কম্পিউটারকে ম্যালওয়্যার থেকে রক্ষা করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
A
PowerPoint
B
Firefox
C
Kaspersky
D
iTunes
উত্তরের বিবরণ
Kaspersky অ্যান্টিভাইরাস:
-
কম্পিউটারকে ম্যালওয়্যার থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত।
-
ভাইরাস, ট্রোজান, স্পাইওয়্যার, র্যানসমওয়্যারসহ ক্ষতিকর প্রোগ্রাম থেকে সুরক্ষা দেয়।
-
নিয়মিত সিস্টেম স্ক্যান করে সন্দেহজনক ফাইল বা প্রোগ্রাম চিহ্নিত করে।
এন্টিভাইরাস সফটওয়্যার:
-
কম্পিউটারে ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করে।
-
ব্যবহারকারীকে সতর্ক করে।
-
উল্লেখযোগ্য সফটওয়্যার: AVG, Avast, Norton, Avira, Panda ইত্যাদি।
কম্পিউটার ভাইরাস:
-
কম্পিউটারে প্রবেশের পর নিজে পুনরায় প্রতিলিপি তৈরি করে সংক্রমণ ছড়ায়।
-
উল্লেখযোগ্য ভাইরাস: VBScript/Helper, Worm, VBScript/Aquai, Trojan Horse, X97M/Hopper, Boot Sector Virus, Jerusalem, Stone, ঢাকা ভাইরাস, ভিয়েনা, CIH ইত্যাদি।
উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Britannica।
0
Updated: 1 month ago
“Computer Virus” এর আনুষ্ঠানিক সংজ্ঞা প্রথম প্রদান করেন কে?
Created: 1 month ago
A
অ্যালান টুরিং
B
ফ্রেড কোহেন
C
জন ম্যাক্যাফি
D
জন ভন নিউম্যান
কম্পিউটার ভাইরাস (Computer Virus)
-
১৯৮০ সালে ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসকে আনুষ্ঠানিকভাবে সংজ্ঞায়িত করেন। তিনি ভাইরাসকে এমন একটি প্রোগ্রাম হিসেবে বর্ণনা করেছেন যা অন্য প্রোগ্রামকে সংক্রমিত করতে পারে এবং নিজেকে অনুলিপি করতে সক্ষম।
-
ভাইরাস হলো একটি প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় এবং তথ্য ও উপাত্তকে আক্রমণ করে ক্ষতি করতে পারে।
-
ভাইরাসের সংক্ষিপ্ত রূপ হলো “Vital Information Resources Under Seize”।
-
কম্পিউটার ভাইরাস ধীরে ধীরে সংক্রমণ ছড়ায় এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করতে পারে।
-
ভাইরাস থেকে সুরক্ষার জন্য অ্যান্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করা হয়।
কম্পিউটার ভাইরাসের ধরন:
-
বুট সেক্টর ভাইরাস
-
ট্রোজান হর্স ভাইরাস
-
ফাইল সংক্রামক ভাইরাস
-
ম্যাক্রো ভাইরাস
-
ওভাররাইটিং ভাইরাস
-
মেমোরি রেসিডেন্ট ভাইরাস
-
মিউটেটিং ভাইরাস
-
স্টোন ভাইরাস
-
ভিয়েনা ভাইরাস
উল্লেখযোগ্য তথ্য:
-
প্রথম ভাইরাস তত্ত্বের ধারণা দেন → জন ভন নিউম্যান
-
ভাইরাসের সংজ্ঞা দেন → ফ্রেড কোহেন
-
অ্যান্টিভাইরাস তৈরি করেন → জন ম্যাক্যাফি
0
Updated: 1 month ago
‘Code Red’ কী?
Created: 1 month ago
A
হ্যাকার গ্রুপ
B
ডাটাবেজ সফটওয়্যার
C
কম্পিউটার ভাইরাস
D
কম্পিউটার অ্যান্টিভাইরাস
Code Red (কম্পিউটার ওয়ার্ম)
২০০১ সালে প্রথম আবিষ্কৃত হয়।
এটি একটি কুখ্যাত কম্পিউটার ওয়ার্ম।
Microsoft IIS web server-এর buffer overflow vulnerability কাজে লাগিয়ে ছড়ায়।
নেটওয়ার্কে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ওয়েব সার্ভার অচল করে দেয়।
কম্পিউটার ভাইরাস
কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম।
স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট হয়ে তথ্য ও উপাত্তকে আক্রমণ করে।
VIRUS = Vital Information Resources Under Seize (গুরুত্বপূর্ণ তথ্য দখলে নেওয়া বা ক্ষতিসাধন করা)।
ডেটা ফাইল নষ্ট করে, বুটে বাধা দেয়, হার্ডডিস্ক ক্ষতিগ্রস্ত করে।
উদাহরণ: Melissa, Trojan Horse, Code Red, Worm।
অ্যান্টিভাইরাস সফটওয়্যার
ভাইরাস প্রতিরোধ ও ধ্বংস করার সফটওয়্যার।
একসাথে অনেক ভাইরাস সনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।
উদাহরণ: AVG, Avira, Norton, Avast, Bitdefender।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
কম্পিউটার ভাইরাস নয় কোনটি ?
Created: 1 month ago
A
ওয়ার্ম
B
ট্রোজান হর্স
C
জেরুজালেম
D
অ্যাভাস্ট
অ্যাভাস্ট – একটি এন্টিভাইরাস সফটওয়্যার
এন্টিভাইরাস সফটওয়্যার:
-
কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
-
এটি ভাইরাস আক্রমণের পূর্বেই সমস্যা শনাক্ত করে রোধ করে বা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
উল্লেখযোগ্য এন্টিভাইরাস সফটওয়্যার:
-
এভিজি (AVG)
-
অ্যাভাস্ট (Avast)
-
নরটন (Norton)
-
এভিরা (Avira)
-
পান্ডা (Panda) ইত্যাদি
কম্পিউটার ভাইরাস:
-
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন।
-
ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে ধীরে ধীরে পুরো সিস্টেমকে সংক্রমিত করে এবং অচল করে দিতে পারে।
উল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাস:
-
ভিবিএস/হেল্পার (VBS/Helper)
-
ওয়ার্ম (Worm)
-
ভিবিএস/আকুই (VBS/Aqui)
-
ট্রোজান হর্স (Trojan Horse)
-
এক্স ৯৭এম/হপার (X97M/Hopper)
-
বুট সেক্টর ভাইরাস (Boot Sector Virus)
-
জেরুজালেম (Jerusalem)
-
স্টোন (Stone)
-
ঢাকা ভাইরাস
-
ভিয়েনা (Vienna)
-
সিআইএইচ (CIH) ইত্যাদি
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago