কোনটির মাধ্যমে মুদ্রাস্ফীতি বন্ধ হয়?
A
পণ্যের দাম কমা
B
মূলধনের জোগান কমা
C
মুনাফার হার কমা
D
সরকারি ব্যয় হ্রাস
উত্তরের বিবরণ
মুদ্রাস্ফীতি (Inflation)
- 
সংজ্ঞা: - 
মুদ্রাস্ফীতি ঘটে যখন পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ অতিরিক্ত বেড়ে যায়। 
- 
অর্থাৎ বাজারে উৎপাদনের তুলনায় টাকা বেশি থাকলে মুদ্রার মান হ্রাস পায় এবং পণ্যের মূল্য বৃদ্ধি পায়। 
- 
একই পরিমাণ পণ্যের জন্য আগে চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়। 
 
- 
- 
মুদ্রা সংকোচন: - 
উৎপাদনের তুলনায় বাজারে মুদ্রার সরবরাহ কমে গেলে মুদ্রা সংকোচন হয়। 
 
- 
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়
- 
মুদ্রার পরিমাণ সীমিত করা: - 
ব্যাংক থেকে ঋণের পরিমাণ কমানো। 
- 
সরকারি ব্যয় হ্রাস করা। 
 
- 
- 
মূল্য নিয়ন্ত্রণ: - 
পণ্যের সর্বোচ্চ বিক্রয়মূল্য নির্ধারণ। 
- 
ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র ও রেশনিং ব্যবস্থা চালু করা। 
 
- 
- 
শ্রমিক ও মজুরি: - 
শ্রমিকদের অতিরিক্ত মজুরি বৃদ্ধির চাপ কমানো। 
- 
মজুরি ও উৎপাদন ব্যয়ের ভারসাম্য রাখা। 
 
- 
- 
মুদ্রা সংস্কার: - 
চরম মুদ্রাস্ফীতির সময় পুরাতন নোট বাতিল করে নতুন নোট চালু করা। 
 
- 
- 
কর ও সুদের মাধ্যমে নিয়ন্ত্রণ: - 
কর বৃদ্ধি করলে জনগণের ব্যয় কমে সামগ্রিক চাহিদা হ্রাস পায়। 
- 
ব্যাংকের সুদের হার বৃদ্ধি বিনিয়োগ সংকুচিত করে। 
 
- 
- 
বিনিময় ও আমদানি বৃদ্ধি: - 
বিদেশ থেকে ভোগ্যপণ্য ও বিনিয়োগ দ্রব্য আমদানি করে বাজারে সরবরাহ বৃদ্ধি। 
- 
এতে সামগ্রিক যোগান-চাহিদার ভারসাম্য বজায় রেখে মুদ্রাস্ফীতি হ্রাস পায়। 
 
