Hubble Telescope এর ত্রুটি সংশোধনের জন্য নভোচারীগনকে মহাশূণ্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল?

Edit edit

A

 Endeavour 

B

Challenger 

C

Pathfinder 

D

Apollo

উত্তরের বিবরণ

img

হাবল স্পেস টেলিস্কোপ

মহাকাশে স্থাপন করা প্রথম অপটিক্যাল টেলিস্কোপ হলো হাবল স্পেস টেলিস্কোপ। আমেরিকান খ্যাতনামা জ্যোতির্বিদ এডউইন পি. হাবল-এর নাম অনুসারে NASA এই টেলিস্কোপের নামকরণ করে।

১৯৯০ সালের ২৪ এপ্রিল স্পেস শাটল ডিসকভারি (STS-31) থেকে হাবল টেলিস্কোপ মহাকাশে উৎক্ষেপণ করা হয় এবং পরদিন, ২৫ এপ্রিল থেকে এটি আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করে।

মহাশূন্যে স্থাপিত হওয়ার পর থেকে হাবল টেলিস্কোপ প্রায় ১৫ লক্ষেরও বেশি পর্যবেক্ষণ সম্পন্ন করেছে, যা জ্যোতির্বিজ্ঞানে এক বিশাল অবদান রেখেছে।

তবে প্রাথমিক পর্যায়ে এর কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে, ১৯৯৩ সালের ডিসেম্বর মাসে সেই ত্রুটি সংশোধনের উদ্দেশ্যে নভোচারীদের এন্ডেভার (Endeavour) নভোযানে করে মহাশূন্যে পাঠানো হয়।

উৎস: NASA ওয়েবসাইট।

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD