‘মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
A
নওয়াব আবদুল লতিফ
B
সৈয়দ আমির আলী
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
রামমোহন রায়
উত্তরের বিবরণ
নওয়াব আবদুল লতিফ
-
জীবন ও পটভূমি:
-
জন্ম: ১৮২৮, ফরিদপুর জেলার রাজাপুর গ্রাম, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।
-
১৮৬০ সালে নীল কমিশন গঠনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
-
মৃত্যু: ১৮৯৩ সালের ১০ জুলাই।
-
-
শিক্ষা ও সরকারি চাকরি:
-
১৮৪৯ সালে ‘ডেপুটি ম্যাজিস্ট্রেট’ পদে যোগ দেন।
-
১৮৭৭ সালে ‘প্রেসিডেন্সী ম্যাজিস্ট্রেট’ হিসেবে পদোন্নতি পান।
-
১৮৮৪ সালে সরকারি চাকরি থেকে বিশেষ পেনশনসহ অবসর নেন।
-
-
অফিস ও স্বীকৃতি:
-
১৮৬২ সালে বঙ্গীয় আইন পরিষদের সদস্য মনোনীত হন; মুসলমানদের মধ্যে প্রথম।
-
ইংরেজদের প্রতি আনুগত্য এবং মুসলিম সমাজের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন:
-
১৮৭৭: ‘খান বাহাদুর’
-
১৮৮০: ‘নওয়াব’
-
১৮৮৩: C.I.E.
-
১৮৮৭: ‘নওয়াব বাহাদুর’
-
-
-
সামাজিক ও শিক্ষাজাগরণমূলক অবদান:
-
১৮৬৩ সালে কলকাতায় ‘মোহামেডান লিটারারি সোসাইটি’ বা ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠা করেন।
-
উদ্দেশ্য: মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষার বিষয়ে জনমত তৈরি ও পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে সচেতন করা।
-
এটি রাজনৈতিক প্রতিষ্ঠান না হলেও, মুসলমানদের ন্যায্য দাবি ও আশা-আকাঙ্ক্ষা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা হতো।
-
এর ফলে মুসলিম সমাজে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে।
-
নওয়াব আবদুল লতিফ মুসলমানদের জাগরণের অন্যতম স্থপতি হিসেবে পরিচিত।
-
উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানা কয়টি?[আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
২৫৫টি
B
২৬০টি
C
২৪৮টি
D
২৪০টি
পরিবেশবান্ধব কারখানা হলো এমন কারখানা যা পরিবেশের ওপর প্রভাব কমিয়ে টেকসই ও সবুজ প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হয়।
সংক্রান্ত তথ্য:
-
যুক্তরাষ্ট্রের US Green Building Council থেকে সম্প্রতি নতুন চারটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে।
-
দেশের মোট পরিবেশবান্ধব কারখানার সংখ্যা এখন ২৪৮টি।
-
এর মধ্যে:
-
১০৫টি কারখানা প্লাটিনাম সনদপ্রাপ্ত
-
১২৯টি কারখানা গোল্ড সনদপ্রাপ্ত
-
১০টি কারখানা সিলভার সনদপ্রাপ্ত
-
৪টি কারখানা সার্টিফায়েড সনদপ্রাপ্ত
-
-
বিশ্বের শীর্ষ ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৮টি কারখানা বর্তমানে বাংলাদেশে অবস্থিত।
0
Updated: 4 weeks ago
ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীত কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?
Created: 1 month ago
A
৫২ ধারা
B
৫৪ ধারা
C
৫৫ ধারা
D
৫৮ ধারা
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী, কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট ছাড়া নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন। এই ধারা প্রথম ১৮৯৮ সালে ব্রিটিশ শাসনকালে তৈরি করা হয়েছিল, মূলত ব্রিটিশবিরোধী গণ-আন্দোলন নিয়ন্ত্রণের জন্য।
-
পুলিশকে নির্দিষ্ট ৯টি কারণে বিনা পরোয়ানা বা আদেশ ছাড়া গ্রেফতারের ক্ষমতা প্রদান করা হয়েছে:
১. আমলযোগ্য অপরাধে জড়িত ব্যক্তি অথবা যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ, বিশ্বাসযোগ্য তথ্য বা সন্দেহ আছে।
২. আইনসংগত কারণ ছাড়া যার নিকট ঘর ভাঙ্গার সরঞ্জাম পাওয়া গেছে।
৩. এই কার্যবিধি বা সরকারের আদেশ অনুযায়ী অপরাধী ঘোষণা করা ব্যক্তি।
৪. চোরাইমাল যার কাছে পাওয়া গেছে।
৫. পুলিশ কর্মকর্তার কাজে বাধা দানকারী বা হেফাজত হতে পলায়নকারী / পলায়নের চেষ্টা করা ব্যক্তি।
৬. সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী।
৭. দেশের ভিতরে শাস্তিযোগ্য দেশের বাইরে করা অপরাধে জড়িত ব্যক্তি।
৮. কোনো মুক্তিপ্রাপ্ত আসামি, যে কার্যবিধির ৫৬৫ (৩) উপধারা লঙ্ঘন করেছে।
৯. গ্রেফতারের জন্য পুলিশের কাছ থেকে অনুরোধ পত্র প্রাপ্ত ব্যক্তি।
এই ৯টি কারণে পুলিশকে বিপুল ক্ষমতা প্রদান করা হয়েছে।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
Created: 1 month ago
A
২৬ মার্চ, ১৯৭১
B
১০ এপ্রিল, ১৯৭১
C
১৭ এপ্রিল, ১৯৭১
D
১ মে, ১৯৭১
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ১০ এপ্রিল ১৯৭১ সালে জারি করা হয়।
স্বাধীনতার ঘোষণাপত্র সংক্রান্ত তথ্য:
-
স্বাধীনতার ঘোষণাপত্র হলো মুজিবনগর সরকার কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা।
-
১০ এপ্রিল ১৯৭১ সালে জারির মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।
-
১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
-
স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন সৈয়দ নজরুল ইসলাম।
-
ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।
উল্লেখযোগ্য তথ্য:
-
২৬ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
-
১৭ এপ্রিল ১৯৭১ সালে অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
-
সংবিধানের ৬ষ্ঠ তফসিলে ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা এবং ৭ম তফসিলে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত করা হয়।
0
Updated: 1 month ago