A
ভুট্টা
B
গম
C
ধান
D
আখ
উত্তরের বিবরণ
রূপকথা ধানের জাত
-
রূপকথা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল ধান।
বিভিন্ন ফসলের উন্নত জাত
-
গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর।
-
ধান: ইরাটম, ব্রি হাইব্রিড–১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি।
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা।
-
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ।
-
আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি, মােহনভােগ।
-
টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
-
মরিচ: যমুনা।
-
বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো।
-
আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা, চিনেলা।
-
তুলা: সিবি–১০, রূপালী, ডেলফোজ।
-
আনারস: জায়ান্ট কিউ, হানি কুইন, ঘোড়াশাল, জলঢুপি।
উৎস: কৃষি তথ্য সার্ভিস

0
Updated: 19 hours ago
বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে?
Created: 3 weeks ago
A
একদলীয় শাসনব্যবস্থা
B
বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা
C
তত্ত্বাবধায়ক গণতন্ত্র ব্যবস্থা
D
কোনটি নয়
রাজনৈতিক ব্যবস্থা:
-
বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান।
-
বিভিন্ন সময়ে একাধিক রাজনৈতিক দল জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
-
স্বাধীন বাংলাদেশের সূচনালগ্নেই এ দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য:
-
১৯৭৫ থেকে ১৯৯১ সময়ে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত ছিল।
-
বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ নামে পরিচিত, যা এককক্ষ বিশিষ্ট।
সূত্র: পৌরনীতি ও নাগরিকতা: নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের উৎস কোনটি? [আগস্ট, ২০২৫]
Created: 19 hours ago
A
চামড়া ও চামড়াজাত পণ্য
B
চা
C
চিংড়ি
D
পাটজাত পণ্য
বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত
-
প্রধান রপ্তানি খাত: তৈরি পোশাক
-
ইপিবি পরিসংখ্যান অনুযায়ী:
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে মোট রপ্তানির মধ্যে তৈরি পোশাকের অংশ ৮৩%, যা ৩৯৬ কোটি ডলার।
-
-
-
দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত: চামড়া ও চামড়াজাত পণ্য
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি ১২ কোটি ৭৪ লাখ ডলার।
-
-
তৃতীয় শীর্ষ রপ্তানি খাত: কৃষি প্রক্রিয়াজাত পণ্য
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি ৯ কোটি ডলার।
-
-
সাম্প্রতিক রপ্তানি পরিসংখ্যান:
-
২০২৪-২৫ অর্থবছরে মোট রপ্তানি ৪,৮২৮ কোটি ডলার।
-
উৎস:
i) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
ii) প্রথম আলো

0
Updated: 19 hours ago
(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) ২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়-
Created: 1 month ago
A
২০,৩০০ কোটি টাকা
B
১৯,২০০ কোটি টাকা
C
১৭,১০০ কোটি টাকা
D
১৯,৫০০ কোটি টাকা
বার্ষিক উন্নয়ন কর্মসূচি
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) বরাদ্দের পরিমাণ ২,৬৩,০০০ কোটি টাকা।
- এর আকার জিডিপির ৫.৩% ও বাজেটের ৩৬.৩%।
মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা — ৪,৭৮,০০০ কোটি টাকা (GDP’এর ৯.৫১%)।
এনবিআর কর্তৃক কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা — ৪,১০,০০০ কোটি টাকা (GDP’এর ৮.১৬%)।
• মোট সরকারি ব্যয়:
— ৭,১৪,৪১৮ কোটি টাকা (জিডিপির ১৪.২১%)।
— পরিচালন ব্যয় — ৪,৫৩,২২৮ কোটি টাকা,
— উন্নয়ন ব্যয় — ২,৬০,০০৭ কোটি টাকা,
— বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় — ২,৪৫,০০০ কোটি টাকা।
— অন্যান্য ব্যয় – ১১৮৩ কোটি টাকা।
উৎস: ২০২৩-২৪ জাতীয় বাজেট।

0
Updated: 1 month ago