A
১৫ জুলাই, ১৯৯৪
B
১৬ জুলাই, ১৯৯৪
C
১৭ জুলাই, ১৯৯৪
D
১৮ জুলাই, ১৯৯৪
উত্তরের বিবরণ
নবগ্রহ ধুমকেতু সুমেকার লেভী-৯ থেকে বিচ্ছিন্ন হওয়া ছোট ছোট অংশগুলি ১৬ জুলাই, ১৯৯৪ সালে বৃহস্পতির বায়ুমণ্ডলে প্রতি ঘণ্টায় প্রায় ২২১,০০০ কিলোমিটার (১৩৭,৩০০ মাইল) বেগে আঘাত হানে। পৃথিবীভিত্তিক পর্যবেক্ষকদের জন্য বৃহস্পতির ঘূর্ণনকাল ছিল মাত্র ৯.৯২ ঘণ্টা, যা দ্রুত গ্রহের বিভিন্ন অংশকে দৃশ্যমান করে প্রতিটি প্রভাবের অবস্থান সহজেই চিহ্নিত করা সম্ভব করেছিল। এ
ই ধাক্কা খণ্ডগুলি গড়ে সাত থেকে আট ঘণ্টার মধ্যে আলাদা হয়ে জোভিয়ান বায়ুমণ্ডলের গভীরে নিমজ্জিত হয়ে প্রচণ্ড শক্তির সঙ্গে বিস্ফোরিত হয়, যার ফলে "ফায়ারবল" নামে পরিচিত অত্যন্ত উত্তপ্ত গ্যাসের বড় বড় বুদবুদ সৃষ্টি হয়।
উৎস: Britannica।

0
Updated: 2 months ago