বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
A
প্রধান বিচারপতি
B
অ্যাটর্নি জেনারেল
C
আইনমন্ত্রী
D
স্পিকার
উত্তরের বিবরণ
অ্যাটর্নি জেনারেল:
- বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল।
- তিনি আইনগত দিক নিয়ে রাষ্ট্র ও সরকারের পক্ষে আদালতে বক্তব্য পেশ করেন।
- বাংলাদেশ সংবিধানের চতুর্থ ভাগে নির্বাহী বিভাগের ৫ম পরিচ্ছেদে ৬৪নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল পদের কথা উল্লেখ রয়েছে।
⇒ সুপ্রীম কোর্টের বিচারক হবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি এটর্নি জেনারেল পদে নিয়োগদান করবেন।
- রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত এটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।
- বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।
- বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগের অধিকারী হবেন।
⇒ অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা ও কার্যাবলি:
- অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন।
- অ্যাটর্নি-জেনারেলের দায়িত্বপালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তাঁর বক্তব্য পেশ করার অধিকার থাকবে।
- বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে অ্যাটর্নি জেনারেল তাঁর দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য,
- দেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি ১৭তম অ্যাটর্নি জেনারেল। ২০২৪ সালের ৮ আগস্ট তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন।
উৎস: i) অ্যাটর্নি জেনারেল কার্যালয় ওয়েবসাইট।
ii) মন্ত্রিপরিষদ বিভাগ।
0
Updated: 1 month ago
জাতীয় সংসদের ১নং আসন কোনটি?
Created: 1 month ago
A
পঞ্চগড়-১
B
বান্দরবান-১
C
রাঙামাটি-১
D
খাগড়াছড়ি-১
বাংলাদেশের সংসদীয় আসন সম্পর্কিত তথ্য:
-
মোট আসন:
-
জাতীয় সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে।
-
এর মধ্যে ৩০০টি আসন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।
-
৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
-
-
নির্দিষ্ট আসন নম্বর:
-
১ নং আসন: পঞ্চগড়-১
-
২৯৭ নং আসন: কক্সবাজার
-
২৯৮ নং আসন: খাগড়াছড়ি
-
২৯৯ নং আসন: রাঙামাটি
-
৩০০ নং আসন: বান্দরবান
-
-
নোটযোগ্য তথ্য:
-
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
-
0
Updated: 1 month ago
নিচের কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র?
Created: 1 month ago
A
আগুনের পরশমণি
B
ফাগুন হাওয়া
C
শ্যামল ছায়া
D
হাঙ্গর নদী গ্রেনেড
বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রগুলো ইতিহাস ও সংস্কৃতিকে চিত্ররূপে ফুটিয়ে তোলে। এসব চলচ্চিত্র শুধু বিনোদন নয়, বরং জাতির সংগ্রাম, ত্যাগ ও আত্মত্যাগের দলিল হিসেবে কাজ করে।
-
ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র:
-
‘ফাগুন হাওয়া’ — পরিচালক: তৌকির আহমেদ
-
‘জীবন থেকে নেয়া’ — পরিচালক: জহির রায়হান
-
‘Let there be light’ — পরিচালক: জহির রায়হান
-
-
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র:
-
‘আগুনের পরশমণি’ — হুমায়ূন আহমেদ পরিচালিত; মুক্তি পায় ১৯৯৪ সালে
-
‘শ্যামল ছায়া’ — হুমায়ূন আহমেদের একটি বিখ্যাত চলচ্চিত্র
-
‘হাঙ্গর নদী গ্রেনেড’ — চাষী নজরুল ইসলাম পরিচালিত; এটি একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত
-
উৎস:
0
Updated: 1 month ago
চাকমাদের গ্রাম প্রধানের উপাধি-
Created: 1 month ago
A
হেডম্যান
B
আদাম
C
কার্বারী
D
সার্কেল প্রধান
চাকমা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম ক্ষুদ্র জাতিসত্তা, যার নিজস্ব সামাজিক ও প্রশাসনিক কাঠামো রয়েছে। তারা বিভিন্ন জেলা ও প্রতিবেশী দেশেও বিস্তৃতভাবে বসবাস করছে।
-
পার্বত্য চট্টগ্রামের মধ্যে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় চাকমাদের বসতি রয়েছে।
-
চাকরি বা অন্যান্য কারণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় চাকমাদের বসতি দেখা যায়।
-
প্রতিবেশী দেশ ভারতের মিজোরাম, ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ ও দিল্লী-তেও অনেক চাকমা বসবাস করে।
-
খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা মিলিয়ে গঠিত হয়েছে চাকমা সার্কেল, যার প্রধানকে বলা হয় চাকমা চীফ বা চাকমা রাজা।
-
পার্বত্য চট্টগ্রামের আরও দুটি সার্কেল, যেগুলিও চাকমাদের মৌজার সমন্বয়ে গঠিত।
-
চাকমা ভাষায় গ্রামকে ‘আদাম’ বা ‘পাড়া’ বলা হয়।
-
গ্রাম প্রধানের উপাধি হলো ‘কার্বারী’।
-
কয়েকটি গ্রাম মিলিয়ে গঠিত হয় মৌজা, যার প্রধানকে বলা হয় হেডম্যান।
-
হেডম্যানের দায়িত্বের মধ্যে রয়েছে খাজনা আদায়, সামাজিক বিরোধের বিচার, এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জনগণের কল্যাণ দেখভাল।
উৎস:
0
Updated: 1 month ago