কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী প্রধান তথ্যগুলো হলো:
-
আলু উৎপাদনে শীর্ষ জেলা: রংপুর
-
আলু উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর
-
ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ
-
গম উৎপাদনে শীর্ষ জেলা: ঠাকুরগাঁও
মারি চুক্তি কত সালে সম্পাদিত হয়?
A
১৯৫৩ সালে
B
১৯৫৪ সালে
C
১৯৫৫ সালে
D
১৯৫৬ সালে
উত্তরের বিবরণ
প্রেক্ষাপট:
স্বাধীন পাকিস্তানের প্রথম গণপরিষদ সংবিধান রচনায় ব্যর্থ হলে দ্বিতীয় গণপরিষদ ১৯৫৫ সালের ৭ জুলাই মারিতে প্রথম অধিবেশনে মিলিত হয়।
এই অধিবেশনে পাকিস্তানের সব প্রদেশের নেতৃবৃন্দ, বিশেষ করে মুসলিম লীগ, আওয়ামী লীগ ও যুক্তফ্রন্ট, সংবিধান সংক্রান্ত আপোস চুক্তি সম্পাদন করেন।
চুক্তির খসড়া:
চুক্তি ‘মারি চুক্তি’ নামে পরিচিত।
এতে ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় অঞ্চলের সংসদ সদস্য একমত হন।
স্বাক্ষরকারীরা ছিলেন: এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী, চৌধুরী মোহাম্মদ আলী, আতাউর রহমান খান, মোস্তাক হোসেন গুরমানী।
চুক্তির পরবর্তী ঘটনা:
১৯৫৫ সালের ১১ আগস্ট চৌধুরী মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী হন।
তাঁর মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন এ. কে. ফজলুল হক।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিরোধী দলের নেতা।
প্রভাব:
১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর পশ্চিম পাকিস্তানের সব প্রদেশ একত্রিত হয়ে একটি প্রদেশ গঠন করা হয়।
১৯৫৬ সালের ৮ জানুয়ারি দ্বিতীয় গণপরিষদে ‘পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের’ বিল উত্থাপন করা হয়।
২ মার্চ গভর্নর জেনারেল বিলে সম্মতি দিলে সংবিধান বলবৎ হয়।
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) সংগ্রামের নোটবুক
iii) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, আলু উৎপাদনে শীর্ষ জেলা-
Created: 1 month ago
A
মুন্সিগঞ্জ
B
রংপুর
C
নীলফামারী
D
ফরিদপুর
0
Updated: 4 weeks ago
'দ্বিজাতি তত্ত্বের' প্রবক্তা কে?
Created: 1 month ago
A
স্যার সৈয়দ আহমদ খান
B
মোহাম্মদ আলী জিন্নাহ
C
এ.কে. ফজলুল হক
D
নওয়াব সলিমুল্লাহ
জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব (Two-Nation Theory)
সংজ্ঞা: জাতিতত্ত্বের বিশ্লেষণে একটি জনগোষ্ঠীকে তখনই জাতি বলা যায়, যার ভাষা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, মনন, কৃষ্টি, ধর্ম, এমনকি অর্থনীতি একটি একক সত্তায় পরিণতি লাভ করে।
জিন্নাহর ধারণা: মোহাম্মদ আলী জিন্নাহ ভারতের হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে দুটি পৃথক জাতি হিসেবে চিহ্নিত করেছিলেন। এ ভাবনাকেই বলা হয় দ্বিজাতি তত্ত্ব।
ঘোষণা:
জিন্নাহ ১৯৩৯ সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন।
পরবর্তী বছর, ১৯৪০ সালে লাহোরে মুসলিম লীগের অধিবেশনে এরই প্রতিধ্বনি প্রকাশ পায়।
২৩ মার্চ ১৯৪০ সালে লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।
লাহোর প্রস্তাব: বাংলার নেতা ও পরবর্তীতে প্রধানমন্ত্রী এ.কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এতে বলা হয় যে, কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা ভারতে কার্যকর বা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না যদি এটি একটি নিম্নবর্ণিত মূলনীতির উপর প্রতিষ্ঠিত না হয়।
0
Updated: 1 month ago
'e-TIN' চালু করা হয় কত সালে?
Created: 4 weeks ago
A
২০১২ সালে
B
২০১৩ সালে
C
২০১৫ সালে
D
২০১০ সালে
ই-টিআইএন বা e-TIN হলো আয়কর নিবন্ধনের একটি আধুনিক পদ্ধতি যা করদাতাদের অনলাইনে সহজে নিবন্ধন পাওয়ার সুযোগ করে দেয়।
e-TIN এর পূর্ণরূপ হলো Electronic Tax Identification Number
এটি আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করণ
ই-টিআইএন নম্বরটি ১২ ডিজিটের হয়ে থাকে
২০১৩ সালে এটি চালু করা হয়
করদাতারা যেন সহজে, ঘরে বসে অনলাইনে নিবন্ধন করতে পারেন সে উদ্দেশ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে
0
Updated: 4 weeks ago