‘রূপকথা’ কোন ফসলের জাত?
A
ভুট্টা
B
গম
C
ধান
D
আখ
উত্তরের বিবরণ
রূপকথা ধানের জাত
-
রূপকথা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল ধান।
বিভিন্ন ফসলের উন্নত জাত
-
গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর।
-
ধান: ইরাটম, ব্রি হাইব্রিড–১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি।
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা।
-
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ।
-
আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি, মােহনভােগ।
-
টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
-
মরিচ: যমুনা।
-
বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো।
-
আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা, চিনেলা।
-
তুলা: সিবি–১০, রূপালী, ডেলফোজ।
-
আনারস: জায়ান্ট কিউ, হানি কুইন, ঘোড়াশাল, জলঢুপি।
উৎস: কৃষি তথ্য সার্ভিস
0
Updated: 1 month ago
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্বপ্নদ্রষ্টা ছিলেন -
Created: 1 month ago
A
জন মেনার্ড কেইন্স
B
হ্যারি ডেক্সটার হোয়াইট
C
পল স্যামুয়েলসন
D
ক ও খ
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) স্বপ্নদ্রষ্টা ছিলেন ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস এবং যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট।
বিশ্বব্যাংক (IBRD - International Bank for Reconstruction and Development)
-
প্রতিষ্ঠিত: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬
-
১৯৪৬ সালে সদস্য সংখ্যা: ৩৮টি দেশ
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ, সর্বশেষ সদস্য নাউরু
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি., যুক্তরাষ্ট্র
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত)
-
প্রধান অঙ্গসংস্থা: ৫টি
প্রেক্ষাপট ও ইতিহাস:
-
১৯১৮–১৯৩৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বৈশ্বিক অর্থনীতি নানা সমস্যায় জর্জরিত ছিল, যেমন: উল্লম্ফন মুদ্রাস্ফীতি, বৈশ্বিক বাণিজ্যে সীমাবদ্ধতা, বিদেশি শেয়ারবাজারে অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভে ওঠা-নামা, স্বর্ণের সংকট, মুদ্রামান হ্রাস।
-
এই সমস্যা সমাধানে একটি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করা হয়।
-
১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার, ব্রেটন উডস-এ জাতিসংঘের মুদ্রা ও অর্থবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
-
সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন হ্যারি ডেক্সটার হোয়াইট এবং জন মেনার্ড কেইনস।
-
ব্রেটন উডস সম্মেলনে ৪৪টি দেশ অংশগ্রহণ করে এবং দুটি বৈশ্বিক আর্থিক সংস্থা ও একটি বাণিজ্যিক বৈশ্বিক নিয়ম প্রতিষ্ঠার জন্য Articles of Agreement স্বাক্ষর করে।
-
১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
0
Updated: 1 month ago
বাংলাদেশের রপ্তানি পণ্যের একক বড় বাজার- [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
রাশিয়া
D
চীন
রপ্তানী বাজার সম্পর্কিত তথ্য:
-
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার হলো যুক্তরাষ্ট্র।
-
জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৮৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
-
মোট পণ্য রপ্তানির ১৭% গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।
-
এই বাজারে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ৮৭% হলো তৈরি পোশাক।
-
তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে।
0
Updated: 4 weeks ago
বাংলাদেশ প্রথম কবে অলিম্পিকে অংশগ্রহণ করে?
Created: 1 month ago
A
১৯৯২ সালে
B
১৯৮৬ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৮৪ সালে
বাংলাদেশ ও অলিম্পিক গেমস:
-
বাংলাদেশ ১৯৮৪ সাল থেকে অলিম্পিকে অংশগ্রহণ করছে।
-
সর্বোচ্চ তিনবার অলিম্পিকে অংশগ্রহণ করেছেন সাঁতারু ডলি আক্তার।
১৯৮৪, লস অ্যাঞ্জেলেস অলিম্পিক:
-
বাংলাদেশের প্রতিযোগী: ১ জন, সাইদুর রহমান ডন (অ্যাথলেটিকস)।
-
১০০ মিটার: নিজের হিটে অষ্টম (১১.২৫ সেকেন্ড), মোট প্রতিযোগী ৮।
-
২০০ মিটার: নিজের হিটে সপ্তম (২২.৫৯ সেকেন্ড), মোট প্রতিযোগী ৮।
-
সাম্প্রতিক তথ্য:
-
সর্বশেষ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে।
উৎস: প্রথম আলো
0
Updated: 1 month ago