- 
উৎস: অর্থনীতি ২য় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
মধ্যপ্রাচ্যের কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
Created: 1 month ago
A
ইরাক
B
ইরান
C
জর্ডান
D
লেবানন
বাংলাদেশকে আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি দেয় ইরাক।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরব দেশসমূহ:
- 
ইরাক: প্রথম আরব দেশ হিসেবে ৮ জুলাই ১৯৭২ সালে স্বীকৃতি প্রদান। 
- 
লেবানন: ২৮ মার্চ ১৯৭৩ সালে স্বীকৃতি প্রদান। 
- 
ইরান: ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে স্বীকৃতি প্রদান। 
- 
সৌদি আরব: ১৬ আগস্ট ১৯৭৫ সালে স্বীকৃতি প্রদান। 
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী অন্যান্য উল্লেখযোগ্য রাষ্ট্র:
- 
সেনেগাল: প্রথম মুসলিম আফ্রিকান দেশ। 
- 
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া: প্রথম এশিয়ার মুসলিম দেশসমূহ। 
- 
গ্রেট ব্রিটেন: প্রথম পশ্চিমা দেশ, ৪ ফেব্রুয়ারি ১৯৭২। 
- 
মার্কিন যুক্তরাষ্ট্র: ৪ এপ্রিল ১৯৭২। 
- 
ভেনিজুয়েলা: দক্ষিণ আমেরিকায় প্রথম, ২ মে ১৯৭২। 
- 
ফ্রান্স: ১৪ ফেব্রুয়ারি ১৯৭২। 
- 
ব্রাজিল: ১৫ মে ১৯৭২। 
- 
আর্জেন্টিনা: ২৫ মে ১৯৭২। 
সূত্র:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে কী বলা হয়?
Created: 1 month ago
A
মিডিয়া বেঞ্চ
B
সরকারি বেঞ্চ
C
পাবলিক বেঞ্চ
D
ট্রেজারি বেঞ্চ
ট্রেজারি বেঞ্চ হলো সংসদের সামনের সারির আসন, যেখানে সরকারি দলের মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ বসেন। এটি সংসদ কক্ষে স্পীকারের আসনের ডানদিকে অবস্থিত এবং সরকারি দলের গুরুত্বপূর্ণ সদস্যদের জন্য সংরক্ষিত।
- 
সংসদ কক্ষের সামনের দিকের আসনগুলোকে ট্রেজারি বেঞ্চ বলা হয়। 
- 
সরকারি দলের মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ সামনের সারিতে বসেন। 
- 
ট্রেজারি বেঞ্চকে ফ্রন্ট বেঞ্চ হিসেবেও উল্লেখ করা হয়। 
- 
এর বিপরীত দিকে, সামনের সারিতে বসেন বিরোধী দলের নেতা, উপনেতা, হুইপ ও অন্যান্য নেতৃবৃন্দ। 
- 
সংসদে সরকারি ও বিরোধী দলের যে সদস্যরা পেছনের সারিতে বসেন, তাদের বলা হয় ব্যাকবেঞ্চার। - 
এই সদস্যগণ সরকারি দলের মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত নয় এবং বিরোধী দলের নেতৃস্থানীয়ও নয়। 
- 
তাই সংসদের আসন ব্যবস্থায় তাঁরা পেছনের সারিতে বসেন। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
২০২৬ ফুটবল বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে?
Created: 1 month ago
A
৪৮টি
B
৪২টি
C
৩২টি
D
২৬টি
২০২৬ ফিফা বিশ্বকাপ – প্রধান তথ্য
- 
আয়োজক দেশ: কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র (প্রথমবার তিনটি দেশে অনুষ্ঠিত হবে)। 
- 
অংশগ্রহণকারী দল: ৪৮টি দেশ। 
- 
নকআউট পর্ব: ৩২ দল নিয়ে শুরু হবে (প্রথমবার)। 
- 
সময়সীমা: ৩০-৩২ দিনের পরিবর্তে হবে ৩৯ দিন। 
- 
ম্যাচ সংখ্যা: ৬৪ থেকে বেড়ে ১০৪টি ম্যাচ। 
- 
উদ্বোধন: ১১ জুন ২০২৬, আজতেকা স্টেডিয়াম (মেক্সিকো)। 
- 
ফাইনাল: ১৯ জুলাই ২০২৬, মেটলাইফ স্টেডিয়াম (নিউ জার্সি, যুক্তরাষ্ট্র)। 
- 
ফিফা সভাপতি (মে ২০২৫): জিয়ান্নি ইনফান্তিনো। 
ভবিষ্যৎ বিশ্বকাপ আয়োজন
- 
২০৩০ ফিফা বিশ্বকাপ - 
মূল আয়োজক: মরক্কো, স্পেন ও পর্তুগাল। 
- 
বিশেষ আয়োজন: শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। 
- 
বৈশিষ্ট্য: প্রথমবারের মতো তিন মহাদেশে আয়োজন। 
 
- 
- 
২০৩৪ ফিফা বিশ্বকাপ - 
আয়োজক: সৌদি আরব। 
- 
আসর সংখ্যা: ২৫তম বিশ্বকাপ। 
 
- 
উৎস: ফিফা ওয়েবসাইট, প্রথম আলো।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago