'Pip' is the protagonist in Charles Dickens' novel-
A
A Christmas Carol
B
A Tale of Two Cities
C
Oliver Twist
D
Great Expectations
উত্তরের বিবরণ
'Pip' is the protagonist in Charles Dickens' novel - Great Expectations.
• Great Expectations:
- 'Great Expectation' is a novel written by Charles Dickens.
- ১৮৬০ সালে প্রকাশিত এই উপন্যাস টি Dickens এর অন্যতম সেরা উপন্যাস।
- গল্প শুরু হয়েছে Kent শহর থেকে।
- ১৮ শতকের গোড়ার কাহিনী তুলে ধরা হয়েছে উপন্যাসে - এমন একটি সময় যখন, ইংল্যান্ড অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও কিছু মানুষ থাকছে সমাজে, যারা নানা কারণে অসুখী।
সমাজে বিদ্যমান শ্রেণী বৈষম্যর বিষয়টিও তুলে ধরা হয়েছে।
- Pip এই উপন্যাসের প্রধান চরিত্র।
- তার ছোট থেকে বড় হওয়ার কাহিনী , এতিম অবস্থায় বেড়ে ওঠা এবং তার জীবনের নানা উত্থান পতন এই উপনস্যাসের মূল উপজীব্য বিষয়।
• প্রধান চরিত্রসমূহ:
- Pip,
- Joe Gargery,
- Abel Magwitch,
- Estella,
- Miss Havisham ইত্যাদি।
• Famous quotations of great expectation:
- The success is not mine, the failure is not mine, but the two together make me.
• Charles Dickens (1812-1870) a British novelist, journalist, editor, illustrator and social commentator.
- তিনি Victorian period এর একজন বিখ্যাত লেখক ছিলেন।
- তার পুরো নাম Charles John Huffam Dickens.
• তার রচিত বিখ্যাত কিছু উপন্যাস হলো -
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend.
Source: Britannica and Enotes.com.
0
Updated: 1 month ago
Sidney says poets create:
Created: 5 months ago
A
Exact copies of reality
B
Lies
C
Improved versions of the world
D
Religious truth
Sidney বলেন যে কবিরা বাস্তবতার সঠিক নকল তৈরি করেন না, বরং তারা বিশ্বের উন্নত ও সুন্দর সংস্করণ তৈরি করেন। কবিতায় তারা কল্পনা ও সৃষ্টিশীলতা ব্যবহার করে বাস্তবতাকে আরও উন্নত এবং আদর্শরূপে উপস্থাপন করেন। এটি মানুষকে ভালো ও সুন্দর কিছু দেখাতে সাহায্য করে। তাই কবিতা কেবল মিথ্যা নয়, বরং একটি উন্নত বাস্তবতা সৃষ্টি করে।
0
Updated: 5 months ago
What is the English meaning of the word "Complaisant"?
Created: 1 month ago
A
Strict and authoritative
B
Unwilling to cooperate
C
Indifferent to others' needs
D
Willing to satisfy others by being polite
Complaisant একটি adjective, যা বোঝায় অন্যদের খুশি করতে ইচ্ছুক এবং শিষ্ট আচরণ করে তাদের পরিকল্পনার সাথে খাপ খাইয়ে নেওয়া। এটি সাধারণত সৌজন্যপূর্ণ বা অনুকূল মনোভাব নির্দেশ করে।
-
Complaisant (adjective)
English Meaning: Willing to satisfy others by being polite and fitting in with their plans
Bangla Meaning: অন্যকে খুশি করতে আগ্রহী -
Correct Answer: Willing to satisfy others by being polite
-
Synonyms: Willing (স্বেচ্ছাপ্রণোদিত), Obliging (পরোপকারী; স্বেচ্ছায় সাহায্য প্রদানকারী), Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত), Amiable (বন্ধুত্বপূর্ণ), Generous (উদার)
-
Antonyms: Unwilling (অনিচ্ছুক), Defiant (অবাধ্য), Disobedient (অবাধ্য), Merciless (নির্দয়), Stern (কঠোর)
-
Example Sentences:
-
Noah's eyes were slightly jealous, but he was so complaisant that I figured he'd get over it in a day.
-
Barbara mentions that a lockout calendar would remind our members not to be complaisant.
-
-
Source:
0
Updated: 1 month ago
Paradise Lost by John Milton is composed in -
Created: 2 months ago
A
Blank verse
B
Couplets
C
Epic rhyme
D
Free verse
Paradise Lost John Milton রচিত একটি মহাকাব্য, যা মূলত Blank verse (unrhymed iambic pentameter) এ লেখা। কাব্যটি আদি মানব Adam ও Eve-এর স্বর্গ থেকে পতন এবং শয়তান ও তার অনুসারীদের বিদ্রোহের গল্পের উপর কেন্দ্রীভূত। Milton-এর Blank verse ব্যবহার কবিতার প্রাঞ্জলতা ও ভাবগভীরতা বজায় রাখে এবং প্রাচীন গ্রীক ও রোমান মহাকাব্যের ধারা অনুসরণ করে।
John Milton (১৬০৮–১৬৭৪) লন্ডনে জন্মগ্রহণ করেন, তিনি ইংরেজ কবি, ইতিহাসবিদ ও প্রবন্ধকার। তাকে “Epic Poet” এবং Blank Verse-এর মহাগুরু বলা হয়।
বিখ্যাত রচনা: Paradise Lost, Paradise Regained, Of Education, Lycidas।
উত্তর: ক) Blank verse
0
Updated: 2 months ago