Adela Quested and Mrs. Moore are characters from the novel-
A
David Copperfield
B
The Return of the Native
C
A Passage to India
D
Adam Bede
উত্তরের বিবরণ
‘A Passage to India’ উপন্যাসের পরিচয় ও চরিত্রসমূহ
-
উপন্যাস: A Passage to India
-
লেখক: E. M. Forster
-
প্রকাশকাল: ১৯২৪
-
মূল বিষয়বস্তু: ভারত ও ব্রিটিশদের মধ্যকার সম্পর্ক, উপনিবেশবাদ (colonialism) এবং বর্ণবাদের (racism) প্রভাব।
-
কেন্দ্রীয় চরিত্র: Dr. Aziz ও Adela Quested।
প্রধান চরিত্রসমূহ:
-
Dr. Aziz: উপন্যাসের কেন্দ্রীয় ভারতীয় চরিত্র।
-
Adela Quested: তরুণ ইংরেজী নারী, যিনি Mrs. Moore-এর সঙ্গে ভারতে ভ্রমণে আসেন।
-
Mrs. Moore: Adela-এর বয়স্ক সঙ্গী এবং Ronny Heaslop-এর মা।
-
Ronny Heaslop: Mrs. Moore-এর ছেলে, চন্দ্রপুরে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট।
-
Cyril Fielding: চন্দ্রপুরের সরকারী কলেজের প্রধান ও Dr. Aziz-এর বন্ধু।
-
Stella Moore: Mrs. Moore-এর মেয়ে, যিনি ইংল্যান্ডে বসবাস করতেন।
E. M. Forster-এর অন্যান্য উল্লেখযোগ্য কাজ:
-
Aspects of the Novel
-
The Longest Journey
-
A Room with a View
-
Howards End
উৎস: Britannica
0
Updated: 1 month ago
'The Rainbow' is-
Created: 5 months ago
A
a poem by Wordsworth
B
a short story by Somerst Maugham
C
a novel by D. H. Lawrence
D
a verse by Coleridge
The Rainbow
-
D. H. Lawrence-এর লেখা The Rainbow উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের অল্প সময়ের মধ্যেই উপন্যাসটি তীব্র বিতর্কের সৃষ্টি করে, কারণ এতে যৌন উপাদানের বিস্তার ছিল। এই কারণে উপন্যাসটিকে Obscene (অশ্লীল) এবং আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে এটি নিষিদ্ধ করা হয়।
-
উপন্যাসটিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের কারণে মানব মনের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ে, তা তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহের মতো প্রতিষ্ঠিত প্রথাকে তার লেখার মাধ্যমে ব্যর্থ ও অপ্রয়োজনীয় হিসেবে উপস্থাপন করেছেন বলে অনেকে মনে করেন।
-
এই উপন্যাসের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে Brangwen পরিবার এবং তাদের তিন প্রজন্মের জীবনকাহিনী।
D. H. Lawrence
-
D. H. Lawrence ছিলেন একাধারে একজন ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তার লেখা উপন্যাস Sons and Lovers, The Rainbow, ও Women in Love—এই তিনটি তাকে বিশ শতকের অন্যতম প্রভাবশালী ইংরেজ সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা দেয়।
His Most Famous Novels Are:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover ইত্যাদি।
'The Rainbow' as a Poem
-
William Wordsworth-এর লেখা একটি বিখ্যাত কবিতা হলো My Heart Leaps Up, যা The Rainbow নামেও পরিচিত।
-
এই সংক্ষিপ্ত lyric poem-টি ১৮০২ সালে রচিত হয়।
-
তবে, যেহেতু কবিতাটির মূল নাম My Heart Leaps Up, তাই “The Rainbow” বলতে সাধারণত D. H. Lawrence-এর উপন্যাসকেই বোঝানো হয়।
Source:
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
Encyclopædia Britannica
0
Updated: 5 months ago
'Ulysses' is a novel written by -
Created: 1 month ago
A
Joseph Conrad
B
Thomas Hardy
C
Charles Dickens
D
James Joyce
'Ulysses'
- The novel 'Ulysses' is written by Irish writer James Joyce.
- ১৯২২ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- Stylistically dense and exhilarating, এটি সাধারণত English Literature এ একটি masterpiece হিসাবে বিবেচিত হয় এবং it has been the subject of numerous volumes of commentary and analysis.
- The novel is constructed as a modern parallel to Homer's Odyssey.
- একটি single day এর মধ্যে Dubline এর আশেপাশে ঘটা কাহিনী নিয়ে এই উপন্যাসটি লেখা।
- The three central characters - Stephen Dedalus Leopold Bloom, a Jewish advertising canvasser; and his wife, Molly-are intended to be modern counterparts of Telemachus, Ulysses (Odysseus), and Penelope, respectively, and the events of the novel loosely parallel the major events in Odysseus's journey home after the Trojan War.
• উল্লেখ্য যে,
- Ulyssess নামে Victorian poet Alfred Tennyson এর একটি poem রয়েছে।
• James Joyce
- বিংশ শতাব্দী অর্থাৎ Modern Period এর বিখ্যাত novelist দের মধ্যে James Joyce অন্যতম।
- He was an Irish novelist noted for his experimental use of language and exploration of new literary methods.
- James Joyce's Ulysses (1922), a complex evocation of the inner states of the characters Leopold and Molly Bloom and Stephen Dedalus.
- Ulysses হলো James Joyce রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- James Joyce তার 'Stream of Consciousness' (চেতনার অন্তঃশীল প্রবাহ) টেকনিকের জন্যে বিখ্যাত।
• Joyce's notable Works:
- A Portrait of the Artist as a Young Man,
- After the Race,
- Chamber Music,
- Finnegans Wake,
- Pomes Penyeach,
- Stephen Hero,
- The Day of the Rabblement,
- The Dead,
- The Sisters,
- Ulysses, etc.
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
0
Updated: 1 month ago
The Two Cities in the novel 'A Tale of Two Cities' refer to:
Created: 1 month ago
A
Paris and Rome
B
New York and London
C
London and Paris
D
Paris and Berlin
A Tale of Two Cities হলো চার্লস ডিকেন্সের (Charles Dickens) রচিত একটি উপন্যাস, যা ১৮৫৯ সালে প্রকাশিত হয়। এখানে Two Cities বলতে লন্ডন ও প্যারিসকে বোঝানো হয়েছে। উপন্যাসটি French Revolution-এর প্রেক্ষাপটে রচিত।
প্রধান চরিত্রসমূহ:
-
Sydney Carton (হতাশ ইংরেজ আইনজীবী)
-
Lucie Manette (ফরাসি অভিজাত)
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
গল্পের শুরুতে দেখা যায় Lucie Manette, যিনি বিস্ময়ে ফেটে পড়েন যখন জানতে পারেন তার বাবা Doctor Alexandre Manette জীবিত।
-
অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
-
জেলে থাকা অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হয়ে বাবার কথা জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে তাদের সঙ্গে পরিচয় হয় Charles Darnay-এর সাথে, যিনি ফরাসী রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চান।
-
Sydney Carton, একজন পারিবারিক বন্ধু, Lucie Manette-এর প্রেমে পড়েন।
Charles Dickens (৭ ফেব্রুয়ারি, ১৮১২ – ৯ জুন, ১৮৭০)
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
ব্রিটিশ novelist, Victorian Period-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে বিবেচিত
-
ছদ্মনাম: Boz
প্রসিদ্ধ রচনা:
-
David Copperfield (Autobiography)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times
উৎস:
0
Updated: 1 month ago