A
৬টি
B
৫টি
C
৪টি
D
৮টি
উত্তরের বিবরণ
• বাংলাদেশে বর্তমানে ৫টি অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে [আগস্ট, ২০২৫]:
-
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
-
কর্মসংস্থান ব্যাংক
-
গ্রামীণ ব্যাংক
-
জুবিলি ব্যাংক
-
পল্লী সঞ্চয় ব্যাংক
• তালিকাভুক্ত (Scheduled) ব্যাংক:
-
বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী ব্যাংকগুলো তালিকাভুক্ত থাকে।
-
মোট তালিকাভুক্ত ব্যাংক: ৬২টি [আগস্ট, ২০২৫]
• বিশেষায়িত ব্যাংক (SDBs): মোট ৩টি
-
বাংলাদেশ কৃষি ব্যাংক
-
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
-
প্রবাসী কল্যাণ ব্যাংক
• ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (PCBs):
-
মোট: ৪৩টি
-
প্রচলিত পদ্ধতির ব্যাংক: ৩৩টি (সুদ ভিত্তিক)
-
ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক: ১০টি (লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত)
-
-
ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি (এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পায়নি)
• বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): মোট ৯টি
উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট

0
Updated: 19 hours ago
বর্তমানে দেশের কোন রপ্তানি পণ্যের উপর সর্বোচ্চ মার্কিন শুল্ক দিতে হয়? [আগস্ট,২০২৫]
Created: 19 hours ago
A
তামাকজাত পণ্য
B
চামড়াবিহীন বিশেষ জুতা
C
রাবারের জুতা
D
শিশুদের কৃত্রিম তন্তুর সোয়েটার
মার্কিন বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী:
-
বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যে সবচেয়ে বেশি শুল্ক প্রক্রিয়াজাত তামাক পণ্যে দিতে হয়।
-
যুক্তরাষ্ট্র এই পণ্য থেকে ৩৫০% শুল্ক আদায় করে।
-
নতুনভাবে ২০% পাল্টা শুল্ক যুক্ত হলে শুল্ক হার দাঁড়াবে ৩৭০%, অর্থাৎ প্রতি ১০০ মার্কিন ডলার মূল্যের তামাক পণ্যে শুল্ক দিতে হবে ৩৭০ ডলার।
-
উল্লেখ্য, বাংলাদেশ গত বছর যুক্তরাষ্ট্রে ৭৪ হাজার ডলারের তামাকজাত পণ্য রপ্তানি করেছে।
উৎস: প্রথম আলো [লিঙ্ক]

0
Updated: 19 hours ago
নিচের কোনটি কম্পিউটারের প্রধান মেমোরি?
Created: 19 hours ago
A
ফ্লপি ডিস্ক
B
ইউএসবি ড্রাইভ
C
এসএসডি
D
র্যাম
মেমোরি বা স্মৃতি ইউনিট:
-
কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে যে সমস্ত উপাত্ত বা নির্দেশনা ইনপুট ডিভাইসের মাধ্যমে প্রদান করা হয়, তা কম্পিউটারের স্মৃতি ইউনিটে সংরক্ষিত হয়।
-
কম্পিউটারে সাধারণত প্রধান (Primary) এবং সহায়ক (Secondary) স্মৃতি ইউনিট বিদ্যমান।
-
প্রধান বা প্রাইমারি মেমোরি:
-
প্রোগ্রাম, নির্দেশনা এবং নির্বাহের সময় অস্থায়ী ফলাফল সংরক্ষণে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: RAM
-
-
সহায়ক মেমোরি:
-
তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
-
উদাহরণ: SSD, Floppy Disk, USB Drive
-
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম

0
Updated: 19 hours ago