ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুয়ায়ী, দেশে মোট সাক্ষরতার হার কত?
A
৭৬.৪৪%
B
৭৬.৮৪%
C
৭৪.৬৪%
D
৭৪.৮০%
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন
-
পুরুষ-নারী অনুপাত: পুরুষ ৯৯.০৮ : নারী ১০০.৯০
-
সাক্ষরতার হার (সর্বমোট): ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
নারী: ৭২.৯৪%
-
সাক্ষরতার হারের ভৌগোলিক বৈচিত্র্য
-
সবচেয়ে বেশি সাক্ষরতার হার (বিভাগ): ঢাকা বিভাগ
-
সবচেয়ে কম সাক্ষরতার হার (বিভাগ): ময়মনসিংহ বিভাগ
-
সবচেয়ে বেশি সাক্ষরতার হার (জেলা): পিরোজপুর জেলা
-
সবচেয়ে কম সাক্ষরতার হার (জেলা): জামালপুর জেলা
উৎস: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২
0
Updated: 1 month ago
২০২৬ ফুটবল বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে?
Created: 1 month ago
A
৪৮টি
B
৪২টি
C
৩২টি
D
২৬টি
২০২৬ ফিফা বিশ্বকাপ – প্রধান তথ্য
-
আয়োজক দেশ: কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র (প্রথমবার তিনটি দেশে অনুষ্ঠিত হবে)।
-
অংশগ্রহণকারী দল: ৪৮টি দেশ।
-
নকআউট পর্ব: ৩২ দল নিয়ে শুরু হবে (প্রথমবার)।
-
সময়সীমা: ৩০-৩২ দিনের পরিবর্তে হবে ৩৯ দিন।
-
ম্যাচ সংখ্যা: ৬৪ থেকে বেড়ে ১০৪টি ম্যাচ।
-
উদ্বোধন: ১১ জুন ২০২৬, আজতেকা স্টেডিয়াম (মেক্সিকো)।
-
ফাইনাল: ১৯ জুলাই ২০২৬, মেটলাইফ স্টেডিয়াম (নিউ জার্সি, যুক্তরাষ্ট্র)।
-
ফিফা সভাপতি (মে ২০২৫): জিয়ান্নি ইনফান্তিনো।
ভবিষ্যৎ বিশ্বকাপ আয়োজন
-
২০৩০ ফিফা বিশ্বকাপ
-
মূল আয়োজক: মরক্কো, স্পেন ও পর্তুগাল।
-
বিশেষ আয়োজন: শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
-
বৈশিষ্ট্য: প্রথমবারের মতো তিন মহাদেশে আয়োজন।
-
-
২০৩৪ ফিফা বিশ্বকাপ
-
আয়োজক: সৌদি আরব।
-
আসর সংখ্যা: ২৫তম বিশ্বকাপ।
-
উৎস: ফিফা ওয়েবসাইট, প্রথম আলো।
0
Updated: 1 month ago
বর্তমানে বয়স্ক ভাতার পরিমাণ কত টাকা? [আগস্ট,২০২৫]
Created: 4 weeks ago
A
৫০০ টাকা
B
৬৫০ টাকা
C
৭০০ টাকা
D
১০০০ টাকা
চলতি অর্থবছরে বাংলাদেশে বয়স্ক ভাতা কর্মসূচি বৃহৎ জনসংখ্যাকে সমর্থন প্রদান করছে এবং আগামী অর্থবছরে এই পরিসর আরও বৃদ্ধি পাবে।
-
চলতি অর্থবছরে ৬০ লাখ ১ হাজার জন উপকারভোগী
-
এ জন্য বরাদ্দ: ৪,৩৫১ কোটি টাকা
-
আগামী অর্থবছরে উপকারভোগী সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ৬১ লাখ
-
বরাদ্দ বৃদ্ধি: ৪৪০ কোটি টাকা, মোট বরাদ্দ ৪,৭৯১ কোটি ৩১ লাখ টাকা
-
বর্তমানে মাসিক ভাতার পরিমাণ: ৬৫০ টাকা
-
পূর্বে মাসিক ভাতা ছিল: ৬০০ টাকা
0
Updated: 4 weeks ago
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা তে বাংলাদেশে মোট কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে?
Created: 3 weeks ago
A
৪৫টি
B
৪৮টি
C
৫০টি
D
৫২টি
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান নিম্নরূপ:
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন প্রতি বর্গকিমি
-
ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যা: ৫০টি
-
সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৮০%
-
পুরুষের সাক্ষরতার হার: ৭৬.৭১%
-
মহিলার সাক্ষরতার হার: ৭২.৯৪%
-
-
বিভাগভিত্তিক সাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: ঢাকা বিভাগ – ৭৮.২৪%
-
সর্বনিম্ন: ময়মনসিংহ বিভাগ – ৬৭.২৩%
-
-
জেলা ভিত্তিক সাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: পিরোজপুর – ৮৫.৫৩%
-
সর্বনিম্ন: জামালপুর – ৬১.৭০%
-
0
Updated: 3 weeks ago