বর্তমানে দেশের কোন রপ্তানি পণ্যের উপর সর্বোচ্চ মার্কিন শুল্ক দিতে হয়? [আগস্ট,২০২৫]
A
তামাকজাত পণ্য
B
চামড়াবিহীন বিশেষ জুতা
C
রাবারের জুতা
D
শিশুদের কৃত্রিম তন্তুর সোয়েটার
উত্তরের বিবরণ
মার্কিন বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী:
-
বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যে সবচেয়ে বেশি শুল্ক প্রক্রিয়াজাত তামাক পণ্যে দিতে হয়।
-
যুক্তরাষ্ট্র এই পণ্য থেকে ৩৫০% শুল্ক আদায় করে।
-
নতুনভাবে ২০% পাল্টা শুল্ক যুক্ত হলে শুল্ক হার দাঁড়াবে ৩৭০%, অর্থাৎ প্রতি ১০০ মার্কিন ডলার মূল্যের তামাক পণ্যে শুল্ক দিতে হবে ৩৭০ ডলার।
-
উল্লেখ্য, বাংলাদেশ গত বছর যুক্তরাষ্ট্রে ৭৪ হাজার ডলারের তামাকজাত পণ্য রপ্তানি করেছে।
উৎস: প্রথম আলো [লিঙ্ক]
0
Updated: 1 month ago
বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
Created: 1 month ago
A
১৯৮৫ সালে
B
১৯৯০ সালে
C
২০০০ সালে
D
১৯৮০ সালে
উপজেলা পরিষদ নির্বাচনের ইতিহাস বাংলাদেশে:
-
১৯৮৫: প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়, ৪৬০টি উপজেলায়।
-
১৯৯০: দ্বিতীয়বারের উপজেলা পরিষদ নির্বাচন, একইভাবে ৪৬০টি উপজেলায় অনুষ্ঠিত হয়।
-
২০০৯: তৃতীয়বারের নির্বাচন, ৪৭৫টি উপজেলায়।
-
২০১৪: চতুর্থবারের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
২০২৯: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন।
-
২০২৪: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।
0
Updated: 4 weeks ago
কোন পর্যটক বাংলাকে 'প্রাচুর্যপূর্ণ নরক' বলে অভিহিত করেন?
Created: 1 month ago
A
ফ্রাঁসোয়া বার্নিয়ার
B
ইবনে বতুতা
C
ফা হিয়েন
D
হিউয়েন সাং
ইবনে বতুতা ছিলেন মরক্কোর বিখ্যাত পর্যটক। তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ। বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমণকাহিনীতে উল্লেখ করেছেন; এটি ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক হযরত শাহজালাল মুজার্রদ-ই-ইয়েমেনীর দর্শন লাভ।
-
ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে ২১ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন।
-
এরপর তিনি ভারতে আসেন এবং ১৩৩৪ খ্রিস্টাব্দে দিল্লিতে পৌঁছে সুলতান মুহম্মদ বিন তুঘলকের অধীনে দীর্ঘ প্রায় আট বছর কাজীর পদে নিয়োজিত ছিলেন।
বাংলায় সফর:
-
ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহের শাসনকালে বাংলায় আসেন।
-
বাংলার যে শহরে প্রথম পৌঁছান (৯ জুলাই ১৩৪৬) তার নাম সাদকাঁও (চাটগাঁও)। সেখান থেকে তিনি সরাসরি কামরূপ পার্বত্য অঞ্চল অভিমুখে রওনা হন।
-
তিনি বাংলায় ভ্রমণের এক মূল্যবান বিবরণ লিপিবদ্ধ করেন, যা বাংলার প্রাকৃতিক দৃশ্য, অধিবাসীদের জীবনযাপন ও দেশের সমৃদ্ধি বর্ণনা করে।
-
তার গ্রন্থ **‘আর রিহলা’**তে বাংলাকে তিনি ‘দোজখ-ই-পুর নিয়ামত’ (A Hell Full Of Good Things) অর্থাৎ প্রাচুর্যপূর্ণ নরক হিসেবে অভিহিত করেছেন।
-
ইবনে বতুতা সিলেটের প্রখ্যাত সাধক হযরত শাহজালালের সাথে সাক্ষাৎ করেন এবং পরে চীনের রাজদরবার গমনের উদ্দেশ্যে বাংলা ত্যাগ করেন।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার কত তারিখে গঠিত হয়েছে?
Created: 1 month ago
A
৫ আগস্ট, ২০২৪
B
৬ আগস্ট, ২০২৪
C
৭ আগস্ট, ২০২৪
D
৮ আগস্ট, ২০২৪
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর, ৮ আগস্ট ২০২৪ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার দেশের কার্যক্রম পরিচালনার জন্য সাংবিধানিক কাঠামো হিসেবে কাজ করে।
-
সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
-
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
-
প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা সংখ্যা ছিল ২৩ জন।
উল্লেখযোগ্য বিষয়সমূহ:
-
শেখ হাসিনা সরকার পদত্যাগের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ফলে দেশের পরিচালনার জন্য সাংবিধানিক সরকার কাঠামো প্রয়োজন হয়।
-
বাংলাদেশের সংবিধানে সরাসরি ‘অন্তর্বর্তীকালীন সরকার’ নামে কোনো বিধান নেই। তবে সংবিধানে কাছাকাছি ধরনের ব্যবস্থা ‘তত্ত্বাবধায়ক সরকার’ নামে পরিচিত।
-
সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে মতামত দিতে পারে সুপ্রিম কোর্ট। এতে বলা হয়েছে যে রাষ্ট্রপতির নিকট যদি এমন কোনো প্রশ্ন উত্থাপিত হয় যা জনগুরুত্বপূর্ণ, তবে তিনি এটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিবেচনার জন্য পাঠাতে পারেন এবং আদালত উপযুক্ত শুনানির পর রাষ্ট্রপতিকে মতামত প্রদান করবে।
-
সংবিধানের আলোকে সুপ্রিম কোর্ট এই সরকারের বৈধতা নিশ্চিত করেছেন।
উৎস:
0
Updated: 1 month ago