In Shakespeare's play Hamlet, Hamlet was prince of
A
Norway
B
Britain
C
Denmark
D
France
উত্তরের বিবরণ
Hamlet' in Shakespeare's Hamlet is a prince of - Denmark.
Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.
• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
'There is divinity that shapes our end'.
Source: Britannica.
0
Updated: 1 month ago
What title does Macbeth hold before becoming king?
Created: 2 months ago
A
Thane of Cawdor
B
Thane of Fife
C
Thane of Ross
D
None
প্রথমে Macbeth Thane of Glamis ছিল। যুদ্ধের জয়ের পুরস্কার হিসেবে Duncan তাকে “Thane of Cawdor” উপাধি দেন। পরে Duncan-কে হত্যা করে সে রাজা হয়।
0
Updated: 2 months ago
What is the purpose of showing the eight kings in the witches’ vision?
Created: 2 months ago
A
To predict Macbeth’s victory
B
To warn of Malcolm’s return
C
To show Banquo’s royal lineage
D
To curse Macduff
ডাইনিরা Macbeth-কে আটজন রাজা দেখায়, যারা Banquo-র বংশধর। এটি প্রমাণ করে যে ভবিষ্যদ্বাণী সত্য—Macbeth রাজা হলেও তার উত্তরাধিকার চিরকাল টিকবে না, বরং Banquo-র রক্তই রাজবংশ চালাবে।
0
Updated: 2 months ago
Which natural element is frequently used as a metaphor for Lear’s anger?
Created: 2 months ago
A
Fire
B
Thunder and storm
C
Earthquake
D
Flood
Lear-এর রাগ ও মানসিক অস্থিরতা প্রায়শই ঝড় ও বজ্রপাতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা বাহ্যিক ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মিল ঘটায়।
1
Updated: 2 months ago