বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
A
ঢাকা
B
ফরিদপুর
C
গাজীপুর
D
চাঁদপুর
উত্তরের বিবরণ
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BTRI)
-
অবস্থান: ঢাকা, মানিক মিয়া এভিনিউ, শেরে বাংলা নগর।
-
প্রতিষ্ঠা:
-
১৯৫১ সালে পাট উন্নয়ন গবেষণার জন্য প্রতিষ্ঠিত।
-
স্বাধীনতার পর ১৯৭৪ সালে আইনসঙ্গতভাবে (Act) পুনঃপ্রতিষ্ঠা।
-
-
উদ্দেশ্য ও কার্যক্রম:
-
পাট ও পাটজাত আঁশ ফসলের কৃষি গবেষণা।
-
কারিগরি গবেষণা।
-
পাট থেকে টেক্সটাইল পণ্য উদ্ভাবন সংক্রান্ত গবেষণা।
-
-
ঐতিহাসিক পটভূমি:
-
১৯০৪ সালে স্যার আর.এস. ফিনলো নেতৃত্বে ঢাকায় প্রথম পাট গবেষণা শুরু।
-
-
গবেষণা কেন্দ্রসমূহ:
-
কেন্দ্রীয় কেন্দ্র: মানিকগঞ্জে পাটের কেন্দ্রীয় কৃষি পরীক্ষণ স্টেশন।
-
আঞ্চলিক কেন্দ্র: রংপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, চান্দিনা (কুমিল্লা)।
-
উপকেন্দ্র: তারাবো (নারায়ণগঞ্জ), মনিরামপুর (যশোর), কলাপাড়া (পটুয়াখালী)।
-
বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র: নশিপুর (দিনাজপুর)।
-
উৎস: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট
0
Updated: 1 month ago
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
১০০তম
B
১০২তম
C
১০৪তম
D
১০৭তম
ফিফা র্যাঙ্কিং (নারী ফুটবল)
-
নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৪ ধাপ এগিয়েছে।
-
১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১০৪তম স্থানে অবস্থান করছে।
-
বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে +৮০.৫১।
-
ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ এবং সর্বাধিক পয়েন্ট (+৮০.৫১) অর্জন করেছে বাংলাদেশ দল।
উল্লেখযোগ্য:
-
গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম।
-
এরপর ২৯ জুন বাহরাইনকে হারায় (৩৬ ধাপ এগিয়ে থাকা) এবং ২ জুলাই মিয়ানমারকে হারায় (৭৩ ধাপ এগিয়ে থাকা)।
-
প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখায় পিটার বাটলারের দল।
-
এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]
0
Updated: 1 month ago
ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ কাকে ‘শাহ-ই-বাঙ্গালাহ’ উপাধি প্রদান করেছিলেন?
Created: 1 month ago
A
গিয়াসউদ্দিন আজম শাহ
B
শামসুদ্দীন ইলিয়াস শাহ
C
আলাউদ্দিন হোসেন শাহ
D
ফখরুদ্দীন মুবারক শাহ
সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ 'সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ' উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন এবং তাঁর শাসনকালে পূর্ব ও দক্ষিণ বঙ্গ তখন তার রাজ্যের বাইরে ছিল।
সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ:
-
১৩৫২ সালে ইলিয়াস শাহ সোনারগাঁও দখল করে দুই বাংলাকে একত্রিত করেন।
-
সোনারগাঁও অধিকার করার মাধ্যমে তিনি সারা বাংলার সুলতান হন।
-
তাঁর পূর্বে কোনো মুসলমান সুলতান এই গৌরব অর্জন করতে পারেননি।
-
ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ তাঁকে 'শাহ-ই-বাঙ্গালাহ', 'শাহ-ই-বাঙ্গালিয়ান' এবং 'সুলতান-ই-বাঙ্গালাহ' উপাধিতে ভূষিত করেন।
উল্লেখযোগ্য:
-
১৩৫২ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহের পুত্র এবং সোনারগাঁও-এর শাসক ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে পরাজিত করে পূর্ব বঙ্গে রাজ্য সম্প্রসারণ করেন।
-
লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও অধিকার করার মাধ্যমে ইলিয়াস শাহ সমগ্র বাংলার একচ্ছত্র অধিপতি হন।
-
এই বিরল গৌরব পূর্বে কোনো মুসলমান শাসক অর্জন করতে পারেননি।
-
এ কারণে ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ তাঁকে 'শাহ-ই-বাঙ্গালাহ' এবং 'সুলতান-ই-বাঙ্গালাহ' উপাধিতে ভূষিত করেন।
সূত্র:
0
Updated: 1 month ago
জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ শহিদ হয় কবে?
Created: 1 month ago
A
১৮ জুলাই, ২০২৪ সালে
B
১৬ জুলাই, ২০২৪ সালে
C
১৪ জুলাই, ২০২৪ সালে
D
১২ জুলাই, ২০২৪ সালে
জুলাই অভ্যুত্থানের সময় প্রথম শহিদ ছিলেন আবু সাইদ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে প্রাণ দান করেন।
-
শহিদ হওয়ার তারিখ: ১৬ জুলাই ২০২৪
-
জন্ম: ২০০১ সালে, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে
-
বাবা-মা: মকবুল হোসেন ও মনোয়ারা বেগম
-
শিক্ষাজীবন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগ, ১২ ব্যাচের শিক্ষার্থী
-
আন্দোলন: বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বায়ক
-
হত্যাকাণ্ডের স্থান: ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন
0
Updated: 4 weeks ago