A
নজবুল্লাহ
B
আহমেদ শাহ মাসুদ
C
আব্দুর রশীদ দোস্তাম
D
গুলবুদ্দীন হেকমতিয়ার
উত্তরের বিবরণ
১৯৯৪ সালের নববর্ষের দিনে কাবুল শহরে আক্রমণ চালায় আব্দুর রশীদ দোস্তামের নেতৃত্বাধীন বাহিনী। এটি ছিল আফগানিস্তানের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা, যা পরবর্তী সময়ে দেশটির রাজনৈতিক অস্থিরতার প্রতীক হয়ে ওঠে।
আফগানিস্তান সম্পর্কে সাধারণ তথ্য:
-
রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)
-
অবস্থান: দক্ষিণ এশিয়া
-
‘আফগানিস্তান’ শব্দের অর্থ: আফগান বা পশতুন জাতির দেশ
-
মূল জাতিগোষ্ঠী: পশতু (সবচেয়ে বড় জনগোষ্ঠী)
-
রাজধানী: কাবুল
-
দাপ্তরিক ভাষা: পশতু ও দারি
-
মুদ্রা: আফগানি
ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সময়কাল:
-
১৯১৯: তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধের পর আফগানিস্তান ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
-
১৯৯৬: তালেবান গোষ্ঠী কাবুলের নিয়ন্ত্রণ নেয় এবং শাসন প্রতিষ্ঠা করে।
-
২০০১: ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে এবং একই বছরের শেষে তালেবান সরকার উৎখাত করে।
-
২০২১: দীর্ঘ ২০ বছর পর মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেয়, ফলে তালেবানরা পুনরায় কাবুলের দখল নেয়।
উল্লেখ:
আফগানিস্তান বিষয়ক সাম্প্রতিক ও নির্ভরযোগ্য তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, স্বীকৃত সংবাদমাধ্যম ও প্রামাণ্য উৎস অনুসরণ করা উচিত।
উৎস: National Geographic Kids ওয়েবসাইট

0
Updated: 2 months ago