Which “but” is a preposition?
A
It is but right to admit our faults.
B
What can we do but sit and wait?
C
We tried hard, but did not succeed.
D
There is no one but likes him.
উত্তরের বিবরণ
“What can we do but sit and wait?”
এখানে but হলো একটি preposition, কারণ এটি except অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ বাক্যটি বোঝায়: “আমরা *কিছুই করতে পারি না, শুধু বসে অপেক্ষা ছাড়া।”
But (Preposition):
Used as except, apart from, or other than.
উদাহরণ:
-
In Dhaka, we were never anything but poor.
-
I trusted no one but him.
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
It is but right to admit our faults.
-
এখানে but right শব্দকে modify করছে, তাই এটি preposition নয়।
-
-
We tried hard, but did not succeed.
-
এখানে but হলো conjunction, কারণ এটি দুটি clause কে যুক্ত করেছে।
-
-
There is no one but likes him.
-
এখানে but pronoun-এর কাজ করছে, কারণ এটি no one কে modify করছে।
-
উৎস: Macmillan Dictionary, Cambridge Dictionary and Brainly.in
0
Updated: 1 month ago
What is the verb form of 'poor'?
Created: 1 day ago
A
poorly
B
poverty
C
poority
D
impoverish
ব্যাখ্যা:
‘Poor’ শব্দটি একটি adjective (বিশেষণ), যার অর্থ দরিদ্র, অভাবগ্রস্ত বা নিম্নমানের। এর verb (ক্রিয়া) form হলো “impoverish”, যার অর্থ কাউকে দরিদ্র করা বা কোনো কিছুর গুণমান বা শক্তি নষ্ট করে দেওয়া। অর্থাৎ “impoverish” শব্দটি এমন একটি কাজ বোঝায় যা কাউকে বা কোনো স্থানকে দরিদ্র বা দুর্বল করে তোলে।
শব্দগঠন বিশ্লেষণ:
-
Root word: poor
-
Prefix: im- (অর্থ: “make” বা “cause to be”)
-
Verb form: impoverish = make poor
এই শব্দটি লাতিন pauper (দরিদ্র) থেকে এসেছে, যেখান থেকে impoverish মানে হয়েছে “to make pauper” বা “দরিদ্র করে তোলা”।
অর্থ ও ব্যবহার:
-
Impoverish (verb):
অর্থ — দরিদ্র করে ফেলা, সম্পদ বা মানহানি ঘটানো।
উদাহরণ:-
The long war impoverished the entire nation.
(দীর্ঘ যুদ্ধ পুরো জাতিকে দরিদ্র করে ফেলেছিল।) -
Overuse of land can impoverish the soil.
(অতিরিক্ত জমি ব্যবহার মাটিকে অনুর্বর করে ফেলতে পারে।)
-
ভুল বিকল্পগুলোর বিশ্লেষণ:
-
(ক) poorly: এটি একটি adverb, যার অর্থ “in a poor manner” বা “দুর্বলভাবে”। যেমন — He performed poorly in the exam. (সে পরীক্ষায় খারাপ করেছে)। এটি verb নয়।
-
(খ) poverty: এটি একটি noun, যার অর্থ “দারিদ্র্য”। যেমন — Poverty is a major problem in many countries.
-
(গ) poority: এটি ভুল ও অপ্রচলিত শব্দ; ইংরেজি অভিধানে এ শব্দের অস্তিত্ব নেই।
-
(ঘ) impoverish: এটি একমাত্র সঠিক verb form, যার অর্থ “to make poor”।
রূপান্তর সংক্ষেপে:
-
Adjective: poor → দরিদ্র
-
Adverb: poorly → দুর্বলভাবে
-
Noun: poverty → দারিদ্র্য
-
Verb: impoverish → দরিদ্র করে ফেলা
আরও উদাহরণ দিয়ে বোঝা যায়:
-
The villagers became poor after the flood. → poor = adjective
-
The flood impoverished the villagers. → impoverished = verb
-
They live in poverty. → poverty = noun
-
He speaks poorly because of illness. → poorly = adverb
অতএব, শব্দের শ্রেণিবিন্যাস অনুযায়ী ‘poor’ এর সঠিক verb form হলো “impoverish”, কারণ এটি অর্থ ও ব্যাকরণ— উভয় দিক থেকেই “দরিদ্র করে তোলা” ধারণা প্রকাশ করে।
0
Updated: 1 day ago
Plural of 'Phenomenon' -
Created: 1 month ago
A
Phenomenii
B
Phenomen
C
Phenomena
D
Phenomenonses
Phenomenon
-
ধরন: Singular noun
-
অর্থ: কোনো ঘটনা বা ঘটনা-বিশেষ যা প্রকৃতি বা সমাজে ঘটে, বিশেষ করে যা পুরোপুরি বোঝা যায় না।
-
বাংলা অর্থ: ইন্দ্রিয়গোচর বস্তু বা বিষয়
Plural: Phenomena
উদাহরণ:
-
Singular: Aurora Borealis is a natural phenomenon.
-
Plural: Solar eclipses are rare phenomena.
Source: Oxford Dictionary
0
Updated: 1 month ago
Will the teacher be guiding the students? (passive)
Created: 1 month ago
A
Will the students be being guided by the teacher?
B
Will the students guided by the teacher?
C
Will the students being guided by the teacher?
D
Will be being guided the students by the teacher?
সঠিক উত্তর হলো – ক) Will the students be being guided by the teacher?
Interrogative Passive Voice নিয়ম:
-
Active Interrogative: Shall/Will + S + be + V(ing) + O?
-
উদাহরণ: Will the teacher be guiding the students?
-
-
Passive Interrogative: Shall/Will + S + be being + V (p.p.) + by + O?
-
উদাহরণ: Will the students be being guided by the teacher?
-
আরও উদাহরণ:
-
Active: Will Rubel be teaching his brother?
Passive: Will his brother be being taught by Rubel?
Other options ব্যাখ্যা:
-
খ) Will the students guided by the teacher? → ভুল গঠন।
-
গ) Will the students being guided by the teacher? → ভুল গঠন।
-
ঘ) Will be being guided the students by the teacher? → অপ্রাসঙ্গিক ও ব্যাকরণগতভাবে ভুল।
0
Updated: 1 month ago