A
Work efficiently
B
Overwork
C
Waste time
D
Work on midnight
উত্তরের বিবরণ
Answer: খ) Overwork
Idiom: Burn the candle at both ends
-
English Meaning: go to bed late and get up early, especially to get work done.
-
Bangla Meaning: কাজ সমাধান করার জন্য দিনরাত পরিশ্রম করা / অক্লান্ত পরিশ্রম করা।
Example Sentence:
-
We should avoid burning candles at both ends, otherwise it will make us suffer.
-
Bangla Meaning: পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে দিনরাত পরিশ্রম করলে আমাদেরকে ভুগতে হবে।
Other options:
-
ক) Work efficiently: কাজের দক্ষতা।
-
গ) Waste time: সময় নষ্ট করা।
-
ঘ) Work on midnight: কেবল রাতের কাজ বোঝায়।

0
Updated: 20 hours ago
Choose the correct meaning of the following words Viable
Created: 1 month ago
A
possible
B
that can be done
C
capable
D
that will work
Viable (adjective)
ইংরেজি অর্থ:
কোনো কিছু নিজস্ব গুণে টিকে থাকতে, কার্যকরভাবে কাজ করতে অথবা সফল হওয়ার উপযোগী হলে তাকে viable বলা হয়।
বাংলা অর্থ:
স্বনির্ভরভাবে টিকে থাকতে সক্ষম; এমন একটি অবস্থা বা পদ্ধতি যা বাইরের সহায়তা ছাড়া বৃদ্ধি পেতে ও টিকে থাকতে পারে। (বিশেষ করে পুরনো যানবাহনের ক্ষেত্রে, যেমন—১৯১৬ সালের আগের গাড়ি)
সমার্থক শব্দ:
-
Feasible (বাস্তবায়নযোগ্য)
-
Usable (ব্যবহারযোগ্য)
-
Suitable (উপযুক্ত)
-
Capable (সক্ষম)
-
Achievable (অর্জনযোগ্য)
বিপরীত শব্দ:
-
Impracticable (যেটা প্রয়োগযোগ্য নয়)
-
Impossible (অসম্ভব)
-
Nonviable (টিকিয়ে রাখা যায় না এমন)
-
Unattainable (অর্জন করা যায় না এমন)
-
Out of the Question (যেটা মোটেই চিন্তার বিষয় নয়)
অন্যান্য রূপ:
-
Viably (ক্রিয়া বিশেষণ): টিকে থাকার উপযুক্তভাবে।
উদাহরণ বাক্য:
-
কোম্পানিটি বেঁচে থাকার জন্য বিকল্প কোনো কার্যকর পথ খুঁজতে বাধ্য হয়েছিল।
-
সে এমন কোনো টেকসই বিকল্প প্রস্তাব করতে পারেনি।
তথ্যসূত্র:
-
Cambridge Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
-
লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 1 month ago
What is the meaning of 'White Elephant'?
Created: 3 months ago
A
An elephant of white colour
B
A very coslty or troublesome possession
C
A black marketer
D
A hoarder
• White elephant
English Meaning: Something that has cost a lot of money but has no useful purpose /Very costly and troublesome.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন।
Ex. Sentence: This is a white elephant department of the government.
Bangla Meaning: সরকারের এই বিভাগটি কোনো কাজেরই না অথচ এর পেছনে অনেক টাকা খরচ হচ্ছে।
Source: Live MCQ Lecture.

0
Updated: 3 months ago
What is the meaning of "Taciturn"?
Created: 1 week ago
A
Tending not to speak much
B
To escape and hide somewhere
C
A detailed plan or route of a trip
D
Extremely cowardly
Taciturn (adjective)
English Meaning: Tending not to speak much.
Bangla Meaning: অল্পবাদী; মৌনস্বভাব; বাকবিমুখ; মিতবাক।
Example Sentence:
He's a reserved, taciturn person.
Source:
Accessible Dictionary by Bangla Academy
Cambridge Dictionary
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago