কতজন নারীকে 'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হয়?
A
২২ জন
B
৭৬ জন
C
৮৮ জন
D
১০০ জন
উত্তরের বিবরণ
জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫
-
সম্মাননা প্রদান: জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ১০০ জন নারী ও শহীদ পরিবারের সদস্যদের হাতে "জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫" তুলে দেওয়া হয়।
-
তারিখ ও স্থান: ৮ আগস্ট ২০২৫, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তন।
-
আয়োজক: জুলাই কন্যা ফাউন্ডেশন।
-
সভাপতি: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাঈম প্রমী।
-
অনুষ্ঠানের বৈশিষ্ট্য:
-
নির্বাচিত ১০০ নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
-
তাদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়, যাতে অন্য নারীরা অনুপ্রাণিত হতে পারেন।
-
উৎস: প্রথম আলো
0
Updated: 1 month ago
’ছোট সোনামসজিদ’ কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
নওঁগা
B
চাঁপাইনবাবগঞ্জ
C
বাগেরহাট
D
নাটোর
ছোট সোনামসজিদকে প্রায়শই ‘সুলতানি স্থাপত্যের রত্ন’ হিসেবে আখ্যায়িত করা হয়। এটি চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ও স্থাপত্যশৈলীর গুরুত্বপূর্ণ নিদর্শন।
-
প্রধান প্রবেশপথের উপরিভাগে একটি শিলালিপি আছে, যার মাধ্যমে জানা যায় মসজিদটি মজলিস-ই-মাজালিস মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী কর্তৃক নির্মিত। শিলালিপিতে সঠিক নির্মাণ তারিখের অক্ষরগুলো মুছে গেছে।
-
শিলালিপিতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ-এর নামের উল্লেখ থাকায় বোঝা যায় এটি তাঁর রাজত্বকালের (১৪৯৪-১৫১৯) কোনো এক সময় নির্মিত।
-
মসজিদটি বিশাল এক দিঘির দক্ষিণপাড়ের পশ্চিম অংশে অবস্থিত।
-
মসজিদের কিছু দূর পশ্চিমে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক নির্মিত আধুনিক দ্বিতল গেষ্ট হাউস রয়েছে।
-
গেষ্ট হাউস ও মসজিদের মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে একটি রাস্তা গেছে, যা মনে হয় প্রাচীনকালের কোতোয়ালী দরওয়াজা হয়ে দক্ষিণের শহরতলীর সঙ্গে গৌড়-লখনৌতের মূল শহরকে সংযুক্ত করত।
-
ছোট সোনামসজিদ শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-এ অবস্থিত।
উৎস:
0
Updated: 1 month ago
ঊনসত্তরের গণআন্দোলনে কত দফা দাবি উত্থাপন করে?
Created: 1 month ago
A
৮ দফা
B
২১ দফা
C
১২ দফা
D
১১ দফা
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল পূর্ব পাকিস্তানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ গণআন্দোলন, যা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে জনগণের শক্তিশালী প্রতিরোধ ও জাতীয় চেতনার উন্মেষ ঘটায়। আন্দোলনটি বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন রাজনৈতিক ও ছাত্র-সংগঠনের সমন্বয়ে আরও সংগঠিত হয়।
-
১৯৬৯ সালে ১১ দফা দাবি পেশ করা হয়।
-
ঊনসত্তরের গণঅভ্যুত্থান পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন হিসেবে বিবেচিত।
-
১৯৬৯ সালের ৪ জানুয়ারি, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মতিয়া ও মেনন গ্রুপ), পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও ডাকসুর নেতৃবৃন্দ মিলে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করেন।
-
ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধুর ছয় দফার সঙ্গে মিলিয়ে আরও কিছু দাবি নিয়ে ১১ দফা দাবি পেশ করে।
-
২২ মার্চ, আইয়ুব খান পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানকে অপসারণ করেন।
-
২৫ মার্চ, আইয়ুব খান সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন।
-
ঊনসত্তরের গণঅভ্যুত্থানে গ্রাম ও শহরের কৃষক ও শ্রমিকদের মধ্যে শ্রেণি চেতনার উন্মেষ ঘটে।
0
Updated: 4 weeks ago
বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক পণ্য কোনটি?
Created: 1 month ago
A
রসমলাই
B
জামদানি শাড়ি
C
ইলিশ মাছ
D
নকশিকাঁথা
জিআই (GI) বা Geographical Indication
-
সংজ্ঞা:
-
GI হলো “Geographical Indication” বা ভৌগোলিক নির্দেশক।
-
এটি একটি চিহ্ন বা প্রতীক, যা পণ্যের উৎস, গুণমান, সুনাম এবং বিশেষ বৈশিষ্ট্য নির্দেশ করে।
-
-
উদ্দেশ্য ও গুরুত্ব:
-
একটি অঞ্চলের আবহাওয়া, পরিবেশ বা প্রাকৃতিক উপাদান পণ্যের গুণমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে।
-
যদি পণ্যটি সেই অঞ্চলের সাংস্কৃতিক বা ঐতিহ্যিক উৎপাদন পদ্ধতির সঙ্গে সম্পর্কিত হয়।
-
তখন সেই পণ্যকে ভৌগোলিক নির্দেশক (GI) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
-
প্রাতিষ্ঠানিক স্বীকৃতি:
-
জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে।
-
বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর এই নিবন্ধনের কাজ করে।
-
-
বাংলাদেশের প্রথম GI পণ্য:
-
জামদানি শাড়ি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়।
-
0
Updated: 1 month ago