বর্তমানে দেশে সরকারিভাবে মোট কয়টি স্থলবন্দর রয়েছে? [আগস্ট, ২০২৫]
A
১৬টি
B
২০টি
C
২২টি
D
২৪টি
উত্তরের বিবরণ
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিক)
- 
লক্ষ্য: 
 স্থলপথে পণ্য আমদানি ও রপ্তানি সহজতর ও উন্নত করা।
- 
স্থলবন্দর সংখ্যা: - 
দেশে মোট ২৪টি স্থলবন্দর সরকারিভাবে বিদ্যমান। 
- 
চলমান স্থলবন্দর সংখ্যা: ১৬টি। 
 
- 
চলমান স্থলবন্দরসমূহ
- 
বাস্থবক পরিচালিত (১১টি): 
 বেনাপোল, ভোমরা, আখাউড়া, বুড়িমারী, নাকুগাঁও, তামাবিল, সোনাহাট, গোবড়াকুড়া-কড়ইতলী, বিলোনিয়া, শেওলা, ধানুয়াকামালপুর।
- 
BOT ভিত্তিতে পরিচালিত (৫টি): 
 সোনামসজিদ, হিলি, টেকনাফ, বাংলাবান্ধা, বিবিরবাজার।
- 
চালুর অপেক্ষায় (২টি): 
 রামগড়, বাল্লা।
প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য
- 
প্রতিষ্ঠা সাল: ২০০১ 
- 
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান: হ্যাঁ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে 
উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
উৎপাদন খাতে নিয়োজিত মাঝারি শিল্পের সর্বনিম্ন স্থায়ী সম্পদের মূল্য কত হতে হয়?
Created: 1 month ago
A
৮ কোটি টাকা
B
১০ কোটি টাকা
C
১২ কোটি টাকা
D
১৫ কোটি টাকা
উৎপাদন খাতে নিয়োজিত মাঝারি শিল্পের সর্বনিম্ন স্থায়ী সম্পদের মূল্য ১৫ কোটি টাকা হতে হয়। 
মাঝারি শিল্প (Medium scale industries):
- ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ‘মাঝারি শিল্প’ (Medium Industry) বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১২১-৩০০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে।
- তবে তৈরি পোশাক প্রতিষ্ঠান/শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্পে শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ ১০০০ জন।
- সেবা শিল্পের ক্ষেত্রে ‘মাঝারি শিল্প’ বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ২ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ৫১-১২০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
URL এর পূর্ণরূপ-
Created: 1 month ago
A
Uniform Resource Link
B
Universal Resource Link
C
Uniform Resource Locator
D
Unified Resource Locator
URL (Uniform Resource Locator)
- 
পূর্ণরূপ: Uniform Resource Locator 
- 
সংজ্ঞা: কোনো ওয়েবসাইট বা ওয়েবপেজের পূর্ণাঙ্গ ঠিকানাকে URL বলে। 
- 
অংশসমূহ: একটি URL সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত— 
 ১) প্রটোকল নাম (Protocol name): কোন প্রোটোকল ব্যবহার করে রিসোর্সে প্রবেশ করা হবে (যেমন:http,https,ftp)।
 ২) হোস্টনেইম (Hostname): যে সার্ভারে ওয়েবসাইট হোস্ট করা আছে তার ডোমেইন নাম বা আইপি ঠিকানা।
 ৩) ফাইলের নাম/পাথ (File name/Path): সার্ভারের ভেতরে নির্দিষ্ট ফাইল বা রিসোর্সের অবস্থান।
উদাহরণ:http://www.google.com/maps
- 
http:→ প্রটোকল নাম
- 
www.google.com→ হোস্টনেইম
- 
maps→ ফাইলের নাম/পাথ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
শহিদ আসাদ দিবস কোনটি?
Created: 1 month ago
A
১৯ জানুয়ারি
B
২০ জানুয়ারি
C
২৬ জানুয়ারি
D
১৪ জানুয়ারি
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শহিদ আসাদ একটি গুরুত্বপূর্ণ নাম। তার আত্মত্যাগ গণঅভ্যুত্থানকে আরও বেগবান করেছিল এবং আন্দোলনের গতি ত্বরান্বিত করেছিল। এই দিনটি স্মরণে প্রতিবছর শহিদ আসাদ দিবস পালিত হয়।
- 
২০ জানুয়ারি শহিদ আসাদ দিবস পালন করা হয়। 
- 
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় এই দিনে মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) পুলিশের গুলিতে শহীদ হন। 
- 
সেদিন ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালায়। 
- 
শহিদ আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 weeks ago