A
১৯৮১ সালে
B
১৯৯০ সালে
C
১৯৯১ সালে
D
১৯৯৯ সালে
উত্তরের বিবরণ
ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১
-
প্রণয়ন ও কার্যকর: ১৯৯১ সালে কার্যকর
-
উদ্দেশ্য:
-
ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ, পরিচালনা ও কার্যক্রম নিয়ন্ত্রণ করা।
-
ব্যাংক-কোম্পানীর কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি।
-
অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষা করা।
-
-
বিধান ও বিষয়বস্তু:
-
ব্যাংক-কোম্পানীর কার্যক্রম, শেয়ার, পরিচালনা পর্ষদ, লাইসেন্স, নিরীক্ষা।
-
বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান।
-
-
সংশোধন:
-
২০২৩ সালে আইনটি অধিকতর সংশোধন করা হয়েছে, যাতে ব্যাংকিং ব্যবস্থা আরও আধুনিক ও স্বচ্ছ হয়।
-
উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট

0
Updated: 19 hours ago
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
Created: 2 days ago
A
অনুচ্ছেদ ১৩
B
অনুচ্ছেদ ১৮
C
অনুচ্ছেদ ২০
D
অনুচ্ছেদ ২৫
-
সংবিধানের ১৮নং অনুচ্ছেদে রাষ্ট্রকে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে গণ্য করতে বলা হয়েছে। একই সঙ্গে নৈতিকতা রক্ষার্থে মদ্যপান, জুয়া ও গণিকাবৃত্তি নিরোধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সংবিধান:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কিত বিধান উল্লেখ আছে।
১৮ (১) দফা:
-
জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে গণ্য করবে।
-
বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্য কোনো প্রয়োজন ছাড়া মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজ ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নেবে।
১৮ (২) দফা:
-
গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 2 days ago
২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট কত মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে?
Created: 1 day ago
A
৫৪ বিলিয়ন ডলার
B
৬১ বিলিয়ন ডলার
C
৬৭ বিলিয়ন ডলার
D
৭১ বিলিয়ন ডলার
দেশে আমদানি:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৬১ বিলিয়ন বা ৬ হাজার ১০০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে।
- সব মিলিয়ে সোয়া ১৪ কোটি টন পণ্য আমদানি হয়েছে।
- এনবিআরের তথ্যভান্ডার অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, দেশীয় শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতিসহ দেশে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, এ রকম অনেক পণ্য আমদানি হয়েছে।
উল্লেখ্য,
- ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছিল ৬ হাজার ৫১৪ কোটি ডলারের পণ্য।

0
Updated: 1 day ago
‘রূপকথা’ কোন ফসলের জাত?
Created: 19 hours ago
A
ভুট্টা
B
গম
C
ধান
D
আখ
রূপকথা ধানের জাত
-
রূপকথা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল ধান।
বিভিন্ন ফসলের উন্নত জাত
-
গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর।
-
ধান: ইরাটম, ব্রি হাইব্রিড–১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি।
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা।
-
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ।
-
আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি, মােহনভােগ।
-
টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
-
মরিচ: যমুনা।
-
বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো।
-
আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা, চিনেলা।
-
তুলা: সিবি–১০, রূপালী, ডেলফোজ।
-
আনারস: জায়ান্ট কিউ, হানি কুইন, ঘোড়াশাল, জলঢুপি।
উৎস: কৃষি তথ্য সার্ভিস

0
Updated: 19 hours ago