
To stop talking to someone
Answer: To admit that something said before was wrong.
Eat one's words
-
English Meaning: to admit that something someone said before was wrong.
-
Bangla Meaning: নিজের ভুল স্বীকার করা / কথা ফিরিয়ে নেওয়া
Example Sentence: I can't eat my word for the fear of anybody.
Bangla Meaning: আমি কারো ভয়ে আমার কথা ফিরিয়ে নিতে পারি না।
Source: Live MCQ Lecture.
0
Updated: 1 month ago