Identify the word that can be used as both singular and plural:
A
wood
B
issue
C
fish
D
light
উত্তরের বিবরণ
Wood শব্দটি Singular এবং plural উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে।
- কিন্তু Singular হলে wood অর্থ কাঠ অথবা বন হতে পারে।
- plural হলে এটি শুধুই বন অর্থে ব্যবহৃত হয়।
• Issue-এর plural form issues
• Light এর plural হিসেবে lights ব্যবহৃত হয়।
• কিন্তু fish শব্দটির plural হিসেবে আমরা fish এবং fishes দুটোকেই ব্যবহার করতে পারি।
- এবং plural হিসেবে ব্যবহার করলেও এটির অর্থ মাছের বহুবচন হিসেবেই ব্যবহৃত হবে।
- অর্থাৎ, wood-এর মত এর অর্থ সীমাবদ্ধ হয়ে যাবে না।
- তাই, সঠিক উত্তর fish.
Source: Cambridge Dictionary
0
Updated: 1 month ago
Identify the correct sentence:
Created: 1 month ago
A
Scarcely had we left the house when it has began to rain.
B
Scarcely had we leave the house when it began to rain.
C
Scarcely had we left the house when it began to rain.
D
Scarcely we had left the house when it began to rain.
Correct Sentence: গ) Scarcely had we left the house when it began to rain.
Scarcely had … when যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
-
Structure: Scarcely had + subject + 1st clause (verb এর past participle) + when + subject + 2nd clause (verb এর past form)
-
অর্থাৎ, বাক্যটি Scarcely had দিয়ে শুরু হলে পরের clause টি when দ্বারা শুরু করতে হয়। প্রথম clause-এ subject + verb এর past participle, এবং দ্বিতীয় clause-এ when-এর পরে subject + verb এর past indefinite form ব্যবহার হয়।
নোট:
-
Scarcely had থাকলে পরের অংশে when ব্যবহার হয়, than নয়।
-
No sooner had থাকলে পরের অংশে than ব্যবহার হয়, then নয়।
-
Hardly had থাকলে পরের অংশেও when ব্যবহার হয়।
0
Updated: 1 month ago
What is the antonym of “Obstinate”?
Created: 1 month ago
A
Stubborn
B
Flexible
C
Firm
D
Strict
সঠিক উত্তর হলো খ) Flexible।
Obstinate একটি adjective, যার অর্থ একগুঁয়ে বা জেদি; এটি এমন ব্যক্তিকে বোঝায় যিনি যুক্তি, কারণ বা প্ররোচনার বিপরীতে নিজের মতামত বা সিদ্ধান্তে অদম্য থাকেন। Flexible এর অর্থ হলো নমনশীল বা আনম্য; এমন ব্যক্তি বা বস্তু যা সহজে মানিয়ে নিতে বা বাঁকতে পারে।
-
Obstinate (Adj)
-
Bangla Meaning: একগুঁয়ে; জেদি
-
English Meaning: stubbornly adhering to an opinion, purpose, or course in spite of reason, arguments, or persuasion
-
-
Flexible (Adj)
-
Bangla Meaning: নমনশীল; আনম্য; নম্য; নমনীয়
-
English Meaning: capable of being flexed; pliant
-
Other options:
-
ক) Stubborn
-
Bangla Meaning: একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য
-
English Meaning: unreasonably or perversely unyielding; mulish
-
-
গ) Firm
-
Bangla Meaning: দৃঢ়; কঠিন; শক্ত; ঘন; টানটান
-
English Meaning: securely or solidly fixed in place
-
-
ঘ) Strict
-
Bangla Meaning: শক্ত; কড়া; আনুগত্য বা সঠিক আচরণ প্রত্যাশী
-
English Meaning: stringent in requirement or control
-
0
Updated: 1 month ago
They ______ the match because of heavy rain.
Created: 2 months ago
A
called at
B
called out
C
called off
D
called for
Call Off
-
Correct Answer: গ) called off
-
Complete Sentence: They called off the match because of heavy rain.
-
Meaning (English): withdraw, cancel
-
Meaning (Bangla): উঠাইয়া নেওয়া, বাতিল করা
-
Common Error: The strike was called at. → Correct: The strike was called off.
Other “Call” Phrases
| Phrase | English Meaning | Bangla Meaning | Example Sentence |
|---|---|---|---|
| Call at | visit | কোন জায়গায় যাওয়া | He called at my office yesterday. |
| Call out | shout | চিৎকার করা | He called out me loudly for help. |
| Call for | demand | চাওয়া | He called for the teacher to explain. |
Source: Applied English Grammar & Composition, P.C. DAS
0
Updated: 2 months ago