কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী প্রধান তথ্যগুলো হলো:
-
আলু উৎপাদনে শীর্ষ জেলা: রংপুর
-
আলু উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর
-
ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ
-
গম উৎপাদনে শীর্ষ জেলা: ঠাকুরগাঁও
প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের জিআই পণ্য কোনটি?
A
ইলিশ
B
মসলিন
C
জামদানি শাড়ি
D
বাগদা চিংড়ি
উত্তরের বিবরণ
সংজ্ঞা:
জিআই বা ভৌগলিক নির্দেশক হলো এমন একটি স্বীকৃতি, যা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়া ও ঐ অঞ্চলের জনগোষ্ঠীর সংস্কৃতির প্রভাবিত পণ্যকে প্রদান করা হয়।
অর্থাৎ, সেই পণ্য শুধুমাত্র সেই নির্দিষ্ট এলাকা থেকে উৎপাদনযোগ্য।
স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান:
WIPO (World Intellectual Property Organization) জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে।
আইনি ভিত্তি:
বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন পাস হয় ২০১৩ সালে।
দেশের প্রথম স্বীকৃত জিআই পণ্য:
জামদানি শাড়ি
২০১৬ সালে জামদানি দেশের প্রথম জিআই হিসেবে নিবন্ধিত হয়।
উৎস:
i) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট
ii) প্রথম আলো
0
Updated: 1 month ago
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘ANNIHILATE THESE DEMONS’ শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন?
Created: 1 month ago
A
কামরুল হাসান
B
জয়নুল আবেদিন
C
এস এম সুলতান
D
রফিকুন নবী
পরিচিতি:
তিনি একজন খ্যাতনামা চিত্রশিল্পী।
‘পটুয়া কামরুল হাসান’ নামে পরিচিত ছিলেন।
প্রকৃত নাম ছিল আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
জন্ম: ২ ডিসেম্বর ১৯২১, কলকাতায় (পিতার কর্মস্থল)।
অবদান:
বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা প্রণয়নে যুক্ত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি মনোগ্রাম তৈরি করেন।
তাঁর ‘তিন কন্যা’ ও ‘নাইওর’ চিত্রকর্ম অবলম্বনে যুগোস্লাভ সরকার (১৯৮৫) এবং বাংলাদেশ সরকার (১৯৮৬) ডাকটিকেট প্রকাশ করে।
প্রসিদ্ধ পোস্টার: ১৯৭১ সালে তিনি আঁকেন "ANNIHILATE THESE DEMONS (এই জানোয়ারদের হত্যা করতে হবে)" শিরোনামের ঐতিহাসিক পোস্টার।
প্রেক্ষাপট:
২৫ মার্চ থেকে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের সর্বত্র গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও নারীর উপর নৃশংস নির্যাতন চালায়।
এর মূল নির্দেশদাতা ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান।
প্রতীকী প্রকাশ:
কামরুল হাসান ব্যঙ্গচিত্রে ইয়াহিয়ার মুখাবয়বকে অমানবিকতা, নিষ্ঠুরতা ও ধ্বংসের প্রতীক হিসেবে উপস্থাপন করেন।
এই শিল্পকর্ম মুক্তিযুদ্ধের প্রতিরোধ সংগ্রামে শক্তিশালী প্রচারমাধ্যমে পরিণত হয়।
প্রকাশ ও প্রচার:
প্রথম প্রকাশ: ১৯৭১ সালের মে মাসে কলকাতা থেকে প্রকাশিত জয় বাংলা পত্রিকায়।
পরবর্তীতে বাংলাদেশের প্রবাসী সরকার এক রঙে এর লক্ষাধিক কপি ছাপিয়ে মুক্তাঞ্চলে বিতরণ করে।
বিদেশি প্রচারের জন্য ইংরেজি ভাষ্যে এর শিরোনাম ছিল: Annihilate the Demons।
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) প্রথম আলো
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১০ম সংশোধনী
B
১১তম সংশোধনী
C
১২তম সংশোধনী
D
১৩তম সংশোধনী
বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী (১২তম সংশোধনী) – ১৯৯১
মূল তথ্য:
দ্বাদশ সংশোধনী আইন বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক, পাস হয় ৬ আগস্ট ১৯৯১।
এর মাধ্যমে সংবিধানের ৪৮, ৫৫, ৫৬, ৫৮, ৫৯, ৬০, ৭০, ৭২, ১০৯, ১১৯, ১২৪, ১৪১ক ও ১৪২ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
দ্বাদশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য:
বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তন ঘটে।
রাষ্ট্রপতি হয় রাষ্ট্রের সাংবিধানিক প্রধান, ক্ষমতা সীমিত ও আনুষ্ঠানিক।
প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী, যার নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের প্রতি দায়বদ্ধ।
উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ করা হয়।
দেশে বহুদলীয় গণতন্ত্র কার্যকরভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়।
সংক্ষেপে, দ্বাদশ সংশোধনীর ফলে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় শাসনব্যবস্থায় ফিরিয়ে আনা হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তিশালী ভিত্তি স্থাপন করা হয়।
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, আলু উৎপাদনে শীর্ষ জেলা-
Created: 1 month ago
A
মুন্সিগঞ্জ
B
রংপুর
C
নীলফামারী
D
ফরিদপুর
0
Updated: 4 weeks ago