১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘ANNIHILATE THESE DEMONS’ শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন?
A
কামরুল হাসান
B
জয়নুল আবেদিন
C
এস এম সুলতান
D
রফিকুন নবী
উত্তরের বিবরণ
কামরুল হাসান
-
পরিচিতি:
-
তিনি একজন খ্যাতনামা চিত্রশিল্পী।
-
‘পটুয়া কামরুল হাসান’ নামে পরিচিত ছিলেন।
-
প্রকৃত নাম ছিল আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
-
-
জন্ম: ২ ডিসেম্বর ১৯২১, কলকাতায় (পিতার কর্মস্থল)।
-
অবদান:
-
বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা প্রণয়নে যুক্ত ছিলেন।
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি মনোগ্রাম তৈরি করেন।
-
তাঁর ‘তিন কন্যা’ ও ‘নাইওর’ চিত্রকর্ম অবলম্বনে যুগোস্লাভ সরকার (১৯৮৫) এবং বাংলাদেশ সরকার (১৯৮৬) ডাকটিকেট প্রকাশ করে।
-
মুক্তিযুদ্ধ ও বিখ্যাত পোস্টার
-
প্রসিদ্ধ পোস্টার: ১৯৭১ সালে তিনি আঁকেন "ANNIHILATE THESE DEMONS (এই জানোয়ারদের হত্যা করতে হবে)" শিরোনামের ঐতিহাসিক পোস্টার।
-
প্রেক্ষাপট:
-
২৫ মার্চ থেকে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের সর্বত্র গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও নারীর উপর নৃশংস নির্যাতন চালায়।
-
এর মূল নির্দেশদাতা ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান।
-
-
প্রতীকী প্রকাশ:
-
কামরুল হাসান ব্যঙ্গচিত্রে ইয়াহিয়ার মুখাবয়বকে অমানবিকতা, নিষ্ঠুরতা ও ধ্বংসের প্রতীক হিসেবে উপস্থাপন করেন।
-
এই শিল্পকর্ম মুক্তিযুদ্ধের প্রতিরোধ সংগ্রামে শক্তিশালী প্রচারমাধ্যমে পরিণত হয়।
-
-
প্রকাশ ও প্রচার:
-
প্রথম প্রকাশ: ১৯৭১ সালের মে মাসে কলকাতা থেকে প্রকাশিত জয় বাংলা পত্রিকায়।
-
পরবর্তীতে বাংলাদেশের প্রবাসী সরকার এক রঙে এর লক্ষাধিক কপি ছাপিয়ে মুক্তাঞ্চলে বিতরণ করে।
-
বিদেশি প্রচারের জন্য ইংরেজি ভাষ্যে এর শিরোনাম ছিল: Annihilate the Demons।
-
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) প্রথম আলো
0
Updated: 1 month ago
যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৫৬ সালে
B
১৯৫৩ সালে
C
১৯৫২ সালে
D
১৯৫৪ সালে
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্তফ্রন্ট ছিল এক গুরুত্বপূর্ণ জোট, যা মূলত মুসলিম লীগের একক আধিপত্য ভাঙার উদ্দেশ্যে গঠিত হয়েছিল। নির্বাচনী রাজনীতিতে এটি ছিল জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং গণআন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড়।
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর, ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
-
যুক্তফ্রন্ট মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়:
-
মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ,
-
শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি,
-
মওলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি,
-
হাজী দানেশের নেতৃত্বাধীন বামপন্থী গণতন্ত্রী দল।
-
-
তবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইতে সংশোধন আকারে উল্লেখ করা হয়েছে যে, যুক্তফ্রন্ট প্রধানত ৫টি দলের সমন্বয়ে গঠিত হয়েছিল।
-
নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল ‘নৌকা’।
-
আওয়ামী মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির ৪২ দফা দাবি থেকে প্রধান প্রধান দাবি নিয়ে যুক্তফ্রন্ট গড়ে তোলা হয়।
-
যুক্তফ্রন্ট নির্বাচনের জন্য ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
-
আবুল মনসুর আহমদ ছিলেন এই ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা।
0
Updated: 4 weeks ago
ইউনাইটেড ব্যাংক লিমিটেড এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেডকে একত্রিত করে কোন ব্যাংক গঠিত হয়?
Created: 1 month ago
A
যমুনা ব্যাংক
B
পূবালী ব্যাংক
C
জনতা ব্যাংক
D
রূপালী ব্যাংক
জনতা ব্যাংক পিএলসি
-
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভাঙা আর্থিক ভিত্তি পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
-
এই প্রেক্ষাপটে দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য পূর্বে পরিচালিত বেশ কয়েকটি ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক গঠনের ব্যবস্থা নেওয়া হয়।
-
১৯৭২ সালে ব্যাংক জাতীয়করণ আদেশ (রাষ্ট্রপতির আদেশ নং ২৬) এর অধীনে পূর্ববর্তী ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডকে একত্রিত করে জনতা ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
⇒ ২০০৭ সালের ১৫ নভেম্বর জনতা ব্যাংক জয়েন্ট স্টক রেজিস্ট্রারের সাথে নিবন্ধিত হয়ে জনতা ব্যাংক লিমিটেড নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে পুনর্গঠন করা হয়।
-
কোম্পানি আইন ১৯৯৪-এর ২০২০ সংশোধনীর আওতায় ব্যাংকটির নাম পরিবর্তন করে জনতা ব্যাংক পিএলসি রাখা হয়।
-
বর্তমান চেয়ারম্যান: জনাব এম. ফজলুর রহমান।
উৎস: জনতা ব্যাংক পিএলসি ওয়েবসাইট
0
Updated: 1 month ago
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, জনসংখ্যার ঘনত্ব কত?
Created: 1 month ago
A
১১১৫ জন
B
১২২০ জন
C
১১১৯ জন
D
১১৩০ জন
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা, ঘনত্ব ও সাক্ষরতার হার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। এই তথ্য দেশের শিক্ষাগত উন্নয়ন এবং জনসংখ্যার বন্টন বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন প্রতি বর্গকিমি
-
সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৮০%
-
পুরুষের সাক্ষরতার হার: ৭৬.৭১%
-
মহিলার সাক্ষরতার হার: ৭২.৯৪%
-
-
বিভাগভিত্তিক সাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: ঢাকা বিভাগ — ৭৮.২৪%
-
সর্বনিম্ন: ময়মনসিংহ বিভাগ — ৬৭.২৩%
-
-
জেলাভিত্তিক সাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: পিরোজপুর — ৮৫.৫৩%
-
সর্বনিম্ন: জামালপুর — ৬১.৭০%
-
উৎস:
0
Updated: 1 month ago