He always has me _____ his work.
A
to do
B
do
C
done
D
has done
উত্তরের বিবরণ
Complete sentence: He always has me do his work.
Causative Verb:
-
Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
-
Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verbs।
-
Make, Have, Get প্রভৃতি যোগে অনেক verb-কে causative verb এ পরিণত করা যায়।
Causative Verb Structure:
1. Have (ব্যক্তি)
-
Structure: Subject + have (any tense) + object (usually person) + base form of verb + ...
-
Examples:
-
Jonny had Ronny clean the bedroom.
-
He always has me do his work.
-
Mary will have Alex prepare her homework.
-
2. Have (বস্তু)
-
Structure: Subject + have (any tense) + object (usually thing) + past participle form of verb + ...
-
Examples:
-
John had his car washed.
-
He always has his work done.
-
Lopa will have her homework prepared.
-
3. Get (ব্যক্তি/বস্তু)
-
Structure (person): Subject + get (any tense) + object + infinitive (to + v1)
-
Example: John got Alex to clean the bedroom.
-
-
Structure (thing): Subject + get (any tense) + object + past participle
-
Example: John got his car washed.
-
4. Make (ব্যক্তি)
-
Structure: Subject + make (any tense) + object (always person) + base form of verb + ...
-
Examples:
-
Robert made me beat that little child.
-
He always makes me do his work.
-
Mary will make me prepare her homework.
-
I made him wash my car.
-
He makes me laugh whenever I am down.
-
Other options:
-
ক) to do: ভুল, causative structure এ সরাসরি base form আসে।
-
গ) done: past participle; এখানে ব্যবহার হয় না।
-
ঘ) has done: present perfect tense; causative structure এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
0
Updated: 1 month ago
It is time we ____ for the station.
Created: 1 month ago
A
could leave
B
have left
C
are leaving
D
left
Complete Sentence:
-
It is time we left for the station.
It is time / It is high time:
-
যখন It is time বা It is high time ব্যবহার করা হয় এবং এর পর subject বসে, তখন subject-এর পরে verb past form হয়।
-
উদাহরণ: বাক্যটির verb হলো left।
-
-
যদি It is time বা It is high time এর পরে subject না আসে, তখন verb Infinitive form হয়।
-
উদাহরণ: It is high time to change our attitude.
-
উৎস:
0
Updated: 1 month ago
If she had left home earlier, she _________ the train.
Created: 3 weeks ago
A
have caught
B
would caught
C
would have caught
D
would have been caught
Third Conditional ব্যবহারের নিয়মগুলো হলো:
-
বাক্যে সাধারণত দুটি clause থাকে, যেকোনো একটি If বা Had দিয়ে শুরু হয়।
-
If/Had clause-এ Past Perfect Tense ব্যবহার করা হয়।
-
দ্বিতীয় clause-এ Past Perfect Conditional ব্যবহার হয়, যেমন would have, might have, should have, could have।
-
মূল verb-টি Past Participle রূপে ব্যবহৃত হয়।
Complete sentence: If she had left home earlier, she would have caught the train.
অর্থ: যদি সে আগে বাড়ি ছেড়ে যেত, তাহলে ট্রেনটি ধরতে পারত।
0
Updated: 3 weeks ago
Women are too often _____ by family commitments.
Created: 1 week ago
A
confused
B
controlled
C
contaminated
D
constrained
উত্তর: ঘ) constrained
ব্যাখ্যা:
বাক্যটি “Women are too often _____ by family commitments” এমন একটি পরিস্থিতি বোঝায় যেখানে নারীরা পারিবারিক দায়িত্বের কারণে কিছু করতে বাধাগ্রস্ত বা সীমাবদ্ধ বোধ করেন। এখানে constrained শব্দটি সবচেয়ে উপযুক্ত, কারণ এর অর্থ হলো ‘বাধাপ্রাপ্ত’, ‘সংযত’ বা ‘সীমিত’। এটি বোঝায় যে কেউ কোনো বাহ্যিক কারণ বা চাপের কারণে নিজের ইচ্ছামতো কাজ করতে পারে না।
এই প্রেক্ষিতে শব্দটির ব্যবহার ও অর্থ নিম্নরূপভাবে ব্যাখ্যা করা যায়—
-
Constrained শব্দটি ল্যাটিন মূল “constringere” থেকে এসেছে, যার অর্থ ‘চেপে ধরা’ বা ‘বাঁধা’। ইংরেজিতে এটি ব্যবহৃত হয় এমন অবস্থা বোঝাতে, যেখানে কেউ বা কিছু সীমাবদ্ধ অবস্থায় থাকে।
-
বাক্যে বলা হয়েছে নারীরা প্রায়ই পারিবারিক দায়িত্বের কারণে সীমাবদ্ধ হয়ে পড়েন, অর্থাৎ তারা নিজেদের পছন্দমতো ক্যারিয়ার, শিক্ষা বা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না।
-
Confused মানে বিভ্রান্ত — যা এখানে প্রযোজ্য নয়, কারণ পারিবারিক দায়িত্ব নারীদের বিভ্রান্ত করে না, বরং তাদের সুযোগ সীমিত করে।
-
Controlled শব্দটি নিয়ন্ত্রণ বোঝালেও এটি সাধারণত ক্ষমতা বা কর্তৃত্বের অর্থে ব্যবহৃত হয়; এটি বাক্যের অনুভব অনুযায়ী তেমন স্বাভাবিক নয়।
-
Contaminated মানে দূষিত, যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, কারণ বাক্যে কোনো শারীরিক দূষণের বিষয় নেই।
-
Constrained ব্যবহারে বোঝানো হয়েছে মানসিক বা সামাজিক চাপের কারণে স্বাধীনতা হারানো, যা এই বাক্যের ভাবের সঙ্গে পুরোপুরি মিলে যায়।
এখানে ধারণাটি সমাজবিজ্ঞানের দিক থেকেও গুরুত্বপূর্ণ— অনেক নারী পারিবারিক দায়িত্ব, সন্তান পালন, বা গৃহস্থালির কাজের কারণে নিজেদের পেশাগত উন্নয়ন বা ব্যক্তিগত আগ্রহের জায়গায় পিছিয়ে পড়েন। তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সামাজিক প্রত্যাশা ও দায়িত্ব তাদেরকে “constrained” করে রাখে।
সাহিত্য ও আধুনিক ইংরেজি ব্যবহারে “constrained by” একটি প্রচলিত গঠন, যা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বাধার মধ্যে পড়া বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ— “He felt constrained by financial problems” বা “Students are constrained by lack of resources।” এইসব বাক্যে যেমন ‘বাধা’ বা ‘সীমাবদ্ধতা’ প্রকাশ পায়, তেমনি প্রশ্নের বাক্যেও সেটিই অভিপ্রেত অর্থ।
সুতরাং, Women are too often constrained by family commitments অর্থ দাঁড়ায় — “নারীরা প্রায়ই পারিবারিক দায়িত্বের কারণে সীমাবদ্ধ থাকেন।” এটি বাক্যের ভাব, ব্যাকরণ ও বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং ব্যাকরণগতভাবে একমাত্র যথাযথ উত্তর।
0
Updated: 1 week ago