A
২২ জন
B
৭৬ জন
C
৮৮ জন
D
১০০ জন
উত্তরের বিবরণ
জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫
-
সম্মাননা প্রদান: জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ১০০ জন নারী ও শহীদ পরিবারের সদস্যদের হাতে "জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫" তুলে দেওয়া হয়।
-
তারিখ ও স্থান: ৮ আগস্ট ২০২৫, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তন।
-
আয়োজক: জুলাই কন্যা ফাউন্ডেশন।
-
সভাপতি: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাঈম প্রমী।
-
অনুষ্ঠানের বৈশিষ্ট্য:
-
নির্বাচিত ১০০ নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
-
তাদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়, যাতে অন্য নারীরা অনুপ্রাণিত হতে পারেন।
-
উৎস: প্রথম আলো

0
Updated: 19 hours ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা-
Created: 17 hours ago
A
দিনাজপুর
B
রাজশাহী
C
কুমিল্লা
D
ময়মনসিংহ
বাংলাদেশে ধান উৎপাদন (২০২৪ অনুযায়ী)
-
সার্বিকভাবে বিভাগ অনুযায়ী সর্বাধিক উৎপাদন: রংপুর বিভাগ
-
সার্বিকভাবে জেলা অনুযায়ী সর্বাধিক উৎপাদন: ময়মনসিংহ জেলা
ধানভিত্তিক উৎপাদন বিভাজন:
-
বোরো ধান
-
শীর্ষ বিভাগ: রাজশাহী
-
শীর্ষ জেলা: ময়মনসিংহ
-
-
আউশ ধান
-
শীর্ষ বিভাগ: চট্টগ্রাম
-
শীর্ষ জেলা: কুমিল্লা
-
-
আমন ধান
-
শীর্ষ বিভাগ: রংপুর
-
শীর্ষ জেলা: দিনাজপুর
-
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪

0
Updated: 17 hours ago
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
Created: 3 days ago
A
১০০তম
B
১০২তম
C
১০৪তম
D
১০৭তম
ফিফা র্যাঙ্কিং (নারী ফুটবল)
-
নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৪ ধাপ এগিয়েছে।
-
১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১০৪তম স্থানে অবস্থান করছে।
-
বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে +৮০.৫১।
-
ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ এবং সর্বাধিক পয়েন্ট (+৮০.৫১) অর্জন করেছে বাংলাদেশ দল।
উল্লেখযোগ্য:
-
গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম।
-
এরপর ২৯ জুন বাহরাইনকে হারায় (৩৬ ধাপ এগিয়ে থাকা) এবং ২ জুলাই মিয়ানমারকে হারায় (৭৩ ধাপ এগিয়ে থাকা)।
-
প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখায় পিটার বাটলারের দল।
-
এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]

0
Updated: 3 days ago
বিশ্বব্যাংকের মতে, সুশাসনের উপাদান -
Created: 2 days ago
A
৫টি
B
৬টি
C
৪টি
D
৭টি
সুশাসনের উপাদান:
-
বিভিন্ন সংস্থা ও তাত্ত্বিকদের মতে সুশাসনের মূল উপাদান ভিন্ন।
-
Asian Development Bank (ADB): ৪টি উপাদান
-
UNDP: ৯টি উপাদান
-
World Bank: ৬টি উপাদান
-
United Nations (UN): ৮টি উপাদান
-
African Development Bank (AFDB): ৫টি উপাদান
-
International Development Agency (IDA): ৪টি উপাদান
-
কৌটিল্য (প্রাচীন অর্থশাস্ত্রবিদ): ৪টি উপাদান
উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

0
Updated: 2 days ago