A
বাল্মীকি
B
তিলোত্তমাসম্ভব কাব্য
C
মহাশ্মশান
D
মেঘনাদবধ কাব্য
উত্তরের বিবরণ
মেঘনাদবধ কাব্য মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য। এটি মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য। সংস্কৃত মহাকাব্য রামায়ণ এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনি অবলম্বন করে ১৮৬১ সালের জুন মাসে তিনি এটি রচনা করেন। ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয়ে মধুসূদন দত্ত রাবণকে নায়ক ও রামকে খলনায়ক রূপে উপস্থাপন করেন। নয় সর্গে রচিত এই মহাকাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে। প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা প্রমুখ। সর্গসমূহ: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া। অন্য তথ্য: কায়কোবাদের মহাকাব্য: মহাশ্মশান। সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেছেন বাল্মীকি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 19 hours ago
কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
Created: 6 days ago
A
উপগ্রহ
B
উপনেতা
C
উপসাগর
D
উপবন
বাখ্যা:
-
উপসাগর, উপগ্রহ, উপনেতা—এখানে “উপ” তৎসম উপসর্গটি “ক্ষুদ্র” বা “অধীন” অর্থ প্রকাশ করছে। যেমন:
-
উপসাগর = ছোট সাগর বা সাগরের শাখা
-
উপগ্রহ = গ্রহের অধীন
-
উপনেতা = নেতার অধীন
-
-
অন্যদিকে, উপবন শব্দে “উপ” উপসর্গটি “সদৃশ” অর্থ প্রকাশ করছে।
-
উপবন = বনের সদৃশ স্থান (বন-সদৃশ বাগান)
-
-
বাংলা ভাষায় উপসর্গের মূল উদ্দেশ্য হলো ধাতু বা শব্দের আগে বসে নতুন অর্থবাহী শব্দ তৈরি করা।
-
উপসর্গকে ৩ ভাগে ভাগ করা হয়:
১) খাঁটি বাংলা উপসর্গ (যেমন: অ, আ, সু, নি)
২) সংস্কৃত বা তৎসম উপসর্গ (যেমন: প্র, পরা, সম, উপ, আ)
৩) বিদেশি উপসর্গ (যেমন: আরবি—আম, ফারসি—কার, ইংরেজি—সাব, হাফ)
তাই দেখা যাচ্ছে, “উপ” তৎসম উপসর্গ বিভিন্ন প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে—কোথাও ক্ষুদ্র/অধীন, আবার কোথাও সদৃশ।

0
Updated: 6 days ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত রচনা সংকলন কোনটি?
Created: 2 weeks ago
A
চয়নিকা
B
গল্পগুচ্ছ
C
সঞ্চিতা
D
সঞ্চয়িতা
‘চয়নিকা’ (রবীন্দ্রনাথ ঠাকুর)
-
প্রথম রচনা সংকলন; প্রকাশকাল: ১৯০৯ খ্রিষ্টাব্দ।
-
প্রকাশক ও মুদ্রক: এলাহাবাদের ইন্ডিয়ান প্রেস থেকে পাঁচকড়ি মিত্র কর্তৃক মুদ্রিত এবং শ্রীচারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রকাশিত।
-
প্রথম সংস্করণে কবিতার সংখ্যা: ১৩০ টি।
-
জনপ্রিয়তা নির্ধারণের জন্য:
-
১৯২৪ সালে বিশ্বভারতী গ্রন্থালয় থেকে ২০০টি কবিতা বেছে নেওয়ার প্রতিযোগিতা আয়োজন করা হয়।
-
৩২০ জন পাঠক এতে অংশ নেন; তাঁদের ভোট অনুযায়ী কবিতাগুলির জনপ্রিয়তা নির্ধারণ করা হয়।
-
-
১৯২৫ সালের সংস্করণটি এই লোকপ্রিয়তা অনুযায়ী সংকলিত হয়।

0
Updated: 2 weeks ago
'মাণিকচন্দ্র রাজার গান' এর প্রথম সংগ্রাহক কে?
Created: 1 day ago
A
জর্জ গ্রীয়ার্সন
B
চন্দ্রকুমার দে
C
দীনেশ্চন্দ্র সেন
D
স্যার আশুতোষ মুখোপাধ্যায়
• নাথগীতিকা:
- স্যার জর্জ গ্রীয়ার্সন ১৮৭৮ সালে রংপুর জেলার মুসলমান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে 'মাণিকচন্দ্র রাজার গান' প্রকাশ করলে 'নাথগীতিকা' সুধীসমাজের দৃষ্টি আকর্ষণ করে।
- এইগুলো এক শ্রেণির ঐতিহাসিক রচনা।
- ইতিহাসের কোন বিস্মৃত যুগে এই গীতিকার নায়ক রাজা গোপীচাঁদ বা গোবিন্দচন্দ্র মায়ের নির্দেশে তরুণ যৌবনে দুই নবপরিণীতা বধূ প্রাসাদে রেখে সন্ন্যাস অবলম্বন করেছিলেন এই কাহিনি কেন্দ্র করেই নাথগীতিকার উদ্ভব।
- নাথসম্প্রদায়ভুক্ত গুরুবাদী যোগিগণ তাঁদের গুরুর অলৌকিক মহিমাকীর্তন প্রসঙ্গে এই গীতিকা দেশবিদেশে প্রচার করেছেন।
- নাথগীতিকার দুটি বিভাগ: প্রথমটি তরুণ রাজপুত্র গোপীচন্দ্রের সন্ন্যাসের কাহিনি। এ সম্পর্কিত গীতিকা 'গোরক্ষবিজয়', 'মীনচেতন' নামে পরিচিত।
- অপর শ্রেণির গীতিকাগুলো 'মাণিক রাজার গান', 'গোবিন্দচন্দ্রের গীত', 'ময়নামতীর গান', 'গোবিন্দচন্দ্রের গান', 'গোপীচাঁদের সন্ন্যাস', 'গোপীচাঁদের পাঁচালী' ইত্যাদি নামে খ্যাত।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

0
Updated: 1 day ago