২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
A
৪৬.৫ বিলিয়ন ডলার
B
৬৩.৫ বিলিয়ন ডলার
C
৫২.৫ বিলিয়ন ডলার
D
৭৫.৫ বিলিয়ন ডলার
উত্তরের বিবরণ
রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা (২০২৫-২৬ অর্থবছর)
-
মোট লক্ষ্যমাত্রা: ৬৩.৫ বিলিয়ন ডলার
-
২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫% বৃদ্ধি।
-
লক্ষ্য অর্জিত হবে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানির মাধ্যমে।
-
-
আয় ভাগ:
-
পণ্য রপ্তানি: ৫৫ বিলিয়ন ডলার
-
সেবা রপ্তানি: ৮.৫ বিলিয়ন ডলার
-
-
প্রধান পণ্যভিত্তিক আয়ের আশা:
-
তৈরি পোশাক (ওভেন খাত): ২০.৭৯ বিলিয়ন ডলার
-
তৈরি পোশাক (নিট খাত): ২৩.৭০ বিলিয়ন ডলার
-
চামড়া ও চামড়াজাত পণ্য: ১.২৫ বিলিয়ন ডলার
-
পাট ও পাটপণ্য: ৯০০ মিলিয়ন ডলার
-
কৃষিপণ্য: ১.২১ বিলিয়ন ডলার
-
-
সূত্র:
-
তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবর রহমান, ১২ আগস্ট ২০২৫।
-
উৎস: The Business Standard
0
Updated: 1 month ago
বর্তমানে বাংলাদেশের তফসিলি ব্যাংক কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৬৫টি
B
৬২টি
C
৬০টি
D
৫৮টি
বাংলাদেশে তালিকাভুক্ত (Scheduled) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী পরিচালিত হয়। আগস্ট ২০২৫ অনুযায়ী, মোট তফসিলি ব্যাংক সংখ্যা ৬২টি।
-
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক: ৬টি
-
বিশেষায়িত ব্যাংক (SDBs): ৩টি
-
ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি
-
ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি (অবস্থা: এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পায়নি)
-
বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): ৯টি
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ৫টি অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে।
0
Updated: 4 weeks ago
কত তারিখে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে?
Created: 1 month ago
A
১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি
B
১৯৭৪ সালের ২৪ ফেব্রুয়ারি
C
১৯৭৪ সালের ২২ এপ্রিল
D
১৯৭৪ সালের ২৪ এপ্রিল
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মোট ১৫০টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। ভুটান এবং ভারত সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে, উভয় দেশই ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বীকৃতি দেয়। এরপর নানা বাধা-বিপত্তি সত্ত্বেও দ্রুত আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব হয়।
বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি:
-
পাকিস্তান ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
-
সর্বশেষ দেশ হিসেবে চীন ১৯৭৫ সালের ৩১ আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
অন্যান্য গুরুত্বপূর্ণ দেশগুলোর স্বীকৃতি:
-
১৯৭২ সালের জানুয়ারি মাসে পূর্ব জার্মানি, বুলগেরিয়া, পোল্যান্ড, মিয়ানমার, নেপাল এবং সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
-
১৯৭২ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং জাপান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
স্বাধীন হবার মাত্র চার বছরেরও কম সময়ের মধ্যে বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র হয় এবং শতাধিক দেশের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়।
0
Updated: 1 month ago
চাকমাদের গ্রাম প্রধানের উপাধি-
Created: 1 month ago
A
হেডম্যান
B
আদাম
C
কার্বারী
D
সার্কেল প্রধান
চাকমা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম ক্ষুদ্র জাতিসত্তা, যার নিজস্ব সামাজিক ও প্রশাসনিক কাঠামো রয়েছে। তারা বিভিন্ন জেলা ও প্রতিবেশী দেশেও বিস্তৃতভাবে বসবাস করছে।
-
পার্বত্য চট্টগ্রামের মধ্যে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় চাকমাদের বসতি রয়েছে।
-
চাকরি বা অন্যান্য কারণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় চাকমাদের বসতি দেখা যায়।
-
প্রতিবেশী দেশ ভারতের মিজোরাম, ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ ও দিল্লী-তেও অনেক চাকমা বসবাস করে।
-
খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা মিলিয়ে গঠিত হয়েছে চাকমা সার্কেল, যার প্রধানকে বলা হয় চাকমা চীফ বা চাকমা রাজা।
-
পার্বত্য চট্টগ্রামের আরও দুটি সার্কেল, যেগুলিও চাকমাদের মৌজার সমন্বয়ে গঠিত।
-
চাকমা ভাষায় গ্রামকে ‘আদাম’ বা ‘পাড়া’ বলা হয়।
-
গ্রাম প্রধানের উপাধি হলো ‘কার্বারী’।
-
কয়েকটি গ্রাম মিলিয়ে গঠিত হয় মৌজা, যার প্রধানকে বলা হয় হেডম্যান।
-
হেডম্যানের দায়িত্বের মধ্যে রয়েছে খাজনা আদায়, সামাজিক বিরোধের বিচার, এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জনগণের কল্যাণ দেখভাল।
উৎস:
0
Updated: 1 month ago